বাংলা ব্যাকরণ-৭৫

প্রশ্নঃ “সংসার উদ্যানে পুষ্প অপেক্ষা-বেশী।” শূণ্যস্থানে সঠিক শব্দটি বসান-
ক. কণ্টক
খ. পতঙ্গ
গ. বৃক্ষ
ঘ. কীট
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘কত ধানে কত চাল’ বাগধারাটির অর্থ-
ক. হিসাব নেওয়া
খ. পরিমাণ জানা
গ. ষড়যন্ত্র
ঘ. টের পাওয়ানো
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ “বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে” উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে-
ক. বনের পশু বনে থাতেই ভালবাসে
খ. আদিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে
গ. জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
ঘ. প্রকৃতির রূপ-সৌন্দর্য আদি ও অকৃত্রিম
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘মাছের মা’ বাগধারার অর্থ-
ক. কঠোর
খ. অত্যাচারী
গ. নিষ্ঠুর
ঘ. নীতিহীন
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘নেই আকড়া’ কি অর্থ প্রকাশ করে?
ক. কুটিল
খ. দলপতি
গ. একগুয়ে
ঘ. সামান্য
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোনটি ‘তীব্রজ্বালা’ অর্থ বুঝাচ্ছে?
ক. গলগ্রহ
খ. চিনির বলদ
গ. কেচোঁগণ্ডস
ঘ. কুল কাঠের আগুন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন বাগধারাটি ভিন্নার্থক?
ক. অহিনকুল
খ. উত্তম-মধ্যম
গ. আদায় কাঁচকলায়
ঘ. সাপে-নেউলে
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ঘটিরাম’ বাগধারাটির অর্থ-
ক. ভন্ড ধার্মিক
খ. নেকামি
গ. বড় মুখ
ঘ. বক্‌ ধার্মিক
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ইঁদুর কপালে’- এর বিপরীত বাগধারা কোনটি?
ক. অদৃষ্টের পরিহাস
খ. অন্ধকার
গ. একাদশে বৃহস্পতি
ঘ. কেউকেটা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘একাদশে বৃহস্পতি’ এর অর্থ কি?
ক. আশার কথা
খ. সৌভাগ্যের বিষয়
গ. মজা পাওয়া
ঘ. আনন্দের বিষয়
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘বক দেখানো’ বাগধারাটির অর্থ কী?
ক. কথায় পটু
খ. পড়ুয়া
গ. অশোভনভাবে বিদ্রুপ করা
ঘ. মতিচ্ছন্ন হওয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘চাঁদের হাট’-অর্থ কি?
ক. বন্ধুদের সমাগম
খ. আত্মীয় সমগম
গ. প্রিয়জন সমাগম
ঘ. গণ্যমান্যদের সমাগম
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘এলাহি কাণ্ড’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
ক. অসম্ভব
খ. বিরাট ব্যাপার
গ. নিত্য নৈমিত্তিক
ঘ. মারাত্মক ব্যাপার
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘বিশ নেই তার কুলোপনা চক্কর’-এর অর্থ কি?
ক. অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন
খ. ক্ষমতাশালীর দম্ভ প্রকাশ
গ. যার কোন প্রকার ক্ষমতা নেই
ঘ. বিষ আছে কিন্তু কুলো নেই
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘কৈ মাছের প্রাণ’ প্রবাদটির অর্থ কি?
ক. অতিবৃদ্ধ
খ. যা সহজে মরে না
গ. ভীষণ ব্যাপার
ঘ. দীর্ঘস্থায়ী বস্তু
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি বাগধারা হিসেবে ব্যবহৃত হয়?
ক. চোখের পর্দা
খ. চোখের বালি
গ. চোখের জল
ঘ. চোখের মণি
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থুবাচক?
ক. বর্ণোচোরা আম, ভিজেবিড়াল
খ. ভরাডুবি, ভুতের বেগার
গ. দু মুখো সাপ, ধরি মাছ না ছুঁই পানি
ঘ. তাষের ঘর, ভূষণ্ডির কাক
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘গায়ে ফুঁ দিয়ে বেড়ান’ বাগধারাটির অর্থ কি?
ক. আপন মনে বাদশাহী করা
খ. কোন দায়িত্ব গ্রহণ না করা
গ. বেকার মত চলা
ঘ. দাংগাবাজি করা
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘তালকানা’ এর অর্থ কি?
ক. বেহায়া
খ. বেতাল হওয়া
গ. শ্রমবিমুখ
ঘ. নিরেট মূর্খ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘অগস্ত্য যাত্রা’ বাগধারাটির অর্থ কী?
ক. শুরু করা
খ. তাড়াতাড়ি শেষ করা
গ. বিশ্রাম করা
ঘ. শেষ বিদায়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ’ কথাটি কি অর্থে ব্যবহৃত হয়?
ক. ভাগ্য চিরসঙ্গী
খ. ছোটবড় যাবতীয় কাজ করা
গ. কারও সুসময়, কারও দুঃসময়
ঘ. সুযোগের সদ্ব্যবহার করা
ঙ.কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘বড়র পীরিত বালির বাঁধ’ বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে-
ক. ভঙ্গুর
খ. চাপের মুখে ভেঙ্গে যায়
গ. একতরফা
ঘ. কোন বাধ্যবাধকতা নেই
উত্তরঃ ক

প্রশ্নঃ ঠাট বজায় রাখা বাগধারাটির অর্থ কি?
ক. সুযোগমত কাজ করা
খ. অতিরিক্ত চালবাজি
গ. অভাব চাপা রাখা
ঘ. কৌশলে কার্যোদ্ধার
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ফাঁকা আওয়াজে কাজ আদায়’— এর সমার্থক বাগধারা কোনটি?
ক. কলকাঠি নাড়া
খ. কুপোকাত
গ. কালে ভদ্রে
ঘ. কথায় চিড়া ভিজা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘বিপদ একবারেই শেষ হয় না’।-এর প্রবাদ বাক্য কোনটি?
ক. এক মাঘে শীত যায় না
খ. গেঁয়ো যোগী ভিখ পায় না
গ. সস্তার তিন অবস্থা
ঘ. নুন খাই যার গুণ গাই তার
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘যার অনেক বুদ্ধি আছে’ তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কি দাঁড়ায়?
ক. বুদ্ধির ঢেঁকি
খ. ভূষণ্ডীর কাক
গ. বিড়াল তপস্বী
ঘ. গভীর জলের মাছ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘কাকভূষণ্ডী’ বিশিষ্টার্থক বাক্যাংশের অর্থ চিহ্নিত করুন।
ক. ভণ্ডলোক
খ. স্বল্পজীবী লোক
গ. অশিষ্ট ব্যক্তি
ঘ. দীর্ঘজীবী ব্যক্তি
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘ধরি মাছ না ছুঁই পানি’- এটি এলো-
ক. খনার বচন
খ. প্রবাদ বাক্য
গ. কবিতার চরণ
ঘ. বাগধারা
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ফেকলু পার্টি’ বাগধারাটির অর্থ কী?
ক. ক্ষমতাসীন পার্টি
খ. বিরোধী পার্টি
গ. কদরহীন লোক
ঘ. নিকৃষ্ট লোক
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘গুড়ে বালি’ কথাটির অর্থ-
ক. বাতাসে বালি
খ. আশায় নৈরাশ্য
গ. ভালোতে খারাপ
ঘ. গোবরে পদ্মফুল
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!