বাংলা সাহিত্য-০৯

প্রশ্নঃ Banaful is the assumed name of which writer? অথবা, ‘বনফুল’ কার ছদ্মনাম ?
ক. Shirshendu Mukhopaddhay
খ. Balaichand Mukhopaddhay
গ. Tarashankar Bandopaddhay
ঘ. Abu Jafar Obaidulah
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘কালকুট’ ছদ্মনামে কে লিখতেন?
ক. বিহারীলাল চক্রবর্তী
খ. সমরেশ বসু
গ. প্রেমাঙ্কুর অতর্থী
ঘ. সত্যেন বসু
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘দৃষ্টিহীন’ কার ছদ্মনাম?
ক. প্যারিচাঁদ মিত্র
খ. মধুসূদন দত্ত
গ. মধুসূদন মজুমদার
ঘ. বিহারীলাল চক্রবর্তী
উত্তরঃ গ

প্রশ্নঃ জরাসন্ধ কার ছদ্মনাম?
ক. চারুচন্দ্র চক্রবর্তী
খ. সমরেশ বসু
গ. বিমল ঘোষ
ঘ. অচিন্ত্যকুমার সেনগুপ্ত
উত্তরঃ ক

প্রশ্নঃ ছদ্মনামসহ মূল নাম কোনটি সঠিক?
ক. প্রমথ চৌধুরী-পরশুরাম
খ. রাজশেখর বসু-বীরবল
গ. সমরেশ বসু-কালকুট
ঘ. মীর মশাররফ হোসেন-কায়কোবাদ
উত্তরঃ গ

প্রশ্নঃ কালীপ্রসন্ন সিংহের হুতোম প্যাঁচার নকশা গ্রন্থটি কোন ছদ্মনামে প্রকাশিত হয়েছিল?
ক. হুতোম প্যাঁচা
খ. প্যাঁচা
গ. কেপি সিংহ
ঘ. হুতোমী
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘নীল লোহিত’ কার ছদ্মনাম?
ক. সমরেশ মজুমদার
খ. সুনীল গঙ্গোপাধ্যায়
গ. রাজ শেখর বসু
ঘ. সমর সেন
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা সাহিত্যে ‘কিশোর কবি’ নামে পরিচিত কে?
ক. সুধীন্দ্রনাথ দত্ত
খ. আবদুল কাদির
গ. বিষ্ণু দে
ঘ. সুকান্ত ভট্টাচার্য
উত্তরঃ ঘ

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, পঙ্‌ক্তি ও বক্তা:

প্রশ্নঃ ‘বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ঐ’ কোন কবির কবিতায় আছে?
ক. রজনীকান্ত সেন
খ. বেগম সুফিয়া কামাল
গ. যতীন্দ্রনাথ বাগচী
ঘ. যতীন্দ্রমোহন বাগচী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রঙ।’-রচয়িতা কে?
ক. নির্মলেন্দু গুণ
খ. সিকান্দার আবু জাফর
গ. শামসুর রহমান
ঘ. হায়াৎ মাহমুদ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর? মানুষেরই মাঝে স্বর্হ-নরক, মানষেতে সুরাসুর।’ পঙ্ক্তির রচয়িতা কে?
ক. মীর মশাররফ হোসেন
খ. নজীবর রহমান
গ. শওকত ওসমান
ঘ. ফজলুল করিম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’ লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া —
ক. মুকুন্দরাম চক্রবর্তী
খ. ভারতচন্দ্র রায়
গ. মদনমোহন তর্কালংকার
ঘ. কামিনী রায়
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘একখানি ছোটো খেত, আমি একেলা’- রবীন্দ্রনাথের কোন কবিতার চরণ?
ক. চিত্রা
খ. বলাকা
গ. সোনার তরী
ঘ. সাধারণ মেয়ে
উত্তরঃ গ

প্রশ্নঃ দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার’ গানটির রচয়িতা কে?
ক. সুকান্ত ভট্টাচার্য
খ. নজরুল ইসলাম
গ. ইসমাইল হোসেন সিরাজী
ঘ. ফররুখ আহমেদ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি’-পঙক্তিটি কার?
ক. কাজী নজরুল ইসলামের
খ. বুদ্ধদের বসুর
গ. অমিয় চক্রবর্তীর
ঘ. সুকান্ত ভট্টাচার্যের
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে’ উক্তিটির প্রকৃত তাপৎর্য হচ্ছে —
ক. আদিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে
খ. বনের পশু বনে থাকতেই ভালবাসে
গ. জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
ঘ. প্রকৃতির রূপ-সৌন্দর্য আদি ও অকৃত্রিম
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘এই বাঙ্গালায় তোমাকেই আসতে হবে হে স্বাধীনতা’ উক্তিটি কার?
ক. শামসুর রাহমান
খ. হাসান হাফিজুর রহমান
গ. সৈয়দ শামসুল হক
ঘ. আশরাফ সিদ্দিকী
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে’ এই কবিতাংশটি কোন কবিতার অন্তর্গত?
ক. বিদ্রোহী
খ. কামাল পাশা
গ. অগ্রপথিক
ঘ. আমার কৈফিয়ৎ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘বাশরি আমার হারিয়ে গেছে বালুর চরে, কেমনে পশবি গোধন লইয়া গোয়াল ঘরে।’ এটি কোন কবির রচনা?
ক. কবি গোবিন্দ চন্দ্র দাশ
খ. কবি ইদ্রিস আলী
গ. কবি নজরুল ইসলাম
ঘ. কবি জসীম উদ্দীন
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘বড়র পিরীতি বালির বাঁধ, ক্ষণে হাতে দড়ি ক্ষণেক চাঁদ’-চরণ দুটির রচনাকার কে?
ক. আলাওল
খ. ভারতচন্দ্র রায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. শেখ ফজলুল করিম
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘খাঁচার ভিতর অচিন পাখী কেমনে আসে যায়’-এ পঙক্তিটি-
ক. বাউল পদাবলীর অন্তর্গত
খ. শক্তি পদাবলীর অন্তর্গত
গ. বৈষ্ণব পদাবলীর অন্তর্গত
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ “কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল”- উদ্ধৃতাংশটি রবি ঠাকুরের কোন গল্প থেকে নেয়া হয়েছে?
ক. শেষের কথা
খ. করুণা
গ. কাবুলিওয়ালা
ঘ. হৈমন্তী
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘মানুষ যা চায় ভুল করে চায় যা পায় তা চায় না’ — কার কথা?
ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. শেক্সপিয়ার
ঘ. কবি কায়কোবাদ
উত্তরঃ খ

প্রশ্নঃ নিশি অবসান প্রায়, ওই পুরাতন বর্ষগত। বন্ধু হও, শত্র“ হও, খোনে যে কেহ রও, ক্ষমা করো আজিকার মতো পুরাতন বরবের সাথে পুরাতন অপরাধ যত’।- কবিতাংশটির রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. অক্ষয়কুমার বড়াল
ঘ. বিষ্ণু দে
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘পথিক তুমি পথ হারাইয়াছ?’ উদ্ধৃতাংশটুকু কোন গ্রন্থের?
ক. কপালকুণ্ডলা
খ. শ্রীকান্ত
গ. কৃষ্ণকান্তের উইল
ঘ. উদাসীন পথিকের মনেরকথা
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে।’- কবিতাংশটুকুর রচয়িতা কে?
ক. কৃষ্ণচন্দ্র মজুমদার
খ. রজনীকান্ত সেন
গ. শেখ ফজলল করিম
ঘ. কামিনী রায়
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘আমি চাইনা বচিার হাশরের দি চাই করুণা তোমার ওগো হাকীম।’ চরণ দুটি নিচের কোন কবির?
ক. কাজী নজরুল ইসলাম
খ. গোলাম মোস্তফা
গ. কায়কোবাদ
ঘ. শেখ ফজলুল করিম
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘এ জগতে হায়, সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।’— চরণদ্বয় রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ?
ক. পুরাতন ভৃত্য
খ. নিস্ফল উপহার
গ. দুই বিঘা জমি
ঘ. দেবতার গ্রাস
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হাতে যে রাত্রে বহীবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ। উপরিউক্ত চরণের রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. শামসুর রাহমান
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. চণ্ডীদাস
ঙ. কোনটিই নয়
উত্তরঃ ঙ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!