বাংলা সাহিত্য-৬৭

প্রশ্নঃ ‘বীরঙ্গনার প্রেম’ ছোটগল্পটির সৃষ্টিকর্তা কে?
ক. জ্যোতিপ্রকাশ দত্ত
খ. বিপ্রদাস বড়ুয়া
গ. রশীদ হায়দার
ঘ. লায়লা সামাদ
উত্তরঃ ক

প্রশ্নঃ কাজী নজরুল ইসলাম রচিত গল্পগ্রন্হ কোনটি?
ক. অতসী মামী
খ. প্রাগৈতিহাসিক
গ. রিক্তের বেদন
ঘ. মৃত্যুক্ষুধা
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘একগুচ্ছ গোলাপ ও কয়েকটি গল্প’ গ্রন্থের লেখক কে?
ক. রাহাত খান
খ. মকবুলা মঞ্জুর
গ. হুমায়ুন কাদির
ঘ. মইনুল আহসান সাবের
উত্তরঃ গ

প্রশ্নঃ প্রভাতকুমার মুখোপাধ্যায় রচিত ছোটগল্প নয় কোনটি?
ক. আদরিণী
খ. মাস্টার মশাই
গ. ফুলের মূল্য
ঘ. মাল্যদান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘অসামাপ্ত আত্মজীবনী’ কার রচিত গ্রন্থ?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. শেখ হাসিনা
গ. এ.কে.ফজলুল হক
ঘ. মওলানা আব্দুল হামিদ খান ভাসানী
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘রাজধানীতে ঝড়’ গল্পগ্রন্থের স্রষ্টা কে?
ক. আবু রুশদ
খ. আবু ইসহাক
গ. আবু জাফর শামসুদ্দীন
ঘ. আবু জাফর ওবায়দুল্লাহ
উত্তরঃ ক

প্রশ্নঃ হাসান আজিজুল হকের ছোটগল্প কোনটি ?
ক. আনন্দের মৃত্যু
খ. অন্ধকার সিড়ি
গ. শেষ রাত্রির তারা
ঘ. আত্মজা ও একটি করবী গাছ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘অনেক রঙের আকাশ’ গল্পগ্রন্থের লেখক কে?
ক. আখতারুজ্জান ইলিয়াস
খ. খান মুহম্মদ মঈনুদ্দীন
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. আহমদ রফিক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘ইঁদুর’ কার বিখ্যাত ছোটগল্পের নাম—
ক. আবুল বাশার
খ. সোমেন চন্দ
গ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
ঘ. ইব্রাহীম খাঁ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘মৌরীফুল’ নামক ছোটগল্পের সৃষ্টিকর্তা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. প্রভাতকুমার মুখোপাধ্যায়
গ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ঘ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘সায়াহ্ন যুথিকা’ গল্প গ্রন্থটির রচয়িতা কে?
ক. মকবুলা মঞ্জুর
খ. শহীদ আখ্যান
গ. আব্দুল মান্নান সৈয়দ
ঘ. আবু রুশদ
উত্তরঃ ক

প্রশ্নঃ নজরুল ইসলামের প্রথম গল্প কোনটি?
ক. মুক্তি
খ. বাউণ্ডেলের আত্নকথা
গ. তুর্কি মহিলার ঘোমটা
ঘ. বিজলী
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ঠাকুরমার ঝুলি’ কার লেখা
ক. সুকুমার রায়
খ. লালবিহারী দে
গ. দীনেশচন্দ্র সেন
ঘ. দক্ষিণারঞ্জন মিত্র
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘বীরকণ্ঠীর বিয়ে’ গল্পগ্রন্থের রচয়িতা কে?
ক. শওকত ওসমান
খ. আবু জাফর শামসুদ্দীন
গ. সরদার জয়েন উদ্দীন
ঘ. আলাউদ্দিন আল আজাদ
উত্তরঃ গ

প্রশ্নঃ আবদুল মান্নান সৈয়দ রচিত গল্পগ্রন্থ কোনটি?
ক. হারেম
খ. সত্যের মতো বদমাশ
গ. রক্ত গোলাপ
ঘ. শুন হে লক্ষিন্দর
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘মিলির হাতে স্টেনগান’—গল্পটি কার লেখা?
ক. আখতারুজ্জামান ইলিয়াস
খ. শওকত ওসমান
গ. শওকত আলী
ঘ. শহীদুল জহির
উত্তরঃ ক

প্রশ্নঃ ফ্রান্সের ছোটগল্পের জনক বলা হয় কাকে?
ক. মোপাসাঁ
খ. এলেন-পো
গ. গোগোল
ঘ. প্রেত্রার্ক
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘জিবরাঈলের ডানা’ গল্পের রচয়িতা কে?
ক. মিন্নাত আলী
খ. শাহেদ আলী
গ. আবু রুশদ
ঘ. বন্দে আলী মিয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের লেখা গল্প সংখ্যা কতটি?
ক. চারটি
খ. আটটি
গ. ষোলটি
ঘ. আঠারটি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত ছোটগল্প কোনটি?
ক. চাঁদের অমাবস্যা
খ. নয়নচারা
গ. মাল্যদান
ঘ. কাঁদো নদী কাঁদো
উত্তরঃ খ

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, বিখ্যাত চরিত্র ও তাঁর স্রষ্টা:

প্রশ্নঃ ‘রতন’ চরিত্রটি রবীন্দ্রনাথের কোন ছোট গল্পের?
ক. গিন্নি
খ. পোস্টমাস্টার
গ. ছুটি
ঘ. সুভা
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘মুর্দা ফকির’ চরিত্রটি কোন নাটকের?
ক. শঙ্খনীল কারাগার
খ. কবর
গ. নুরুলদীনের সারা জীবন
ঘ. সেনাপতি
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘তিলোত্তমা’ চরিত্রটির স্রষ্টা ঔপন্যাসিক-
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ. তারাশঙ্কর
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘আদুরী’ চরিত্রটি কোন নাটকের?
ক. কৃষ্ণকুমারী
খ. শকুন্তলা
গ. রক্তকরবী
ঘ. নীলদর্পণ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘অপর্ণা’ রবীন্দ্রনাথ ঠাকুরের যে নাটকের চরিত্র–
ক. ডাকঘর
খ. বিসর্জন
গ. শারদোৎসব
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়ায়ি কি ধরনের চরিত্র?
ক. শ্রী রাধান ননদিনী
খ. শ্রী রাধার শাশুড়ি
গ. রাধাকৃষ্ণে প্রেমের দূতী
ঘ. জনৈক গোপবালা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘রোহিনী’ কোন উপন্যাসের নায়িকা?
ক. চরিত্রহীন
খ. গৃহদাহ
গ. কৃষ্ণকান্তের উইল
ঘ. সংশপ্তক
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘কপাল কুণ্ডলা’ কোন প্রকৃতির রচনা?
ক. রোমান্সমূলক উপন্যাস
খ. বিয়োগান্তক নাটক
গ. ঐতিহাসিক উপন্যাস
ঘ. সামাজিক উপন্যাস
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘বিষাদ সিন্ধু’ উপন্যাসের নায়কের নাম লিখুন?
ক. ইমাম হোসেন
খ. ইমাম হাসান
গ. এজিদ
ঘ. সীমার
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!