বাংলা সাহিত্য-৯০

প্রশ্নঃ বৈষ্ণবকীর্তন গানের শাখা কোনটি?
ক. মান্দারী
খ. ঝাড়খণ্ডী
গ. রেনেটি
ঘ. সবকটি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মর্সিয়া ধারার হিন্দু কবি কে?
ক. রামরাম বসু
খ. রাধারমন গোপ
গ. সাধন রায়
ঘ. পাঁচু ঝাড়বিশিলা
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘জঙ্গনামা’ গ্রন্থটি রচনা করেছেন?
ক. সৈয়দ হামজা
খ. ফকির গরীবুল্লাহ
গ. শাহ মুহম্মদ সগীর
ঘ. দৌলত কাজী
উত্তরঃ খ

প্রশ্নঃ ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের?
ক. গিয়াস উদ্দীন আযম শাহ
খ. আলাউদ্দীন হুসেন শাহ
গ. ফকরুদ্দীন মোবারক শাহ
ঘ. ইলিয়াস শাহ
উত্তরঃ ক

প্রশ্নঃ ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে, শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচনাকাল কত?
ক. ১৩০০ খ্রি.
খ. ১৩৫০ খ্রি.
গ. ১৪০০ খ্রি.
ঘ. ১৪৫০ খ্রি.
উত্তরঃ গ

প্রশ্নঃ ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীনতম চণ্ডীদাস কে?
ক. দীন চণ্ডীদাস
খ. দ্বিজ চণ্ডীদাস
গ. বড়ু চণ্ডিদাস
ঘ. চণ্ডীদাস
উত্তরঃ গ

প্রশ্নঃ ভারতচন্দ্রের শ্রেষ্ঠ প্রতিভার নিদির্শন কোনটি?
ক. চণ্ডীমঙ্গল
খ. ধর্মমঙ্গল
গ. মনসামঙ্গল
ঘ. অন্নদামঙ্গল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বৈষ্ণব পদসাহিত্য রচয়িতা হলেন–
ক. চণ্ডীদাস
খ. জ্ঞানদাস
গ. গোবিন্দ দাস
ঘ. তিনজনই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘মহাভারত’ এর রচয়িতা
ক. বাল্মিকী
খ. বেদব্যাস
গ. ভদ্রবাহু
ঘ. মনু
উত্তরঃ খ

প্রশ্নঃ শ্রীচৈতন্যদবের জীবনভিত্তিক প্রথম কাহিনী কাব্য কে রচনা করেন?
ক. বৃন্দাবন দাস
খ. লোচন দাস
গ. জয়ানন্দ
ঘ. পরাগল খাঁ
উত্তরঃ ক

প্রশ্নঃ রামায়ণের প্রথম মহিলা অনুবাদকের নাম কি?
ক. চন্দ্রকলাবতী চন্দ্রাবতী
খ. চন্দ্রাবতী
গ. পদ্মাবতী
ঘ. কামিনীরায়
উত্তরঃ খ

প্রশ্নঃ শাহ মুহম্মদ সগীরের ‘ইউসুফ জোলেখা’ কোনটি অবলম্বনে রচিত?
ক. কুরআন ও বাইবেল
খ. আরবীয় লোককাহিনী
গ. জামীর কাব্য
ঘ. নিজামীর কাব্য
উত্তরঃ ক

প্রশ্নঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্য সম্পাদনা করেন-
ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ
খ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ. হরপ্রসাদ শাস্ত্রী
ঘ. বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘নানান দেশের নানান ভাষা বিনা স্বদেশী ভাষা, পুরে কি আশা? -এ পঙ্ক্তিটি কার রচনা?
ক. শেখ ফজলুল করিম
খ. রামনিধি গুপ্ত
গ. আবদুল হাকিম
ঘ. অতুলপ্রসাদ সেন
উত্তরঃ খ

প্রশ্নঃ নাথ সাহিত্য সংগ্রহ ও সম্পাদনা করেছেন কে?
ক. ড. দীনেশচন্দ্র সেন
খ. ড. নলিনীকান্ত সেনগুপ্ত
গ. ড. ফনীভূষণ দাসগুপ্ত
ঘ. আবদুল করিম সাহিত্যবিশারদ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পদ বা পদাবলী বলতে কি বুঝায়?
ক. লাচাড়ী ছন্দে রচিত পদ্য বা কবিতাবলী
খ. পদ্যকারে রচিত দেবস্তুতিমূলক রচনা
গ. বাউল বা মরমী গীতি
ঘ. বৌদ্ধ ও বৈষ্ণবীয় ধর্মের গুঢ় বিষয়ের বিশেষ সৃষ্টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ চণ্ডীমঙ্গলের আদি কবি কে?
ক. মুকুন্দরাম
খ. দ্বিজ মাধব
গ. মানিক দত্ত
ঘ. কানাহরি দত্ত
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা সাহিত্যে আরাকানকে কি নামে অভিহিত করা হত?
ক. সরন্দীপ
খ. গৌড়
গ. রোসাঙ্গ
ঘ. বার্মা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘হেক্টরবধ’ কোন উপাখ্যান অবলম্বনে রচিত?
ক. হোমারের ইলিয়ড
খ. হোমারের ওডিসি
গ. ভার্জিনের ইনিদ
ঘ. দান্তের ডিভাইন কমেডি
উত্তরঃ ক

প্রশ্নঃ গিরিশচন্দ্র সেন কত সালে কুরআন শরীফের পূর্ণাঙ্গ বঙ্গানুবাদ সমাপ্ত করেন?
ক. ১৮৫২
খ. ১৮৯২
গ. ১৯০০
ঘ. ১৯১২
উত্তরঃ গ

প্রশ্নঃ নারায়ণ দেবের ‘পদ্মপুরাণ’ কাব্যে কোন দেবীর মহাত্ম্য গাওয়া হয়েছে?
ক. মনসা দেবীর
খ. অন্নদা দেবীর
গ. চণ্ডীকা দেবীর
ঘ. সারদা দেবীর
উত্তরঃ ক

প্রশ্নঃ মধ্যযুগের প্রণয়কাব্য ‘লায়লী মজনু’ কার রচনা? লায়লী মজনু কাব্যের রচয়িতা-
ক. শাহমুহম্মদ সগীর
খ. দৌলত উজি্র রবাহরাম খান
গ. সাবিরিদ খাঁ
ঘ. দৌলত কাজী
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘কেতকাদাস ক্ষেমানন্দ’ নামের মূল না কোনটি?
ক. কেতকাদাস
খ. ক্ষেমানন্দ
গ. সম্পূর্ণ অংশ
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি?
ক. ধাঁধা
খ. ছড়া
গ. প্রবাদ
ঘ. গাথাকাহিনী
উত্তরঃ খ

প্রশ্নঃ সংকলন গ্রন্থ ‘হারামনি’ মোট কত খণ্ডের?
ক. ৭ খণ্ড
খ. ৮ খণ্ড
গ. ৯ খণ্ড
ঘ. ১০ খণ্ড
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পদাবলীর প্রথম কবি কে? অথবা, বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে?
ক. শ্রীচৈতন্য
খ. বিদ্যাপতি
গ. চণ্ডীদাস
ঘ. জ্ঞানদাস
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন বিখ্যাত ব্যক্তিত্ব নাথগীতিকা সংগ্রহ করে নাম দেন ‘ক্লাসিক রাজার গান?
ক. জর্জ গ্রিয়ার্সন
খ. উইলিয়াম কেরি
গ. আব্দুল করিম সাহিত্যবিশারদ
ঘ. ড. দীনেশ চন্দ্র সেন
উত্তরঃ ক

প্রশ্নঃ কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে কখন?
ক. আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে
খ. ষোড়শ শতকের শেষার্ধে ও সপ্তদশ শতকের প্রথমার্ধে
গ. সপ্তদশ শতকের শেষার্ধে ও আঠারো শতকের প্রথমার্ধে
ঘ. উনিশ শতকের শেষার্ধে ও বিংশ শতকের প্রথমার্ধে
উত্তরঃ ক

প্রশ্নঃ দো-ভাষী পুঁথি সাহিত্যের প্রথম ও সার্থক কবি-
ক. সৈয়দ সুলতান
খ. ফকির গরীবুল্লাহ
গ. হায়াত মাহমুদ
ঘ. শেখ ফয়জুল্লাহ
উত্তরঃ খ

প্রশ্নঃ হারামণি কি? সংকলক কে?
ক. পুঁথি, আলাওল
খ. প্রাচীন লোকগীতি, মুহম্মদ মনসুর উদ্দীন
গ. উচ্চাঙ্গ সঙ্গীত, ওস্তাদ আয়াত আলী
ঘ. প্রাচীন সাহিত্য, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!