বাংলা ব্যাকরণ-৯৮

প্রশ্নঃ কোনগুলো দ্বিওষ্ঠ ধ্বনি ?
ক. চ, ছ, জ, ঝ, ঞ
খ. ট, ঠ, ড, ঢ়, ণ
গ. প, ফ, ব, ভ, ম
ঘ. ত, থ, দ, ধ, ন
উত্তরঃ গ

প্রশ্নঃ কাগজ, কলম, পেন্সিল এগুলো কোন শব্দের মধ্যে পড়ে?
ক. বিদেশী
খ. দেশী
গ. তৎসম
ঘ. তদ্ভব
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ নিচের কোনটি পারিভাষিক শব্দ?
ক. টপর
খ. গাছ
গ. মন্ত্রিপরিষদ
ঘ. বালতি
উত্তরঃ গ

প্রশ্নঃ পারিভাষিক শব্দ কোনটি?
ক. মেঘালয়
খ. বিচারালয়
গ. সচিবালয়
ঘ. হিমালয়
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি খাঁটি বাংলা শব্দ ?
ক. ঢোল
খ. ঈদ
গ. হালুয়া
ঘ. খোদা
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোনটি তৎসম শব্দ?
ক. বাঁদ
খ. খোকা
গ. কাঠ
ঘ. সন্ধ্যা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলায় ণ এবং ন বর্ণে দ্যোতিত ধ্বনি দুটিতে কি আছে ?
ক. পার্থক্য
খ. অসমতা
গ. বৈসাদৃশ্য
ঘ. ঐক্য
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ভাষার মূল উপকরণ কোন শব্দ ?
ক. যৌগিক শব্দ
খ. মৌলিক শব্দ
গ. যোগরূঢ় শব্দ
ঘ. অর্ধতৎসম
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘হরতন’ কোন ভাষার শব্দ?
ক. ওলন্দাজ
খ. ইংরেজি
গ. জাপানী
ঘ. হিন্দী
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘আনারস’ এবং ‘চাবি’ শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে
ক. পর্তুগিজ ভাষা হতে
খ. আরবী ভাষা হতে
গ. দেশী ভাষা হতে
ঘ. ওলন্দাজ ভাষা হতে
উত্তরঃ ক

প্রশ্নঃ শব্দের মূলকে কি বলে ?
ক. প্রকৃতি
খ. ধাতু
গ. মৌলিক শব্দ
ঘ. সংজ্ঞা
উত্তরঃ ক

প্রশ্নঃ যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে কোন শব্দ বলে ?
ক. সাধিত শব্দ
খ. মৌলিক শব্দ
গ. যৌগিক শব্দ
ঘ. রূঢ় শব্দ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘নামায’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. আরবি
খ. ফারসি
গ. তুর্কি
ঘ. হিন্দি
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘দারোগা’ কোন ধরনের শব্দ?
ক. পর্তুগীজ
খ. ফারসি
গ. ইংরেজি
ঘ. তুর্কি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ Boron এবং Zirconium নাম দুটি কোন ভাষা থেকে এসেছে?
ক. গ্রীক
খ. ল্যাটিন
গ. আরবি
ঘ. ইংরেজি
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোনগুলো অর্ধ-তৎসম শব্দ?
ক. তুরূপ, রুইতন
খ. চাহিদা, শিখ
গ. আনারস, আলপিন
ঘ. বোস্টম, গিন্নী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোনটি যৌগিক শব্দের উদাহরণ ?
ক. বাঁশি
খ. পাঞ্জাবি
গ. পঙ্কজ
ঘ. গায়ক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলা ভাষায় আগত ফারসি শব্দগুলোকে আমরা কয়টি ভাগে ভাগকরতে পারি?
ক. দুই ভাগে
খ. তিন ভাগে
গ. চার ভাগে
ঘ. পাঁচ ভাগে
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ব্যাকরণ’ শব্দটি-
ক. বাংলা
খ. সংস্কৃত
গ. বিদেশী
ঘ. তদ্ভব
উত্তরঃ খ

প্রশ্নঃ গ্রিক শব্দ কোনটি?
ক. তুফান
খ. লুঙ্গী
গ. কুপন
ঘ. দাম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘যোগরূঢ়’ শব্দ হিসেবে ‘অসুখ’-এর অর্থ কি?
ক. রোগ
খ. সুখের অভাব
গ. যার সুখ নেই
ঘ. যার রোগ আছে
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি আরবি শব্দ?
ক. শরিফ
খ. সুপারিশ
গ. কেরাণী
ঘ. মিটিং
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘শিখণ্ডী’ শব্দের অর্থ কী?
ক. কবতুর
খ. কোকিল
গ. খরগোশ
ঘ. ময়ূর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোনটি তৎসম শব্দ ?
ক. চাঁদ
খ. ভবন
গ. বালতি
ঘ. হরতাল
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি খাঁটি বাংলা শব্দ?
ক. আভাষ
খ. ভূষণ
গ. ওষধি
ঘ. গঞ্জ
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোনগুলো প্রশাসনিক শব্দ?
ক. কলেজ, লাইব্রেরী
খ. জিন্দা, জানোয়ার
গ. দফতর, দরখাস্ত
ঘ. আদমী, আমদানি
উত্তরঃ গ

প্রশ্নঃ উচ্চারণ স্থানের দিক দিয়ে স্পর্শধ্বনিকে কয়টি গুচ্ছে বা বর্গে ভাগ করা হয় ?
ক. ৬ টি
খ. ৮ টি
গ. ৫ টি
ঘ. ৩ টি
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘যৌগিক’ শব্দের উদাহরণ কোনটি?
ক. দৌহিত্র
খ. স্ত্রী
গ. বাঁশী
ঘ. প্রবীণ
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোনটি ‘রূঢ়’ শব্দের উদাহরণ?
ক. কর্তব্য
খ. রাজপুত
গ. হস্তী
ঘ. বাবুয়ানা
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা ভাষার ব্যবহৃত আরবি শব্দগুলোকে কয়ভাগে ভাগ করা যায়?
ক. দুই ভাগে
খ. তিন ভাগে
গ. চার ভাগে
ঘ. পাঁচ ভাগে
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!