বাংলা সাহিত্য-৪৩

প্রশ্নঃ রবীন্দ্রনাথ যে রচনাটির জন্য সর্বাধিক বিখ্যাত, সেটি কোনটি?
ক. বাংলাদেশের জাতীয় সংগীত
খ. গল্পগুচ্ছ
গ. সঞ্চয়িতা
ঘ. গীতাঞ্জলি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম উপন্যাস কোনটি?
ক. ঘরে বাইরে
খ. নৌকাডুবি
গ. করুণা
ঘ. গোরা
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি নাটক?
ক. ডাকঘর
খ. রজনী
গ. গৃহদাহ
ঘ. তিথিডোর
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর কোন গদ্য নাটকটি শরৎচন্দ্রকে উৎসর্গ করেছিলেন?
ক. ডাকঘর
খ. নন্দিনী
গ. তীর্থযাত্রা
ঘ. কালের যাত্রা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘সেজুঁতি’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. শামসুর রাহমান
ঘ. অক্ষয়কুমার বড়াল
উত্তরঃ খ

প্রশ্নঃ শেষের কবিতা কি? কে লেখেন? ‘শেষের কবিতা’ একটি-, ‘শেষের কবিতা’ উপন্যাসটির রচয়িতা কে?
ক. উপন্যাস, রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুর
গ. গল্প, কায়কোবাদ
ঘ. প্রবন্ধ, নজরুল ইসলাম
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘ঘরে-বাইরে’ উপন্যাসের মূল উপজীব্য হলো-
ক. ব্রিটিশ ভারতে রাজনীতি
খ. ইতিহাস
গ. প্রেম-ভালবাসা
ঘ. জমিদার-প্রজারকাহিনী
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘যে আছে অপেক্ষা করে, তার পরণে ঢাকাই শাড়ী, কপালে সিদুঁর-কার লেখা?
ক. শামসুর রহমান
খ. আহসান হাবীব
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. শক্তি চট্টোপাধ্যায়
উত্তরঃ গ

প্রশ্নঃ রবীন্দ্রনাথের প্রথম কাব্য-
ক. জন্মদিন
খ. সন্ধ্যা সঙ্গীত
গ. প্রভাত সঙ্গীত
ঘ. আকাশ প্রদীপ
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার হলেন-
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. প্রমথ চৌধুরী
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তরঃ ক

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস কোনটি?
ক. ২২ শে শ্রাবণ
খ. ২৩ শে শ্রাবণ
গ. ২৪ শে শ্রাবণ
ঘ. ২৫ শে শ্রাবণ
উত্তরঃ ক

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন রচনাটি নাটক নয়?
ক. বিসর্জন
খ. মুকুট
গ. মালিনী
ঘ. যোগাযোগ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রবীন্দ্রনাথের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিপ্রসূত উপন্যাস কোনটি?
ক. গোরা/চার অধ্যায়
খ. যোগাযোগ
গ. চোখের বালি
ঘ. নৌকাডুবি
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘দেনাপাওনা’ উন্যাস ও ‘দেনাপাওনা’ ছোটগল্পের লেখক যথাক্রমে-
ক. রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধায়
খ. অবনীন্দ্রনাথ ঠাকুর ও জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. শরৎ চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে-
ক. ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়
খ. বাধা-বিপত্তি প্রতিভাকে অঙ্কুরেই বিনষট করে
গ. প্রকৃতি বিপুল ঐশ্বর্যের অধিকারী
ঘ. ভাঙার পরেই গড়ার কাজ শুরু হয়
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘রক্তকরবী’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত-
ক. নাটকের নাম
খ. গল্পের নাম
গ. উপন্যাসের নাম
ঘ. গীতিনাট্যের নাম
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘গীতাঞ্জলি’ কাব্যের ভূমিকা ইংরেজিতে লিখেন কোন কবি?
ক. ডব্লিও বি ইয়েটস্
খ. টি এস ইলিয়ট
গ. মিল্টন
ঘ. শেলী/কীটস
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘মৃণালিনী’ কার রচনা?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. বিমল মিত্র
উত্তরঃ গ

প্রশ্নঃ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ‘কালের যাত্রা’ নাটকটি নিচের কাকে উৎসর্গ করেন?
ক. সুভাষ চন্দ্র বসু
খ. লোকেন্দ্রনাথ পালিত
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা গীতিকবিতার পুনর্বিকাশ ঘটে-
ক. সত্যেন্দ্রনাথের হাতে
খ. কাজী নজরুল ইসলামের হাতে
গ. রবীন্দ্রনাথের হাতে
ঘ. রজনীকান্ত সেনের হাতে
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘সঞ্চয়িতা’ কোন কবির কাব্য সংকলন?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. সত্যন্দ্রনাথ দত্ত
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. জসীম উদ্দীন
উত্তরঃ ক

প্রশ্নঃ পারিবারিকভাবে ঐতিহ্যসূত্রে রবীন্দ্রনাথ কোন ধর্মের অনুসারী ছিলেন?
ক. হিন্দু ধর্ম
খ. ব্রাহ্ম ধর্ম
গ. সনাতন ধর্ম
ঘ. বৈষ্ণব ধর্ম
উত্তরঃ খ

প্রশ্নঃ ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আধ-মরাদের ঘা মেরে তুই বাঁচা। পংক্তিটিকোন কবির রচনা?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. গোলাম মোস্তফা
ঘ. সুফিয়া কামাল
উত্তরঃ ক

প্রশ্নঃ রবীন্দ্রনাথের ‘পুনশ্চ’ কোন ধরনের গ্রন্থ?
ক. কাব্যগ্রন্থ
খ. নাটক
গ. উপন্যাস
ঘ. প্রহসন
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধের নাম?
ক. যৌবনে দাও রাজঢীকা
খ. বই পড়া
গ. বাজে কথা
ঘ. সাহিত্যে খেলা
উত্তরঃ গ

প্রশ্নঃ রবীন্দ্রনাথের নিচের রচনাগুলোর মধ্য কোনটি নাটক নয়?
ক. ডাকঘর
খ. নলিনী
গ. মুক্তধারা
ঘ. নৌকাডুবি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাস কোন ভাষাবিদের নাম পাওয়া যায়?
ক. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
খ. সুকুমার সেন
গ. হরপ্রসাদ শাস্ত্রী
ঘ. পবিত্র সরকার
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘দেনা-পাওনা’ গল্পটি কার লেখা?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
উত্তরঃ ক

প্রশ্নঃ রবীন্দ্রনাথ রচিত সর্বশেষ ছোটগল্প কোনটি?
ক. কঙ্কাল
খ. ল্যাবরেটরী
গ. নষ্টনীড়
ঘ. স্ত্রীর পত্র
উত্তরঃ খ

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস-
ক. চোখের বালি
খ. বৌঠাকুরানীর হাট
গ. শেষের কবিতা
ঘ. গোরা
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top