বাংলা ব্যাকরণ-৬৮

প্রশ্নঃ যার স্ত্রী মারা গিয়েছে–
ক. বিধবা
খ. বিপত্নীক
গ. সপত্নীক
ঘ. বিপদাত্নক
উত্তরঃ খ

প্রশ্নঃ যে নারীর স্বামী ও পুত্র নেই–
ক. কুমারী
খ. অনূঢ়া
গ. আবীরা
ঘ. বিধবা
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ দিন ও রাত্রির সন্ধিক্ষণ-
ক. গোধূলি
খ. সুবহে সাদেক
গ. সন্ধ্যাকাল
ঘ. ক ও খ উভয়ই
উত্তরঃ ক

প্রশ্নঃ এক কথায় প্রকাশ করুন ‘যা বলা হয়নি’?
ক. অউক্ত
খ. অব্যক্ত
গ. অনুক্ত
ঘ. অব্যাক্ত
উত্তরঃ গ

প্রশ্নঃ যা পূর্বে শোনা যায়নি—
ক. অশ্রুতপূর্ব
খ. শ্রুতিধর
গ. শ্রোতৃগণ
ঘ. শ্রুতিময়
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘অব্যক্ত মধুর ধ্বনি’ -এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ–
ক. অরিন্দম
খ. শিঞ্চন
গ. কলতান
ঘ. রিদম
উত্তরঃ গ

প্রশ্নঃ মুক্তি পেতে ইচ্ছুক–
ক. মুমূক্ষু
খ. মূমূক্ষু
গ. মুমূক্ষূ
ঘ. মুমুক্ষু
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যে স্ত্রীর বশীভূত- এর বাক্য সংকোচন-
ক. বশীভূত
খ. অধীন
গ. স্ত্রৈণ
ঘ. পরাহত
উত্তরঃ গ

প্রশ্নঃ “যা পূর্বে শ্রুত (শোনা) হয়নি।”- এর এক শব্দ কোনটি?
ক. অশ্রুতপূর্ব
খ. শ্রুতপূর্ব
গ. অভূতপূর্র্ব
ঘ. ভূতপূর্ব
উত্তরঃ ক

প্রশ্নঃ গোপন করিবার ইচ্ছা–
ক. জুগুপ্সা
খ. জিগীর্ষা
গ. জিঘাংসা
ঘ. বিজিগীষা
উত্তরঃ ক

প্রশ্নঃ যিনি বক্তৃতা দানে পটু
ক. বাকপটু
খ. সুবক্তা
গ. বাগ্মী
ঘ. অনলবর্ষী
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘মিলের অভাব’ শব্দ দুটির এক কথায় প্রকাশ
ক. শামিল
খ. মিল
গ. নির্মল
ঘ. গরমিল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি–
ক. ইতিহাস বেত্তা
খ. ঐতিহাসিক
গ. ইতিহাস বিদ
ঘ. কোনটিই না
উত্তরঃ ক

প্রশ্নঃ অক্ষির সম্মুখে বর্তমান-এর সংক্ষেপণ হল-
ক. সম্মুখে
খ. প্রত্যক্ষ
গ. পরোক্ষ
ঘ. চাক্ষুষ
উত্তরঃ খ

প্রশ্নঃ যে নারীর সন্তান বাঁচে না, এক কথায় কি বলে?
ক. মৃতমা
খ. মৃত জননী
গ. মৃতবৎসা
ঘ. কাক বন্ধ্যা
উত্তরঃ গ

প্রশ্নঃ দিবসের শেষ ভাগ-এর সংক্ষেপণ কি হবে?
ক. পূর্বাহ্ন
খ. মধ্যাহ্ন
গ. অপরাহ্ন
ঘ. সায়াহ্ন
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘জয়ের জন্য যে উৎসব’- এক কথায় কি হবে?
ক. বিজয়জয়ন্তী
খ. জয়ন্তী
গ. জয়ান্তী
ঘ. বিজয় উৎসব
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘যা আঘাত পায়নি’ -বাক্যের এক শব্দে প্রকাশ রূপ কি?
ক. অনাঘাত
খ. অনঘাত
গ. অনাহত
ঘ. অনিরুদ্ধ
উত্তরঃ গ

প্রশ্নঃ হাতির ডাক–
ক. কেকা
খ. নাদ
গ. গর্জন
ঘ. বৃংহতি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যার বাসস্থান নেই– এক কথায়
ক. অনিকেত
খ. উদ্বাস্তু
গ. অনুজ
ঘ. একাহারী
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘গবাদি পশুর পাল’র সংক্ষেপ হল-
ক. বাথান
খ. গোশালা
গ. কস্তা
ঘ. পশুপাল
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘আয়নায় প্রতিফলিত রূপ’ এক কথায় হবে-
ক. দৃশ্যমান
খ. প্রতিবিম্ব
গ. প্রতিসৃয়মান
ঘ. অলীক
উত্তরঃ খ

প্রশ্নঃ অগ্রে জন্মগ্রহণ করেছে যে–
ক. অনুজ
খ. বয়োজ্যেষ্ঠ
গ. অগ্রজ
ঘ. অগ্রগামী
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘যে ভবিষ্যত না ভেবেই কাজ করে’- একে এক পদে পরিণত করলে কোনটি হবে?
ক. অপরিণামদর্শী
খ. অবিবেচক
গ. অবিমৃষ্যকারী
ঘ. অকালজ্ঞানী
উত্তরঃ গ

প্রশ্নঃ যে ব্যক্তি বিদেশে থাকে-
ক. প্রোষিতভর্তৃকা
খ. নিবাসী
গ. বিদেশী
ঘ. প্রবাসী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ক্রমশই বর্ধিত হচ্ছে যা–
ক. ক্রমাগত
খ. ক্রমান্বয়ে
গ. ক্রমবর্ধমান
ঘ. যথাক্রমে
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘জঙ্গম’-এর শব্দার্থ কোনটি?
ক. প্রচণ্ড যুদ্ধ
খ. গতিশীল
গ. নিবিড় বন
ঘ. সম্মিলন
উত্তরঃ খ

প্রশ্নঃ কোথাও উন্নত কোথাও অবনত–
ক. অনুন্নত
খ. বন্ধুর
গ. উন্নত-অবনত
ঘ. উবনত
উত্তরঃ খ

প্রশ্নঃ যা মাটি ভেদ করে উঠে-এক কথায় কি হবে?
ক. উপ্ত
খ. উদ্ভিদ
গ. মাটিভেদী
ঘ. গাছ
উত্তরঃ খ

প্রশ্নঃ উপকারীর অপকার করে যে-
ক. কৃতজ্ঞহীন
খ. অকৃতজ্ঞ
গ. কৃতঘ্ন
ঘ. অপকারী
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!