ভূগোল ও পরিবেশ-০৬

প্রশ্নঃ ভূ-ত্বকের প্রধান উপাদান কোনটি?
ক. অক্সিজেন
খ. নাইট্রোজেন
গ. কার্বন ডাই অক্সাইড
ঘ. ম্যাঙ্গানিজ
উত্তরঃ ক

প্রশ্নঃ চুনাপাথর পরিবর্তন হয়ে কি হয়?
ক. নিস
খ. ফিলাইট
গ. মার্বেল
ঘ. ক্যালসাইট
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ পাললিক শিলায়-
ক. স্তর নেই, জীবাশ্ম আছে
খ. স্তর আছে, জীবাশ্ম নেই
গ. স্তর ও জীবাশ্ম দুটোই আছে
ঘ. স্তর ও জীবাশ্ম কোনটিই নেই
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোন ভৌগোলিক এলাকাটি ‘রামসার সাইট’ হিসেবে স্বীকৃত?
ক. কাপ্তাই হ্রদ
খ. রামসাগর
গ. বগা লেইক
ঘ. টাঙ্গুয়ার হাওড়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়?
ক. পামীর
খ. তিব্বত
গ. কলোরাডো
ঘ. আরব
উত্তরঃ ক

প্রশ্নঃ হিমবাহ কি?
ক. এক ধরনের চলন্ত বরফ স্তুপ
খ. পর্বতশৃঙ্গের স্তুপীকৃত বরফ
গ. পর্বত পাদদেশে স্তুপীকৃত বরফ
ঘ. শীতপ্রধান দেশের মহীসোপানের বরফরাশি
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোন জেলাতে প্লাইষ্টোসিন চত্বরভূমি রয়েছে?
ক. চাঁদপুর
খ. পিরোজপুর
গ. মাদারীপুর
ঘ. গাজীপুর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয়?
ক. সাম্প্রতিককালে
খ. কোয়াটারনারী যুগে
গ. প্লাইস্টোসিন যুগে
ঘ. টারশিয়ী যুগে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পলি দ্বারা গঠিত কোন শিলা?
ক. ভূ-ত্বক
খ. পাললিক শিলা
গ. আগ্নেয়শিলা
ঘ. রূপান্তরিত শিলা
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘পলল পাখা’ জাতীয় ভূমিরূপ গড়ে উঠে
ক. নদীর নিম্ন অববাহিকায়
খ. নদীর উৎপত্তিস্থলে
গ. পাহাড়ের পাদদেশে
ঘ. নদী মোহনায়
উত্তরঃ গ

প্রশ্নঃ যে বিজ্ঞান জীবাশ্ম সম্বন্ধে আলোচনা করে-
ক. প্যালিয়েন্টোলজী
খ. মরফোলজী
গ. ফাইটোজেনি
ঘ. ফসিওলজি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পৃথিবী তৈরির প্রধান উপাদান হচ্ছে-
ক. হাইড্রোজেন
খ. অ্যালুমিনিয়াম
গ. সিলিকন
ঘ. কার্বন
উত্তরঃ গ

প্রশ্নঃ সুনামীর কারণ হলো–
ক. সমুদ্রের তলদেশে ভূমিকম্প
খ. ঘূর্ণিঝড়
গ. চাঁদ ও সূর্যের আকর্ষণ
ঘ. আগ্নেয়গিরির অগ্নুৎপাত
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!