বাংলা সাহিত্য-৪৪

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতার নাম কি?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. শামসুর রহমান
ঘ. আল মাহমুদ
উত্তরঃ ক

প্রশ্নঃ রবীন্দ্রনাথের ‘সোনারতরী’ কবিতা কোন ছন্দে রচিত?
ক. স্বরবৃত্ত
খ. অক্ষরবৃত্ত
গ. মন্দাক্রান্তা
ঘ. মাত্রাবৃত্ত
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘জীবিত ও মৃত’ রবীন্দ্রনাথের কোন জাতীয় ছোটগল্প?
ক. প্রেমের
খ. সামাজিক
গ. অতিপ্রাকৃত
ঘ. প্রাকৃত
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘নাইট’ উপাধি বর্জন করেন?
ক. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে
খ. বঙ্গভঙ্গের প্রতিবাদে
গ. ইংরেজদের অত্যাচারের প্রতিবাদে
ঘ. নীলকর সাহেবদের অত্যাচারের প্রতিবাদে
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ রচিত —-
ক. কবিতার নাম
খ. গল্প সংকলনের নাম
গ. উপন্যাসের নাম
ঘ. কাব্য সংকলনের নাম
উত্তরঃ গ

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর ‘নাইট’ উপাধি লাভ করেন কত সালে?
ক. ১৯১৩ সালে
খ. ১৯১৫ সালে
গ. ১৯১৭ সালে
ঘ. ১৯১৮ সালে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য কোনটি?
ক. নটীর পূজা
খ. চিত্রাঙ্গদা
গ. শ্যামা
ঘ. সবগুলো
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
ক. গীতাঞ্জলি
খ. সোনার তরী
গ. দোলনচাঁপা
ঘ. মানসী
উত্তরঃ গ

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘পূরবী’ কাব্য কাকে উৎসর্গ করেছিলেন
ক. মৈত্রেয়ী দেবী
খ. হেমন্তবালা দেবী
গ. ভিক্টোরিয়া ওকামপো
ঘ. কাদম্বরী দেবী
উত্তরঃ গ

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, রাজা রামমোহন রায়:

প্রশ্নঃ কবি ঈশ্বরগুপ্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
ক. দিগদর্শন
খ. সমাচার দর্পণ
গ. সংবাদ প্রভাকর
ঘ. তত্ত্ববোধিনী
উত্তরঃ গ

প্রশ্নঃ ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. রামমোহন রায়
ঘ. দেবেন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ গ

প্রশ্নঃ সতীদাহ প্রথা রোধ করেন-
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. দেবেন্দ্রনাথ সেন
গ. রাজা রামমোহন রায়
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে?
ক. হরপ্রসাদ শাস্ত্রী
খ. মোহিতলাল মজুমদার
গ. রাজা রামমোহন রায়
ঘ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
উত্তরঃ গ

প্রশ্নঃ কোণ গ্রন্থটি রাজা রামমোহন রচনা নয়?
ক. বেদান্ত চন্দ্রিকা
খ. বেদান্ত গ্রন্থ
গ. বেদান্ত সার
ঘ. পথ্য প্রদান
উত্তরঃ ক

প্রশ্নঃ কার আন্দোলনের ফলে উইলিয়াম বেন্টিং আইনের দ্বারা সতীদাহ প্রথা নিরোধ করেন?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. রামমোহন রায়
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. অক্ষয়কুমার বড়াল
উত্তরঃ খ

প্রশ্নঃ ব্রাক্ষধর্মের প্রতিষ্ঠাতা কে?
ক. অক্ষয়কুমার দত্ত
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. দেবেন্দ্রনাথ ঠাকুর
ঘ. রামমোহন রায়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রামমোহন রায়ের ছদ্মনাম কি ছিল?
ক. মি. ইন্ডিয়া
খ. রাজা
গ. শিবপ্রসাদ রায়
ঘ. অমিয় ধারা
উত্তরঃ গ

প্রশ্নঃ বাঙালিদের মধ্যে প্রথম বিজ্ঞানমনস্ক গদ্য লেখক কে?
ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. রাজা রামমোহন রায়
ঘ. অক্ষয় কুমার দত্ত
উত্তরঃ গ

প্রশ্নঃ বাঙালির লেখা প্রথম বাংলা ব্যাকরণ কি?
ক. বাঙলা ব্যাকরণ
খ. মাগধী ব্যাকরণ
গ. গৌড়ীয় ব্যাকরণ
ঘ. সনাতন বাংলা ব্যাকরণ
উত্তরঃ গ

প্রশ্নঃ সতীদাহ প্রথা প্রসঙ্গে রামমোহন রায়ের রচিত পুস্তক
ক. দোলন চাঁপা
খ. পথে হলো দেখা
গ. পথের পাঁচালী
ঘ. প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ গৌড়ীয় ব্যাকরণের রচয়িতা কে?
ক. রাজা রামমোহন রায়
খ. পাণিনি
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসগর
ঘ. উইলিয়াম কেরি
উত্তরঃ ক

প্রশ্নঃ সতীদাহ প্রথা রহিতকরণে কোন সমাজ সংস্কারকের ভূমিকা উল্লেখযোগ্য?
ক. গোপালকৃষ্ণ গোখেল
খ. রাজা রামমেহন রায়
গ. সরোজিনী নাইড়ু
ঘ. দাদাভাই নওরোজী
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘দিগদর্শন’ পত্রিকা কত সালে প্রকাশিত হয়?
ক. ১৮১৬ সালে
খ. ১৮১৮ সালে
গ. ১৮২০ সালে
ঘ. ১৮২২ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ পাঠ্যপুস্তকের বাইরে সর্বপ্রথম বাংলা গদ্যরীতির ব্যবহার করেন কোন বাঙালি?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. রাম রাম বসু
গ. রাজা রামমোহন রায়
ঘ. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
উত্তরঃ গ

প্রশ্নঃ ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন-
ক. রাজা রামমোহন রায়
খ. কেশবচন্দ্র সেন
গ. দেবেন্দ্রনাথ ঠাকুর
ঘ. স্বামী বিবেকানন্দ
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন গ্রন্থটি রাজা রামমোহন রায়ের রচনা নয়?
ক. বেদান্ত চন্দ্রিকা
খ. বেদান্ত গ্রন্থ
গ. বেদান্ত সার
ঘ. পথ্য প্রদান
উত্তরঃ ক

প্রশ্নঃ রাজা রামমোহন রায় যে বিষয়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন-
ক. প্রেস অর্ডিন্যান্স
খ. নীল চাষ
গ. নীল কমিশন
ঘ. রাইফেল ব্যবহার
উত্তরঃ ক

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, রামরাম বসু:

প্রশ্নঃ বাঙালির লেখা বঙ্গাক্ষরে মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থ কোনটি?
ক. লিপিমালা
খ. মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রং
গ. ইতিহাসমালা
ঘ. রাজা প্রতাপাদিত্য চরিত্র
উত্তরঃ ঘ

প্রশ্নঃ লিপিমালা গ্রন্থটির রচয়িতা কে?
ক. রামরাম বসু
খ. উইলিয়াম কেরি
গ. হরপ্রসাদ রায়
ঘ. চণ্ডীচড়ণ মুন্সী
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top