রসায়ন-০৩

সাধারণ বিজ্ঞান, রসায়ন, অম্ল-ক্ষারক সাম্যবস্থা:

প্রশ্নঃ যদি পানির PH এর মান ৭ হয়, তবে তা
ক. ক্ষারীয় পানি
খ. এসিডীয় পানি
গ. নিরপেক্ষ পানি
ঘ. ক ও খ উভয়ই
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ নিচের কোনটি ক্ষারকীয় অক্সাইড?
ক. P4O10
খ. MgO
গ. ZnO
ঘ. CO
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন সমীকরণের সাহায্যে বাফারের PH এর মান গণনা করা হয়?
ক. হেন্ডারসন সমীকরণের দ্বারা
খ. এন্ডারসন সমীকরণের দ্বারা
গ. অসওয়াল্ডের সমকিরণ দ্বারা
ঘ. রাউল্টের সমীকরণের দ্বারা
উত্তরঃ ক

প্রশ্নঃ বিশুদ্ধ পানির PH কত?
ক. ৭
খ. ১৪
গ. ১
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ PH স্কেলের বিস্তৃতি কত
ক. ৭-১০০
খ. ৬-১২
গ. ০-৭
ঘ. ০-১৪
উত্তরঃ ঘ

প্রশ্নঃ H+আয়ন দ্রবনের ঘনমাত্রা ঋনাত্নক লগারিদমকে কি বলে?
ক. PH
খ. PF
গ. Acid
ঘ. Base
উত্তরঃ ক

প্রশ্নঃ যদি কোন যৌগের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে তাহলে সেটি
ক. ক্ষার
খ. ক্ষারক
গ. অম্ল
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ ব্রোমোফেনল নির্দেশকের অম্লীয় বর্ণ–
ক. বর্ণহীন
খ. লাল
গ. হলুদ
ঘ. নীল
উত্তরঃ গ

প্রশ্নঃ PH এর মান দ্বারা পানিতে কিসের পরিমাণ পরিমাপ করা হয়?
ক. ম্যাগনেশিযাম
খ. হাইড্রোজেন
গ. ক্যালশিয়াম
ঘ. উপরের উল্লিখিত কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ মানুষের রক্তের PH কত?
ক. ৭.০
খ. ৭.২
গ. ৭.৪
ঘ. ৭.৬
উত্তরঃ গ

সাধারণ বিজ্ঞান, রসায়ন, জারণ-বিজারণ:

প্রশ্নঃ কোনটি জারক পদার্থ নয়?
ক. হাইড্রোজেন
খ. অক্সিজেন
গ. ক্লোরিন
ঘ. ব্রোমিন
উত্তরঃ ক

প্রশ্নঃ MnO4–আয়নের মধ্য Mn এর জারণ সংখ্যা
ক. +৫
খ. +৬
গ. +৭
ঘ. -৭
উত্তরঃ খ

প্রশ্নঃ জারণ বিক্রিয়ায় কি ঘটে?
ক. ইলেকট্রন বর্জন
খ. ইলেকট্রন আদাস প্রদান
গ. ইলেকট্রন গ্রহণ
ঘ. শুধু তাপ উৎপন্ন হয়
উত্তরঃ ক

প্রশ্নঃ যে মৌল বা যৌগ ইলেকট্রন দান করে, তাকে কি বলে?
ক. জারক
খ. জারিত
গ. বিজারক
ঘ. বিজারিত
উত্তরঃ গ

প্রশ্নঃ জারণ বিক্রিয়ায় ঘটে–
ক. ইলেকট্রন বর্জন
খ. ইলেকট্রন গ্রহণ
গ. ইলেকট্রন আদান-প্রদান
ঘ. তড়িৎ ধনাত্নক মৌলের বা মূলকের অপসারণ
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটিতে জারণ বিজারণ হয়নি?
ক. Mg+Cu++ → Mg+++Cu
খ. C+O2 → CO2
গ. Ca+++CO2– → Ca++CO3–
ঘ. Fe + 2H+ → Fe++ + H2
উত্তরঃ গ

প্রশ্নঃ অ্যানোডে কোন বিক্রিয়া সম্পন্ন হয়?
ক. জারণ
খ. বিজারণ
গ. প্রশমন
ঘ. পানি যোজন
উত্তরঃ ক

প্রশ্নঃ [Fe(CN)6]-4 এ Fe-এর জারণ সংখ্যা কত?
ক. +6
খ. +5
গ. -4
ঘ. +2
উত্তরঃ ঘ

সাধারণ বিজ্ঞান, রসায়ন, জৈব রসায়ন:

প্রশ্নঃ ভিনেগারে ইথানয়িক এসিডের পরিমাণ-
ক. ১৫%
খ. ১৩%
গ. ৬-১০%
ঘ. ১৩-১৫%
উত্তরঃ গ

প্রশ্নঃ এর মধ্য কোন পদার্থ প্রকৃতিতে পাওয়া যায়?
ক. প্লাস্টিক
খ. রাবার
গ. গ্লিসারিন
ঘ. কাগজ
উত্তরঃ খ

প্রশ্নঃ ফলের মিষ্টি গন্ধের জন্য কি দায়ী?
ক. এস্টার
খ. ইথার
গ. অ্যালকোহল
ঘ. গ্লুকোজ
উত্তরঃ ক

প্রশ্নঃ কাগজের প্রধান রাসায়নিক উপাদান
ক. লিগনিন
খ. সেলুলোজ
গ. রেজিন
ঘ. হেমিসেলুলোজ
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনগুলো দিয়ে লিপষ্টিক তৈরি হয়?
ক. গ্রীজ এবং গ্লিসারিন
খ. গ্রীজ এবং দ্রাবক
গ. গ্লিসরিন ও রঞ্জক
ঘ. গ্রীজ, রঞ্জক এবং একটি দ্রাবক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ জৈব বিবর্তনের জনক কে?
ক. গ্যালিলিও গ্যালিলি
খ. হরগোবিন্দ খোরানা
গ. কোপার্নিকাস
ঘ. চার্লস ডারউইন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ Paint এবং Thinner হিসাবে সাধারণত ব্যবহার করা হয়?
ক. এলকোহল
খ. পেট্রোল
গ. পানি
ঘ. তারপিন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ টুথপেস্টের প্রধান উপাদান-
ক. জেলী ও মশলা
খ. ভোজ্য তেল ও সোডা
গ. সাবান ও পাউডার
ঘ. ফ্লোরাইড ও ক্লোরোফিল
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!