বাংলা ব্যাকরণ-১৪৩

প্রশ্নঃ ‘নিষ্ঠা’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. নিস্‌+ঠা
খ. নিঃ+ষ্ঠা
গ. নিঃ+ঠা
ঘ. কোনটাই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ কোনটি ?
ক. পরিষ্কার
খ. পুরস্কার
গ. তৎকাল
ঘ. কৃষ্টি
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘গায়ক’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি–
ক. গৈ + অক
খ. গৌ + অক
গ. গায় + অক
ঘ. গায় + অক
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা ভাষায় সন্নিহিত দুটি স্বরের একটি লোপের উদাহরণ কোনটি ?
ক. শঙ্কা
খ. বিদ্যালয়
গ. কাঁচকলা
ঘ. শতেক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘পরোপকার’ এর সন্ধি বিচ্ছেদ –
ক. পরো + কার
খ. পর + উপকার
গ. পরো + উপকার
ঘ. পর + উপকার
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ধার’ শব্দটির সন্ধি-বিচ্ছেদ হচ্ছে-
ক. ধি+অর
খ. ধী+অর
গ. ধার+অ
ঘ. ধা+র
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বিদ্যালয়’ সন্ধিতে কোন সূত্রের প্রয়োগ আছে ?
ক. অ + অ
খ. অ + আ
গ. আ + অ
ঘ. আ + আ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ প্রত্যুষ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
ক. প্রত্য+উষ
খ. প্রত্য+ঊষ
গ. প্রতি+উষ
ঘ. প্রতি+ঊষ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘পৌঢ়’ এর সন্ধি বিচ্ছেদ হলো –
ক. প্রো + উঢ়
খ. প্রৌ + উঢ়
গ. প্র + উড়
ঘ. প্র + উঢ়
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘উচ্ছাস’ শব্দটি কোন্ সন্ধির অন্তর্গত?
ক. নিপাতনে সিদ্ধ সন্ধির
খ. স্বরসন্ধির
গ. বিসর্গ সন্ধির
ঘ. ব্যঞ্জন সন্ধির
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘ষড়ঋতু’ শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো –
ক. ষট্‌ + ঋতু
খ. সট্‌ + ঋতু
গ. ষড় + ঋতু
ঘ. শট + ঋতু
উত্তরঃ ক

প্রশ্নঃ নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি?
ক. তদবধি
খ. অন্বেষণ
গ. শুদ্ধোধন
ঘ. আচ্ছাদন
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘নমস্কার’ কোন সন্ধির উদাহরণ?
ক. স্বরসন্ধির
খ. ব্যঞ্জন সন্ধির
গ. নিপাতনে সিদ্ধ সন্ধির
ঘ. স-জাতবিসর্গ সন্ধির
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পরস্পর কাছাকাছি ধ্বনি বা বর্ণের মিলকে বলে?
ক. সন্ধি
খ. সমাস
গ. কারক
ঘ. প্রত্যয়
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘সংবাদ’ এর সন্ধিবিচ্ছেদ কি?
ক. সং+বাদ
খ. সম + বাদ
গ. সুম + বাদ
ঘ. সু+ আবাদ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘যদ্যাপি’ এর সন্ধি বিচ্ছেদ-
ক. যদ+পি
খ. যদি+অপি
গ. যদ+অপি
ঘ. যদ্য+অপি
উত্তরঃ খ

প্রশ্নঃ সন্ধির নিয়মে কোনটি ঠিক?
ক. শির+ছদ = শিরচ্ছেদ
খ. শিরঃ+ছেদ = শিরচ্ছেদ
গ. শিরো+ছেদ = শিরচ্ছেদ
ঘ. শিরঃ + ছেদ = শিরশ্ছেদ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ উ -কারের পর বিসর্গ (ঃ) এবং তারপর ক থাকলে কোন ব্যঞ্জনধ্বনি আসে ?
ক. স
খ. খ, ষ
গ. শ
ঘ. ম
উত্তরঃ খ

প্রশ্নঃ সন্ধি হলো –
ক. দুই শব্দের মিলন
খ. দুই বাক্যের মিলন
গ. দুই বর্ণের মিলন
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বনস্পতি ‘ এর সন্ধি বিচ্ছেদ কোনটি ?
ক. বনঃ + পতি
খ. বন + পতিঃ
গ. বন + স্পতি
ঘ. বন + পতি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘কাঁদুনি’ শব্দের সন্ধি বিচ্ছেদ হবে-
ক. কাঁদ+নি
খ. কাঁদো+উনি
গ. কাঁদ+ইনি
ঘ. কাঁদ+উনি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ষষ্ঠাংশ শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
ক. ষষ্ঠ + অংশ
খ. ষষ্ঠা + অংশ
গ. ষষ্ঠ + আংশ
ঘ. ষষ্ঠা + আংশ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘একচ্ছত্র’ এর সন্ধি বিচ্ছেদ –
ক. এক + ছত্র
খ. এক + ছত
গ. এ + ছত্র
ঘ. এক + ত্র
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘পশ্বধর্ম’ এর সন্ধি বিচ্ছেদ –
ক. পশ্ব + অধ্ম
খ. পশু + অধ্ম
গ. পশ + ধর্ম
ঘ. পশু +
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি স্বরসন্ধির উদাহরণ ?
ক. কারাগার
খ. বজ্জাত
গ. বারেক
ঘ. মনোরম
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘গঙ্গোর্মি’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. গঙ্গ+উর্মি
খ. গঙ্গা+উর্মি
গ. গঙ্গা+ঊর্মি
ঘ. গঙ্গা+ঊর্মী
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি সঠিক ?
ক. আ + ই =এ
খ. অ + ই = এ
গ. অ + এ = ঐ
ঘ. অ + আ = ই
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘রবীন্দ্র’- এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. রবী + ইন্দ্র
খ. রবী + ঈন্দ্র
গ. রবি + ইন্দ্র
ঘ. রবি + ঈন্দ্র
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘শীতার্ত’ এর সন্ধি বিচ্ছেদ –
ক. শীত + ত
খ. শীতা + ত
গ. শীত + ঋত
ঘ. শীতা + ঋত
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘দোলনা’ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
ক. দুল্+না
খ. দোল+না
গ. দোল+অনা
ঘ. দোলনা+আ
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!