বাংলা ব্যাকরণ-৬৯

প্রশ্নঃ অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয়-
ক. বেতসবৃত্তি
খ. পতঙ্গবৃত্তি
গ. জলৌকবৃত্তি
ঘ. কুম্ভিলকবৃত্তি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যা অনায়াসে লাভ করা যায় তা হ’ল-
ক. সহজলভ্য
খ. অনায়াসলভ্য
গ. সুলভ
ঘ. অদুর্লভ
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ এক কথায় প্রকাশ করুন। ‘আকাশে গমন করে যা’-
ক. আকাশী
খ. বিহগ
গ. ভুজঙ্গ
ঘ. বঙ্কিম
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘যা সহজে অতিক্রম করা যায় না’- এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি?
ক. অনতিক্রম্য
খ. অলঙ্ঘ্য
গ. দুরতিক্রম্য
ঘ. দুর্গম
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘কর্মে যাহার ক্লান্তি নাই’ এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি?
ক. ক্লান্তি হীন
খ. অক্লান্ত
গ. অক্লান্ত কর্মী
ঘ. অবিশ্রাম
উত্তরঃ গ

প্রশ্নঃ যে ব্যক্তি কেবল নিজের বিষয়েই চিন্তা করে তাকে বলা হয়-
ক. আত্মভোলা
খ. আত্মকেন্দ্রিক
গ. আস্তিক
ঘ. আত্মসর্বস্ব
উত্তরঃ খ

প্রশ্নঃ যাহা অধ্যয়ন করা হয়েছে- এক কথায় প্রকাশ কি?
ক. অধ্যয়ন
খ. পঠিত
গ. অধিয়ন
ঘ. অধীত
উত্তরঃ ঘ

প্রশ্নঃ শুভক্ষণে জন্ম যার-
ক. শুভজন্মমা
খ. ক্ষণজন্মা
গ. জন্মাধার
ঘ. শুভ জন্মকার
উত্তরঃ খ

প্রশ্নঃ ঈষৎ আমিষ্য গন্ধবিশিষ্ট- এর বাক্য সংকোচন-
ক. আমিষা
খ. আঁষটে
গ. ঈষদূন
ঘ. আমিষা গন্ধা
উত্তরঃ খ

প্রশ্নঃ ইন্দ্রিয়কে জয় করিয়াছে যে-এর সংক্ষেপণ কি হবে?
ক. জিতেন্দ্রিয়
খ. ইন্দ্রজিৎ
গ. ইন্দ্রিয় রাজ
ঘ. নাস্তিক
উত্তরঃ ক

প্রশ্নঃ যিনি শোনামাত্র স্মরণ করতে পারেন।-তাকো এক কথায় কি বলে?
ক. জাতিস্মর
খ. স্মার্ত
গ. শ্রুতিধর
ঘ. স্মরণ
উত্তরঃ গ

প্রশ্নঃ পায়ে হেঁটে গমন করে না যে–
ক. অপ্রেয়
খ. অসাদ্য
গ. অনগ্রজ
ঘ. পন্নগ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘জানবার ইচ্ছা’-এ বাক্যটির বাক্য সংকোচনা কি?
ক. জিগীষা
খ. জিজ্ঞাসা
গ. জিঘাংসা
ঘ. জুগুপ্সা
উত্তরঃ খ

প্রশ্নঃ দিনের পর দিন–
ক. দিন দিন
খ. অনুদিন
গ. অনেকদিন
ঘ. প্রতিদিন
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘যাহা বপন করা হইয়াছে’- এটি নিম্নের কোন শব্দটিতে সংক্ষেপিত হয়েছে?
ক. সুপ্ত
খ. উপ্ত
গ. গুপ্ত
ঘ. লুপ্ত
উত্তরঃ খ

প্রশ্নঃ যে বিষয়ে কোন বিতর্ক নেই-
ক. অবিমৃষ্যকারী
খ. অবিতর্ক
গ. অবিমিশ্রকারী
ঘ. অবিসংবাদী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আপনাকে পন্ডিত মনে করে যে– এক কথায় হবে
ক. অতিপন্ডিত
খ. মহাপন্ডিত
গ. পন্ডিত নেতা
ঘ. পন্ডিতস্মন্য
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সুযোগ-সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম-
ক. চুক্তিপত্র
খ. মানপত্র
গ. ব্যক্তিগত পত্র
ঘ. আবেদনপত্র
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যার চক্ষুলজ্জা নেই–
ক. চশমখোর
খ. নির্লজ্জ
গ. চাক্ষুষ
ঘ. চোষ্য
উত্তরঃ ক

প্রশ্নঃ আটমাস মাতৃগর্ভে থেকে যে সন্তান ভূমিষ্ঠ হয়-
ক. আটাশে
খ. আটমাসী
গ. আটাশী
ঘ. অকাল্য
উত্তরঃ ক

প্রশ্নঃ চোখের নিমেষ না ফেলিয়া–
ক. অনিমেষ
খ. নিমেষে
গ. তাৎক্ষণিক
ঘ. প্রত্যক্ষীভূত
উত্তরঃ ক

প্রশ্নঃ ইতিহাস রচনা করেন যিনি-
ক. ইতিহাস লেখক
খ. ঐতিহাসিক
গ. ইতিহাসবেত্তা
ঘ. ঐতিহাসিকতা
উত্তরঃ খ

প্রশ্নঃ “প্রষিতভর্তৃকা”- শব্দটির অর্থ কী?
ক. ভৎসনাপ্রাপ্ত নারী
খ. যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে
গ. ভূমিতে প্রোথিত তরুমূল
ঘ. যে বিবাহিত নারী পিত্রালয়ে অবস্থান করে
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘যা ভবিষ্যতে ঘটবে’ অভিব্যক্তিটি এক কথায়-
ক. ভবিষ্য
খ. ভবিষ্যৎ
গ. ভবিতব্য
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ যা কষ্টে লাভ করা যায়–
ক. অলভ্য
খ. দুর্লভ
গ. দুর্জয়
ঘ. কষ্ট সাধ্য
উত্তরঃ খ

প্রশ্নঃ লাভ করার ইচ্ছা-
ক. লাভবান
খ. অনুচিকির্ষা
গ. লিপ্সা
ঘ. জিগীসা
উত্তরঃ গ

প্রশ্নঃ যার আগমনের কোন তিথি নেই-তাকে কি বলা হয়?
ক. ভিখারী
খ. মুসাফির
গ. শরণার্থী
ঘ. অতিথি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ এক বিষয়ে যার চিত্ত নিবিষ্ট– এক কথায়
ক. একাগ্রচিত্ত
খ. একমনা
গ. অন্যমনা
ঘ. মনোযোগী
উত্তরঃ ক

প্রশ্নঃ সূর্যও যে নারীর মুখ দেখতে পারে না, তাকে এক কথায় কি বলে?
ক. অদৃষ্টসূর্য
খ. অসূর্যস্পশ্যা
গ. অসূর্যদ্রষ্টা
ঘ. অসূর্যপ্রেক্ষা
উত্তরঃ খ

প্রশ্নঃ সেতারের ঝঙ্কার-
ক. রুনুঝুনু
খ. শিঞ্জন
গ. কিঙ্কিনি
ঘ. নিক্কন
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!