বাংলা সাহিত্য-১৬

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, আবু ইসহাক:

প্রশ্নঃ বাংলা উপন্যাস সাহিত্যে অবদানের জন্য আবু ইসহাক কবে বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন?
ক. ১৮৬০ সালে
খ. ১৮৮০ সালে
গ. ১৯৬০ সালে
ঘ. ১৯৭০ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘জোঁক’ গল্পের রচয়িতা-
ক. শাহেদ আলী
খ. শওকত ওসমান
গ. আল মাহমুদ
ঘ. আবু ইসহাক
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘সূর্য দীঘল বাড়ি’ কোন প্রকারের গ্রন্থ
ক. রম্য নাটক
খ. সামাজিক উপন্যাস
গ. লোক সাহিত্য
ঘ. জীবন কাহিনী
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘সূর্য দীঘল বাড়ি’ উপন্যাসটি লিখেছেন-
ক. আনিস চৌধুরী
খ. আবু ইসহাক
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. মীর মশাররফ হোসেন
উত্তরঃ খ

প্রশ্নঃ আবু ইসহাক রচিত ‘সূর্যদীঘল বাড়ি’ একটি-
ক. উপন্যাস
খ. কাব্য
গ. গল্পগ্রন্থ
ঘ. স্মৃতিচারণমূলক
উত্তরঃ ক

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, আবুল মনসুর আহমদ:

প্রশ্নঃ ‘গালিভারের সফরনামা’ গল্পগ্রন্থের রচয়িতা কে?
ক. আবুল মনসুর আহমদ
খ. সৈয়দ মুজতবা আলী
গ. প্রমথ চৌধুরী
ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির রচয়িতা কে-
ক. মোঃ আব্দুল হাই
খ. ডঃ শহীদুল্লাহ
গ. আবুল মনসুর আহমদ
ঘ. আতাউর রহমান
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ফুড কনফারেন্স’ কি ধরনের রচনা?
ক. উপন্যাস
খ. কাব্য
গ. ভ্রমণকাহিনী
ঘ. এগুলোর কোনটিই নয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘সত্য মিথ্যা’ ভাবানুবাদ উপন্যাসের লেখক কে?
ক. আলাউদ্দিন আল আজাদ
খ. আবু রুশদ
গ. আবুল মনসুর আহমদ
ঘ. আবুল ফজল
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন গ্রন্থটি আবুল মনসুর আহমদ রচিত?
ক. আয়না
খ. আসমানী পর্দা
গ. আবে হায়াত
ঘ. সবগুলো
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘আবে-হায়াত’ গ্রন্থের রচয়িতা-
ক. মুহম্মদ শহীদুল্লাহ
খ. আবদুল করিম সাহিত্য বিশারদ
গ. আবুল মনসুর আহমদ
ঘ. আবুল ফজল
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘আবে হায়াৎ’ আবুল মনসুর আহমেদের কি জাতীয় গ্রন্থ?
ক. কাব্য
খ. প্রবন্ধ
গ. জীবনী সাহিত্য
ঘ. উপন্যাস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘ফুড কনফারেন্স’ গ্রন্থের রচয়িতা-
ক. আবুল কালাম শামসুদ্দীন
খ. আবুল মনসুর আহমদ
গ. আবুল ফজল
ঘ. মাহবুবুল আলম
উত্তরঃ খ

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, আল মাহমুদ:

প্রশ্নঃ আল মাহমুদের কাব্যগ্রন্থ্য কোনটি?
ক. বিধ্বস্ত নীলিমা
খ. সোনালী কাবিন
গ. রাজা যায় রাজা আসে
ঘ. শীতে বসন্ত
উত্তরঃ খ

প্রশ্নঃ আল মাহমুদের কাব্যগ্রন্থ্য কোনটি?
ক. ক্ষণিকা
খ. নাম রেখেছি কোমল গান্ধার
গ. পাখির কাছে ফুলের কাছে
ঘ. উপদ্রুত উপকূল
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘কাবিলের বোন’-গ্রন্থের রচয়িতা কে?
ক. আল মাহমুদ
খ. আবদুল্লাহ আবু সায়ীদ
গ. মামুনুর রশীদ
ঘ. সৈয়দ আলী আহসান
উত্তরঃ ক

প্রশ্নঃ আল মাহমুদের ‘পানকৌড়ির রক্ত’ কোন ধরনের রচনা?
ক. নাটক
খ. উপন্যাস
গ. ছোটগল্প
ঘ. প্রবন্ধ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘মিথ্যাবাদী রাখাল’ কাব্যটির রচয়িতা কোন কবি?
ক. সৈয়দ শামসুল হক
খ. মোহাম্মদ মনিরুজ্জামান
গ. আব্দুল মান্নান সৈয়দ
ঘ. আল মাহমুদ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি কবি আল মাহমুদের গ্রন্থ নয়?
ক. সোনালী কাবিন
খ. লোক লোকান্তর
গ. কালের কলস
ঘ. শেষ ভাঙ্গন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘সোনালী কাবিন’ কাব্যের রচয়িতা কে?
ক. হাসান হাফিজুর রহমান
খ. আল মাহমুদ
গ. হুমায়ুন আজাদ
ঘ. শক্তি চট্টোপাধ্যায়
উত্তরঃ খ

প্রশ্নঃ আল মাহমুদ-এর কাব্য নয়-
ক. বখতিয়ারের ঘোড়া
খ. সোনালী কাবিন
গ. হেমলকের পেয়ালা
ঘ. কালে কলস
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘কালের কলস’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. শামসুর রাহমান
খ. রফিক আজাদ
গ. আল মাহমুদ
ঘ. শহীদ কাদরী
উত্তরঃ গ

প্রশ্নঃ আল মাহমুদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
ক. লোক লোকান্তর
খ. কালের কলস
গ. সোনালী কাবিন
ঘ. মায়ারী পর্দা দুলে উঠে
উত্তরঃ ক

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, আলাউদ্দীন আল আজাদ:

প্রশ্নঃ ‘নরকের লাল গোলাপ’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. কল্যাণ মিত্র
খ. কবীর চৌধুরী
গ. সেলিম আল দীন
ঘ. আলাউদ্দিন আল আজাদ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘ক্ষুধা ও আশা’ উপন্যাসের রচয়িতা হলেন-
ক. আবদুল গাফফার চৌধুরী
খ. শওকত ওসমান
গ. আলাউদ্দিন আল আজাদ
ঘ. আব্দুল মান্নান সৈয়দ
উত্তরঃ গ

প্রশ্নঃ ড. আলাউদ্দীন আল আজাদ রচিত কোন উপন্যাসটি উপজাতীয় জীবন কাহিনী নিয়ে রচিত?
ক. ক্ষুধা ও আশা
খ. কর্ণফুলি
গ. তেইশ নম্বর তৈলচিত্র
ঘ. শীতের শেষ রাত বসন্তের প্রথম দিন
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘তেইশ নম্বর তৈলচিত্র’ উপন্যাসের রচয়িতা-
ক. মানিক বন্দ্যোপাধ্যায়
খ. সুকান্ত ভট্টাচার্য
গ. হুমায়ন আহম্মেদ
ঘ. আলাউদ্দিন আল আজাদ
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top