বাংলা সাহিত্য-১৭

প্রশ্নঃ ‘তেইশ নম্বর তৈলচিত্র’ কোন ধরনের রচনা?
ক. কাব্য
খ. উপন্যাস
গ. ছোটগল্প
ঘ. নাটক
উত্তরঃ খ

প্রশ্নঃ শহীদ মিনার সম্পর্কে লেখা কবিতা ‘স্মৃতিস্তম্ভ’ কার লেখা?
ক. আলাউদ্দিন আল আজাদ
খ. আসাদ চৌধুরী
গ. মাহ্বুবুল আলম
ঘ. অসমি সাহা
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বাংলা সিনেমা ‘বসুন্ধরা’ নির্মিত হয়েছিল আলাউদ্দিন আল আজাদের কোন উপন্যাস অবলম্বনে?
ক. বসন্তের প্রথম দিন
খ. কর্ণফুলি
গ. ক্ষুধা ও আশা
ঘ. তেইশ নম্বর তৈলচিত্র
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘ধান-কন্যা’র লেখক কে?
ক. জহির রায়হান
খ. আলাউদ্দিন আল-আজাদ
গ. শহীদুল্লাহ কায়সার
ঘ. মুহম্মদ মনসুর উদ্দিন
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘স্মৃতির মিনার ভেঙ্গেছে তোমার? ভয় কি বন্ধু, আমরা এখনো’- কবিতাংশটি কার রচনা?
ক. আলাউদ্দিন আল আজাদ
খ. শহীদ কাদরী
গ. সৈয়দ শামসুল হক
ঘ. আবু রুশদ
উত্তরঃ ক

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, আহমেদ ছফা:

প্রশ্নঃ নিচের কোনটি সঠিক তা চিহ্নিত করুন।
ক. নন্দিত নরকে- মুহম্মদ জাফর ইকবাল
খ. আরেক ফাল্গুন- সেলিনা হোসেন
গ. যদ্যপি আমার গুরু- আহমদ ছফা
ঘ. কবি- মানিক বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ গ

প্রশ্নঃ আহমদ ছফা কোন গ্রন্থটি লিখেছেন?
ক. আত্মজা ও একটি করবী গাছ
খ. দক্ষিণায়নের দিন
গ. যদ্যপি আমার শুরু
ঘ. রেখাচিত্র
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোনটি সঠিক?
ক. সংশপ্তক- জহির রায়হান
খ. সত্যের মত বদমাস- সেলিনা হোসেন
গ. গাভী বৃত্তান্ত- আহমদ ছফা
ঘ. হাঙ্গর নদী গ্রেনেড- সুফিয়া কামাল
উত্তরঃ গ

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, আহসান হাবীব:

প্রশ্নঃ নিচের কোনটি আহসান হাবীব রচিত উপন্যাস?
ক. রাত্রি শেষ
খ. ছায়া হরিণ
গ. জাফরাণী রং পায়রা
ঘ. আশায় বসতি
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়?
ক. সর্বহারা
খ. ছায়া হরিণ
গ. ছায়ানট
ঘ. ভাঙার গান
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘রাত্রি শেষ’ কাব্যগ্রন্থটি কার লেখা?
ক. আহসান হাবীব
খ. সৈয়দ আলী আহসান
গ. আল মাহমুদ
ঘ. ফররুখ আহমদ
উত্তরঃ ক

প্রশ্নঃ আহসান হাবীবের সর্বশেষ গ্রন্থ-
ক. বিদীর্ণ দর্পণে মুখ
খ. ঝরা পালকের নীড়
গ. সবুজ পাতার স্বপ্নভিড়
ঘ. কালের কলস
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘ছায়া হরিণ’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
ক. আহসান হাবীব
খ. ফররূখ আহমদ
গ. শামসুর রহমান
ঘ. সুকান্ত ভট্টাচার্য
উত্তরঃ ক

প্রশ্নঃ “রাত্রিশেষ” কী ধরনের রচনা?
ক. নাটক
খ. উপন্যাস
গ. ছোটগল্প
ঘ. কাব্য
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কবি আহসান হাবিবের কবিতার বৈশিষ্ট্য কি?
ক. প্রকৃতি প্রেম
খ. গভীর জীবনবোধ ও আত্মমগ্নতা
গ. আত্মমগ্নতা ও প্রকৃতি প্রেম
ঘ. বস্তুনিষ্ঠতা ও বাস্তব জীবনবোধ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘প্রেমের কবিতা’ গ্রন্থের লেখক-
ক. আহসান হাবীব
খ. ফজলে হুদা
গ. মহাদেব সাহা
ঘ. নির্মলেন্দু গুণ
উত্তরঃ ক

প্রশ্নঃ আহসান হাবীবের কোন কবিতাগুলো পাঠককে সহজেই আকৃষ্ট করে?
ক. ব্যঙ্গত্মক কবিতা
খ. কৌতুক মিশ্রিত কবিতা
গ. সামাজিক কবিতা
ঘ. স্নিগ্ধসুরের কবিতা
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘সারা দুপুর’ কাব্যটির রচয়িতা কে?
ক. ফররুখ আহমদ
খ. আহসান হাবীব
গ. গোলাম মোস্তফা
ঘ. সিকান্দার আবু জাফর
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘মেঘ বলে চৈত্রে যাবো’ কাব্যগ্রন্থটির লেখক হলেন-
ক. আহসান হাবীব
খ. শামসুর রহমান
গ. মহাদেব সাহা
ঘ. খালেদা এদিব চৌধুরী
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘দু’হাতে দুই আদিম পাথর’-কাব্যটির রচয়িতা কে?
ক. সৈয়দ শামসুল হক
খ. নির্মলেন্দু গুণ
গ. আহসান হাবীব
ঘ. শামসুর রাহমান
উত্তরঃ গ

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর:

প্রশ্নঃ শকুন্তলা কে অনুবাদ করেন?
ক. প্যারীচাঁদ
খ. বিদ্যাসাগর
গ. রামমোহন রায়
ঘ. অক্ষয় কুমার দত্ত
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘বিধবা বিবাহ আইন’ কত সালে পাশ হয়?
ক. ১৮৫৫ সালে
খ. ১৮৫৬ সালে
গ. ১৮৫৭ সালে
ঘ. ১৮৫৮ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ হিন্দু সমাজে বিধবা বিবাহের প্রবর্তক-
ক. রাজা রামমোহন রায়
খ. দেবেন্দ্রনাথ ঠাকুর
গ. মিসেস সরোজিন নাইডু
ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলা ভাষায় সর্বপ্রথম যতিচিহ্নের প্রচলন করেন কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. প্যারীচাঁদ মিত্র
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলা ভাষায় প্রথম গল্পধর্মী বই কোনটি?
ক. রামায়ণ
খ. শকুন্তলা
গ. বেতাল পঞ্চবিংশতি
ঘ. বেদান্ত গ্রন্থ
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!