বাংলা সাহিত্য-১০

প্রশ্নঃ ‘এতটুকু তারে ঘরেএনছিনু সোনার মতন মুখ, পুতুরের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক’ পঙক্তিটি কোন কবিতার অংশ?
ক. নিমন্ত্রণ
খ. কবর
গ. পল্লী জননী
ঘ. পাস্কেল
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘দন্ডিতের সাথে দণ্ড দাতা কাঁদে যবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার’-কবিতাংশটির রচয়িতা কে?
ক. ইসমাইল হোসেন সিরাজী
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. গোলাম মোস্তফা
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘পাহাড় সমান ঢেউয়ের বুকে নৌকা আমার ভাসে, মেঘ-মুকুলের পাহাড় থেকে ঝড়ের ঝাপটা আসে।’ -এই কবিতাংশটুকু কোন কবির রচনা?
ক. সুফিয়া কামাল
খ. শামসুর রাহমান
গ. আবু জাফর ওবায়দুল্লাহ
ঘ. আহসান হাবিব
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘হায়রে, তাহার বউমার প্রতি বাবার সেই মধুমাখা পঞ্চস্বর এবার এমন বাজখাই খাদে নামিল কেমন করিয়া?’ উদ্ধতাংশটুকু প্রবন্ধকার কে?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. রামেন্দ্র সুন্দর ত্রিবেদী
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘তোমাকে দেখব বলে যতোবারই চোখ খুলতে বাইছি ততোবারই রক্তের ঝাপটায় সব গুলিয়ে একাকার হয়ে যাচ্ছে।’ উক্তিটি কার?
ক. ইব্রাহীম কার্দি
খ. দিলীপ
গ. মন্নুবেগ
ঘ. জরিনা
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘আমার ঘরের চাবি পরের হাতে’- গানটির রচয়িতা কে?
ক. লালন শাহ্
খ. হাসন রাজা
গ. পাগলা কানাই
ঘ. রাধারমণ দত্ত
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’- কার রচনা?
ক. কানাহরি দত্ত
খ. ভারতচন্দ্র রায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়’- চরণটি কার?
ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ. মধুসূদন দত্ত
গ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
ঘ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘তিনি ব্যক্তি নহেন, তিনি একটি প্রতিষ্ঠান’ – উক্তিটি কার?
ক. আচার্য ক্ষিতিমোহন সেনের
খ. বুদ্ধদেব বসুর
গ. আশুতোষ ভট্টাচার্যের
ঘ. নবীনচন্দ্র সেনের
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘এ ধার মাঝে তুলিয়া নিনাদ চাহিনা করিতে বাদ প্রতিবাদ।’ -কোন কবির উক্তি?
ক. সত্যেন্দ্রনাথ দত্ত
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. শেক্সপিয়ার
ঘ. শামসুর রাহমান
ঙ. কোনটিই নয়
উত্তরঃ ঙ

প্রশ্নঃ ‘মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর’ এই পঙক্তি কার রচনা?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. শেখ ফজলুল করিম
ঘ. শামসুর রহমান
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বুকের রক্ত দিয়া আমাকে যে একদিন দ্বিতীয় সীতাবিসর্জনের কাহিনী লিখতে হইবে সে কথা কে জানিত।’-এই বাক্যটি কোন লেখায় আছে?
ক. যৌবনের গান
খ. বিলাসী
গ. হৈমন্তী
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ঈশ্বরগুপ্তের কাব্য চালের কাঁটায়, রান্না ঘরের ধূঁয়ায়, নাটুরে মাঝির ধ্বজির ঠেলায়… পাঠার মজ্জায়’ উক্তিটি কার?
ক. রবীন্দ্রনাথ ঠাকুরের
খ. সুনীতিকুমারের
গ. মুহাম্মদ শহীদুল্লাহর
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘এ যে দুর্লভ, এ যে মানবী, ইহাররহস্যের কি অন্ত আছে?’ এই উক্তিটি কার?
ক. প্রমথ চৌধুরী
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ খ

প্রশ্নঃ “সম্মুখে শান্তি পারাবার ভাসাও তরী হেকর্ণধার তুমি হবে চিরসাথী লও লও হে ক্রোড়পতি অসীমের পথে জ্বলিব জ্যোতি ধ্রুবতারার।” উদ্ধৃতাংশটুকুর রচয়িতা কে?
ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ. দ্বিজেন্দ্রলাল রায়
গ. সতোন্দ্রনাথ দত্ত
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ “পেচাঁ রাষ্ট্র করে দেয় পেলে কোন ছুতা জান না আমার সঙ্গে সূর্যের শক্রতা।” — এর মূল প্রতিপাদ্য কোনটি?
ক. অপরকে দুশমন মনে করা
খ. হীনমন্যতা
গ. বাগাড়ম্বর
ঘ. নিজের ঢোল নিজে পেটানো
উত্তরঃ গ

প্রশ্নঃ বিদ্যে বোঝায় বাবুমশাই চড়ি শখের বোটে মাঝিরে কন, বলতে পারিস সূর্যি কেন ওঠে? -এই উদ্ধৃতাংশটুকু কোন কবির রচনা?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. সুকুমার রায়
গ. ফররুখ আহমদ
ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘আশরাফ’ মুসলমানের ভাষা উর্দূ এবং ‘আতরাফ’ মুসলমানের ভাষা বাংলা।’ উক্তিটি কার?
ক. নবাব আবদুল লতিফ
খ. স্যার সৈয়দ আহমেদ
গ. গোলাম আজম
ঘ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
উত্তরঃ ক

প্রশ্নঃ যে বইতে যাযাবর বলেছেন ‘আধুনিক সভ্যতা দিয়েছে বেগ, নিয়েছে আবেগ’ তার নাম-
ক. বৃষ্টিপাত
খ. কৃষ্টিপাত
গ. জামপাত
ঘ. দৃষ্টিপাত
উত্তরঃ ঘ

প্রশ্নঃ “আগে কি সুন্দর দিন কাটাইতাম”– এই গানটির সুরকার কে?
ক. শাহ আবদুল করিম
খ. সত্য সাহা
গ. সঞ্জীব চৌধুরী
ঘ. বাপ্পা মজুমদার
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল’ -গানটির গীতিকার কে?
ক. নজরুল ইসলাম বাবু
খ. মোহাম্মদ মনিরুজ্জামান
গ. গোবিন্দ দাস
ঘ. শামসুর রাহমান
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়।’ গানটির রচয়িতা ও সুরকার হলেন শিল্পী-
ক. আব্দুল লতিফ
খ. আব্দুল করিম
গ. লুৎফর রহমান
ঘ. হাসান আলী
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘আমার ভাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির রচয়িতা ও সুরকার হলেন যথাক্রমে-
ক. গোবিন্দচন্দ্র ও আলতাফ মাহমুদ
খ. আলতাফ মাহমুদ ও আবদুল গাফফার চৌধুরী
গ. আবদুল গাফফার চৌধুরী ও আলতাফ মাহমুদ
ঘ. আল মাহমুদ ও আলতাফ মাহমুদ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি’। – অংশটুকুর রচয়িতা কে?
ক. আলাউদ্দিন আল আজাদ
খ. শামসুর রাহমান
গ. আবদুল গাফফার চৌধুরী
ঘ. আবু জাফর ওবায়দুল্লাহ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ “স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়”- চরণটি কার?
ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ. মধুসূদন দত্ত
গ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
ঘ. রঙ্গলাল বন্দোপ্যাধ্যায়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘গগনে গরজে মেঘ, ঘন বরষা। কূলে একা বসে আছি, নাহি ভরসা। -এই উদ্ভৃতাংশটি কোন কবির রচনা?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. নবীনচন্দ্র সেন
গ. গোলাম মোস্তফা
ঘ. সুফী মোতাহার হোসেন
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘এনেছিলে সাথে করে মৃতুহীন প্রাণ, মরণে তাই তুমি করে গেলে দান।’ কবিশুরু রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উদ্দেশ্য করে কথাগুলো লিখেছিলেন?
ক. সত্যেন্দ্রনাথ দত্ত
খ. আশুতোষ মুখোপাধ্যায়
গ. নবীনচন্দ্র
ঘ. চিত্তরঞ্জন দাস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান! না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। এ উদ্ধৃতাংশটুকু কোনকবির রচনা?
ক. কাজী নজরুল ইসলাম
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. সুকান্ত ভট্টাচার্য
ঘ. কবি গোলাম মোস্তফা
উত্তরঃ ক

প্রশ্নঃ বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলে বেলার গান– বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদেয় এল বান।। পঙ্‌ক্তিটির রচয়িতা কে?
ক. গোলাম মোস্তফা
খ. সুফিয়া কামাল
গ. সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ “সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি” চরণ দুটির রচয়িতা কে?
ক. চণ্ডীচরণ মুনশী
খ. কাজী নজরুল ইসলাম
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. মদনমোহন তর্কালঙ্কার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরেন নাই’ উক্তিটি কোন গল্প লেখকের?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যয়
খ. মানিক বন্দোপাধ্যায়
গ. বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!