ভূগোল ও পরিবেশ-০৬

প্রশ্নঃ ভূ-ত্বকের প্রধান উপাদান কোনটি?
ক. অক্সিজেন
খ. নাইট্রোজেন
গ. কার্বন ডাই অক্সাইড
ঘ. ম্যাঙ্গানিজ
উত্তরঃ ক

প্রশ্নঃ চুনাপাথর পরিবর্তন হয়ে কি হয়?
ক. নিস
খ. ফিলাইট
গ. মার্বেল
ঘ. ক্যালসাইট
উত্তরঃ গ

প্রশ্নঃ পাললিক শিলায়-
ক. স্তর নেই, জীবাশ্ম আছে
খ. স্তর আছে, জীবাশ্ম নেই
গ. স্তর ও জীবাশ্ম দুটোই আছে
ঘ. স্তর ও জীবাশ্ম কোনটিই নেই
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ নিচের কোন ভৌগোলিক এলাকাটি ‘রামসার সাইট’ হিসেবে স্বীকৃত?
ক. কাপ্তাই হ্রদ
খ. রামসাগর
গ. বগা লেইক
ঘ. টাঙ্গুয়ার হাওড়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়?
ক. পামীর
খ. তিব্বত
গ. কলোরাডো
ঘ. আরব
উত্তরঃ ক

প্রশ্নঃ হিমবাহ কি?
ক. এক ধরনের চলন্ত বরফ স্তুপ
খ. পর্বতশৃঙ্গের স্তুপীকৃত বরফ
গ. পর্বত পাদদেশে স্তুপীকৃত বরফ
ঘ. শীতপ্রধান দেশের মহীসোপানের বরফরাশি
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোন জেলাতে প্লাইষ্টোসিন চত্বরভূমি রয়েছে?
ক. চাঁদপুর
খ. পিরোজপুর
গ. মাদারীপুর
ঘ. গাজীপুর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয়?
ক. সাম্প্রতিককালে
খ. কোয়াটারনারী যুগে
গ. প্লাইস্টোসিন যুগে
ঘ. টারশিয়ী যুগে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পলি দ্বারা গঠিত কোন শিলা?
ক. ভূ-ত্বক
খ. পাললিক শিলা
গ. আগ্নেয়শিলা
ঘ. রূপান্তরিত শিলা
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘পলল পাখা’ জাতীয় ভূমিরূপ গড়ে উঠে
ক. নদীর নিম্ন অববাহিকায়
খ. নদীর উৎপত্তিস্থলে
গ. পাহাড়ের পাদদেশে
ঘ. নদী মোহনায়
উত্তরঃ গ

প্রশ্নঃ যে বিজ্ঞান জীবাশ্ম সম্বন্ধে আলোচনা করে-
ক. প্যালিয়েন্টোলজী
খ. মরফোলজী
গ. ফাইটোজেনি
ঘ. ফসিওলজি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পৃথিবী তৈরির প্রধান উপাদান হচ্ছে-
ক. হাইড্রোজেন
খ. অ্যালুমিনিয়াম
গ. সিলিকন
ঘ. কার্বন
উত্তরঃ গ

প্রশ্নঃ সুনামীর কারণ হলো–
ক. সমুদ্রের তলদেশে ভূমিকম্প
খ. ঘূর্ণিঝড়
গ. চাঁদ ও সূর্যের আকর্ষণ
ঘ. আগ্নেয়গিরির অগ্নুৎপাত
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top