বাংলা সাহিত্য-৬৬

প্রশ্নঃ সবুজপত্র পত্রিকা কোন সালে প্রকাশিত হয়?
ক. ১৯১৪
খ. ১৯১২
গ. ১৯১৮
ঘ. ১৯২০
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা সাহিত্যে কথারীতির প্রচার মাধ্যম হিসাবে কোন পত্রিকা ভূমিকা রাখে?
ক. কল্লোল
খ. সবুজপত্র
গ. কালিকলম
ঘ. বঙ্গদর্শন
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের প্রথম সংবাদপত্র-
ক. আজাদ বঙ্গদর্শন
খ. বঙ্গদর্শণ
গ. সমাচার দর্পণ
ঘ. বেঙ্গল গেজেট
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কার সম্পাদনায় ‘সংবাদ প্রভাকর’ প্রথম প্রকাশিত হয়?
ক. প্রমথ নাথ চৌধুরী
খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
গ. প্যারীচাঁদ মিত্র
ঘ. দীনবন্ধু মিত্র
উত্তরঃ খ

প্রশ্নঃ আধুনিকতার লক্ষণ কি?
ক. ইংরেজি শিক্ষা
খ. দেশ বিদেশে ঘুরে বেড়ানো
গ. সহশিক্ষা
ঘ. স্বদেশ প্রেম ও মানবতাবোধ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘সমকাল’ পত্রিকার সম্পাদক ছিলেন—
ক. বিনয় ঘোষ
খ. সিকান্দার আবু জাফর
গ. মোহাম্মদ আকরাম খাঁ
ঘ. তফাজ্জল হোসেন
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘সওগাত’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম চিহ্নিত করুন?
ক. মোঃ নাসিরউদ্দীন
খ. ড. আনিসুজ্জামান
গ. আবদুল কাদির
ঘ. সানাউল হক
উত্তরঃ ক

প্রশ্নঃ কাজী নজরুল ইসলাম নামের সাথে জড়িত ‘ধূমকেতু’ কোন ধরনের প্রকাশনা?
ক. কবিতা
খ. পত্রিকা
গ. উপন্যাস
ঘ. ছোটগল্প
উত্তরঃ খ

প্রশ্নঃ মুক্তবুদ্ধির লেখক হিসেবে বিশেষ উল্লেখযোগ্য
ক. এয়াকুব আলী চৌধুরী
খ. শেখ ফজলুল করিম
গ. কাজী আবদুল ওদুদ
ঘ. কায়কোবাদ
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা সাহিত্যে চলিত রীতি প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করে কোন পত্রিকা?
ক. সংবাদ প্রভাকর
খ. বঙ্গদশর্খন
গ. সবুজপত্র
ঘ. কালি ও কলম
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ভারতী’ পত্রিকা কে সম্পাদনা করতেন?
ক. নিরুপমা দেবী
খ. কামিনী রায়
গ. স্বর্ণকুমারী দেবী
ঘ. মানকুমারী দেবী
উত্তরঃ গ

প্রশ্নঃ কাঙাল হরিণাথ সম্পাদিত পত্রিকার নামঃ
ক. গ্রামবার্তা প্রকাশিকা
খ. অমৃতবাজার পত্রিকা
গ. রংগপুর বার্তাবহ
ঘ. সমাচার দর্পণ
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি বাংলা একাডেমী হতে প্রকাশিত মাসিক সাহিত্য পত্রিকা?
ক. লোকায়ত
খ. বিন্দুধ্বনি
গ. উত্তরাধিকার
ঘ. টইটুম্বুর
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি?
ক. আজাদ
খ. বঙ্গদর্শন
গ. বেঙ্গল গেজেট
ঘ. সমাচার দর্পণ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি সাময়িক পত্রিকা?
ক. ধূমকেতু
খ. জুলফিকার
গ. নতুন চাঁদ
ঘ. বুলবুল
উত্তরঃ ক

প্রশ্নঃ সবুজপত্রে লিখতেন-
ক. অতুলচন্দ্র গুপ্ত
খ. ধূর্জটি প্রসাদ মুখোপাধ্যায়
গ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ঘ. ওপরের তিনজনই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিশ্বের আলোচিত কোন ঘটনার সময় ‘সবুজপত্র’ প্রকাশিত হয়?
ক. রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তির বছর
খ. প্রথম বিশ্বযুদ্ধ গুরুর বছর
গ. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের বছর
ঘ. মধুসূদনের ধর্মান্তরিত হওয়ার বছর
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক ছিলেন?
ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ. অক্ষয়কুমার দত্ত
গ. প্যারিচাঁদ মিত্র
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি একটি পত্রিকার নাম?
ক. রক্তাক্ত মানচিত্র
খ. ইস্তাম্বুল যাত্রীর পত্র
গ. সবুজপত্র
ঘ. শবনম
উত্তরঃ গ

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি:

প্রশ্নঃ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়-
ক. ১৯৫০
খ. ১৯৫২
গ. ১৯৫৪
ঘ. ১৯৫৬
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘বাংলা পিডিয়া’র প্রধান সম্পাদক কে?
ক. আবদুল মুনীর চৌধুরী
খ. ওয়াকিল আহম্মেদ
গ. আব্দুল মান্নান
ঘ. সিরাজুল ইসলাম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন প্রতিষ্ঠানের উদ্যোগে ‘বাংলা পিডিয়া’ প্রকাশিত হয়েছিল?
ক. শিল্পকলা একাডেমী
খ. বাংলা একাডোমী
গ. ঢাকা বিশ্ববিদ্যালয়
ঘ. বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
উত্তরঃ ঘ

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, বিখ্যাত গল্প বা ছোটগল্প:

প্রশ্নঃ ‘প্রাগৈতিহাসিক’ গল্পের রচয়িতা কে?
ক. মানিক বন্দ্রোপাধ্যায়
খ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
গ. আবু জাফর শামসুদ্দিন
ঘ. শওকত ওসমান
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘বরযাত্রী’ ছোটগল্পটির স্রষ্টা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. বিভূতিভূষণ মুখোপাধ্যায়
গ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ঘ. প্রভাতকুমার মুখোপাধ্যায়
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘মেঘেদের ঘরবাড়ি’ গল্পগ্রন্থটির রচয়িতা কে?
ক. রশীদ হায়দার
খ. হুমায়ুন আহমেদ
গ. মঈনুল আহসান সাবের
ঘ. ইমদাদুল হক মিলন
উত্তরঃ ক

প্রশ্নঃ রবীন্দ্রনাথের কোন ছোটগল্পটি উপন্যাসের পর্যায়ে পড়ে?
ক. পোস্ট মাস্টার
খ. ছুটি
গ. একরাত্রী
ঘ. নষ্ট নীড়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘এপিটাফ’ গল্পগ্রন্থটির রচয়িতা কে?
ক. আবুল খায়ের মুসলেহ উদ্দিন
খ. রাহাত খান
গ. আবদুস শাকুর
ঘ. মকবুলা মঞ্জুর
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘আত্মজা ও একটি করবী গাছ’-কার লেখা গল্প?
ক. বশীর আল হেলাল
খ. শওকত আলী
গ. হাসান আজিজুল হক
ঘ. রিজিয়া রহমান
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top