যুদ্ধাস্ত্র ও মারনাস্ত্র

যুদ্ধাস্ত্র ও মারনাস্ত্র :

পৃথিবীর প্রথম ডুবোজাহাজ কে, কবে আবিস্কার করেন?উঃ ১৬২০ সালে হল্যান্ডের কারনেলিয়াস ড্রেবেল।
পৃথিবীর প্রথম ডুবোজাহাজ কি দিয়ে তৈরী?উঃ কাঠ দিয়ে এবং চামড়া দিয়ে মোড়ানো।
এই ডুবোজাহাজটি পানির কত মিটার নিচে যেতে পারতো?উঃ ৩-৪ মিটার। যুদ্ধাস্ত্র ও মারনাস্ত্র
বাষ্প ইঞ্জিন চালিত ডুবোজাহাজ কোন সালে আবিস্কৃত হয়?উঃ ১৮৮০ সালে।
পরমানুর প্রোটন সংখ্যাকে কি বলে?উঃ আণবিক সংখ্যা।
প্রকৃতিতে প্রাপ্ত রেডিও আইসোটোপের সংখ্যা কত?উঃ প্রায় ৫০ টি।
পরমানুর কেন্দ্র থেকে বের করে নিয়ে এলে একটি নিউট্রন কতক্ষন ঠিক থাকে?উঃ ১২ মিনিট।
তেজস্ক্রিয়তা আবিস্কার কে করেন?উঃ হেনরি বিকুয়েরেল।
স্বাভাবিকভাবে ইউরেনিয়ামের আইসোটোপ কত?উঃ U-223
সমৃদ্ধ ইউরেনিয়ামের আইসোটোপ কত?উঃ U-228
পারমানবিক চুল্লীতে মডারেটর কেন ব্যবহার করা হয়?উঃ বিভাজন সক্ষম পরমানুর সংখ্যা কমানোর জন্য।
পারমানবিক চুল্লীতে মডারেটর হিসেবে কি ব্যবহৃত হয়?উঃ গ্রাফাইট। যুদ্ধাস্ত্র ও মারনাস্ত্র
পারমানবিক সংখ্যা এক কিন্তু পারমানবিক ওজন ভিন্ন তাকে কি বলে?উঃ আইসোটোপ।
পারমানবিক ওজন এক কিন্তু পারমানবিক সংখ্যা ভিন্ন তাকে কি বলে?উঃ আইসোবার।
প্রকৃতিতে প্রাপ্ত সবচেছে শক্তিশালী রেডিও অ্যাকটিভ পদার্থ কোনটি?উঃ রেডিয়াম।
তেজস্ক্রিয়তার একক কি?উঃ কুরি।
পরমানুর কেন্দ্রে কি থাকে?উঃ প্রোটন ও নিউট্রন।
পারমানবিক সংখ্যা কাকে বলে?উঃ প্রোটনের সংখ্যাকে।
পারমানবিক ওজন কাকে বলে?উঃ প্রোটন ও নিউট্রনের একত্রিত ওজন।
কোন ধাতু দিয়ে পারমানবিক বোমা তৈরী করা হয়?উঃ ইউরেনিয়াম।
প্রকৃতিতে ইউরেনিয়াম কি হিসেবে পাওয়া যায়?উঃ আইসোটাপ। যুদ্ধাস্ত্র ও মারনাস্ত্র
প্রকৃতিতে ইউরেনিয়ামের কতটি আইসোটোপ আছে?উঃ ৩ টি, ইউরেনিয়াম-২৩৪, ২৩৫ ও ২৩৮।
ইউরেনিয়ামের কোন আইসোটোপ দিয়ে পারমানবিক বোমা তৈরী করা হয়?উঃ ইউরেনিয়াম-২৩৫।
পারমানবিক বোমা বিস্ফোরনের ফলে কি পরিমান তাপ উৎপন্ন হয়?উঃ ১০ লাখ সেন্টিগ্রেড।
১৯১৫ সালে জার্মানরা পোল্যান্ডের যুদ্ধে রুশদের বিরুদ্ধে
কোন গ্যাস ব্যবহার করেছিল?
উঃ ক্লোরিন। যুদ্ধাস্ত্র ও মারনাস্ত্র


১৯১৭ সালে জার্মানরা কোন গ্যাস ব্যবহার করেছিল?উঃ মাস্টার্ড গ্যাস।
সবচেয়ে বড় একক পারমানবিক চুল্লী কোথায় অবস্থিত?উঃ ইগনালিয়া স্টেশন, রাশিয়া।
রেডিয়াম কে কত সালে আবিস্কার করেন?উঃ মাদাম কুরি ও পিয়েরে কুরি, ১৮৯৮ সালে।
এটম বোমা কে আবিস্কার করেন?উঃ অটোহ্যান।
পারমানবিক বোমা কে আবিস্কার করেন?উঃ রবার্ট ওপেন হাইমার।
হাইড্রোজেন বোমার জনক কে?উঃ এডওয়ার্ড টিলার।
সর্বপ্রথম কোন দেশ পারমানবিক বোমা তৈরী করতে সক্ষম হয়?উঃ যুক্তরাষ্ট্র। যুদ্ধাস্ত্র ও মারনাস্ত্র
মার্কিন যুক্তরাষ্ট্র সর্ব প্রথম কোথায় পারমানবিক বিস্ফোরন ঘটায়?উঃ নিউ মেক্সিকো মরুভূমিতে, ১৬ জুলাই, ১৯৪৫।
হিরোশিমায় পারমানবিক বোমা নিক্ষেপকারী বিমানের নাম কি?উঃ এনোলা গে।
হিরোশিমায় যে বোমা ফেলা হয় তার নাম কি?উঃ লিটল বয়।
হিরোশিমাতে বোমাটি যে বৈমানিক ফেলে তার নাম কি?উঃ টমাস ফেরিরি।
হিরোশিমায় পারমানবিক বোমায় কতজন লোক প্রান হারায়?উঃ ১ লক্ষ ৪০ হাজার।
নাগাসাকিতে যে বোমা ফেলা হয় তার নাম কি?উঃ ফ্যাট ম্যান।
নাগাসাকিতে বোমাটি যে বৈমানিক ফেলে তার নাম কি?উঃ কারমিট বিহান।
নাগাসাকির পারমানবিক বোমায় কতজন লোক প্রান হারায়?উঃ ৭০ হাজার। যুদ্ধাস্ত্র ও মারনাস্ত্র
ভারতের পারমানবিক কর্মসূচীর জনক কাকে বলে?উঃ এ পি জে আব্দুল কালাম।
পাকিস্তানের পারমানবিক কর্মসূচীর জনক কাকে বলে?উঃ আব্দুল কাদের খান।
বর্তমান বিশ্বে নৌ বাহিনীর সবচেয়ে বড় জাহাজ কোনটি?উঃ আব্রাহাম লিংকন ও জর্জ ওয়াশিংটন নামক জাহাজ।
কে প্রথম যুদ্ধ ট্যাংক তৈরী করেন?উঃ ইউলিয়াম ফস্টার।
কে সর্ব প্রথম ট্যাংকের ডিজাইন করেন?উঃ লিওনার্দো দ্যা ভিষ্ণি, ১৪৮২ সালে।
চারদিকে ধাতু নির্মিত ট্যাংকের ডিজাইন কে করেন?উঃ গনিতবিদ জন ন্যাপিয়ার, ১৫৯৬ সালে।
প্রথম বাষ্পীয় ইঞ্জিন কোন ট্যাংকে ব্যবহৃত হয়েছিল?উঃ ১৮৫৫ সালে ‘লোকেমেটিভ ব্যাটারী’ নামক ট্যাংকে।
সর্ব প্রথম কবে কোথায় সামরিক ট্যাংক তৈরী হয়?উঃ ১৯০০ সালে, ইংল্যান্ডে।
ইংল্যান্ডের তৈরী সেই ট্যাংকের নাম কি ছিল?উঃ পেনিংটন। যুদ্ধাস্ত্র ও মারনাস্ত্র
‘বিগ লিটল’ ট্যাংক আবিস্কার করেন কে?উঃ মেজর উইলসন ও স্যার উইলিয়াম ট্রাইটন।
সর্বাপেক্ষা প্রাচীন যুদ্ধ রথ কোথায় নির্মিত হয়েছিল?উঃ ভারতবর্ষে।
বিশ্বের বৃহত্তম অস্ত্র রপ্তানীকারক দেশ কোনটি?উঃ যুক্তরাষ্ট্র।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানীকারক দেশ কোনটি?উঃ রাশিয়া।
বিশ্বের তৃতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানীকারক দেশ কোনটি?উঃ ফ্রান্স। যুদ্ধাস্ত্র ও মারনাস্ত্র
যুক্তরাষ্ট্র একাই পৃথিবীর মোট অস্ত্র ব্যবসার কত শতাংশ নিয়ন্ত্রন করে?উঃ ৫০ শতাংশ।
ডিনামাইট কে আবিস্কার করেন?উঃ আলফ্রেড নোবেল।
কনকর্ড বিমানের আবিস্কারক কোন দেশ?উঃ ইংল্যান্ড ও ফ্রান্স।
‘ইউ বোট’ (সাবমেরিনের মত) সর্ব প্রথম কোন দেশ ব্যবহার করে?উঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধে, জার্মানী।
প্রিডেটর কোন দেশের মানুষবিহীন জঙ্গী বিমান?উঃ যুক্তরাষ্ট্র। যুদ্ধাস্ত্র ও মারনাস্ত্র

আরো পড়ুন:

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!