বাংলা ব্যাকরণ-১২৩

প্রশ্নঃ ‘স্বামী’ শব্দটির সমার্থক শব্দ কি?
ক. সিতকর
খ. হিতকর
গ. নাথ
ঘ. সিঁথির অলঙ্কার
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘মন’ -কোনটি প্রতিশব্দ নয়?
ক. চিত্ত
খ. অন্তর
গ. দিল
ঘ. শাহ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘আকাল’ শব্দের সমার্থক কোনটি?
ক. দুর্ভিক্ষ
খ. মহামারী
গ. জগৎ
ঘ. পৃথিবী
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘সেতারা’ শব্দের অর্থ হলো-
ক. তারকা
খ. বাদ্যযন্ত্র
গ. সূর্যোদয়
ঘ. দ্বাদশীর চাঁদ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘কথা’ এর সমার্থক শব্দ কোনটি?
ক. তনয়া
খ. বচন
গ. খাদক
ঘ. পিক
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘অংস’ শব্দের অর্থ কোনটি ?
ক. কাঁধ
খ. ভোজন
গ. ভাগ
ঘ. পশু
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘এসপার ওসপার’ শব্দটির অর্থ কি ?
ক. এদিক অথবা ওদিক
খ. চূড়ান্ত মীমাংসা
গ. এপারে অথবা ঐ পারে
ঘ. এ রকম অথবা ঐ রকম
উত্তরঃ খ

প্রশ্নঃ পুত্র
ক. পতি
খ. তনু
গ. তনয়
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ইনকিলাব’ শব্দের অর্থ কী?
ক. বিপ্লব
খ. চিরজীবী
গ. সন্ত্রাস
ঘ. আন্দোলন
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘শীকর’ শব্দের অর্থ কি?
ক. শিশির
খ. নীহারিকা
গ. জলকণা
ঘ. পদ্মফুল
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘গৃহ’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
ক. ঘর
খ. ভবন
গ. অলয়
ঘ. নিবাস
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোনটিকে ‘মধুকাল’ বলা হয় ?
ক. হেমন্ত
খ. শরৎ
গ. বসন্ত
ঘ. বর্ষা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘শিষ্টাচার’-এর সমার্থক কোনটি?
ক. নিষ্ঠা
খ. সদাচার
গ. সততা
ঘ. সংযম
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘চাস’ শব্দের অর্থ কি ?
ক. ক্রিয়াপদ
খ. চেয়ে থাকা
গ. কৃষিকাজ
ঘ. নীলকন্ঠি পাখি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘দালান বা অট্টালিকা’ অর্থ কোনটি?
ক. প্রসাদ
খ. আগমন
গ. মাসবিশেষ
ঘ. আকাঙ্ক্ষা
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘consumer goods’ -এর উপযুক্ত বাংলা পরিভাষা কী?
ক. ভোক্তার কল্যান
খ. ভোগ্যপণ্য
গ. ক্রয়কৃত পণ্য
ঘ. ক্রেতার গুণাগুণ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘কোরক’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. কৃতকর্ম
খ. কুঁড়ি
গ. কড়ি
ঘ. কুহক
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘সমুদ্র’ শব্দের সমার্থক নয় কোনটি?
ক. বারিধি
খ. সিন্ধু
গ. তরঙ্গ
ঘ. সাগর
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘খড়গ’ এর সমার্থক শব্দ নয়-
ক. অসি
খ. চাকু
গ. কৃপাণ
ঘ. তরবারি
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘আসার’ শব্দের অর্থ কী?
ক. জলধারা
খ. মান বিশেষ
গ. প্রবল বৃষ্টিপাত
ঘ. অন্তসারশূন্য
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘Index’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
ক. সূচক
খ. নির্ঘন্ট
গ. ক ও খ
ঘ. কোনটিই না
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘শম্বর’ অর্থ কি?
ক. ব্যাঘ্র
খ. হরিণ
গ. জলহস্তী
ঘ. সিংহ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘পৃথিবী’ এর সমার্থক শব্দ নয়-
ক. বসুন্ধরা
খ. ধরণী
গ. অবনী
ঘ. যামিনী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘অদ্রি’ কিসের সমার্থক শব্দ ?
ক. নদী
খ. সমুদ্র
গ. রাত্রী
ঘ. পর্বত
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘উপরোধ’ শব্দের অর্থ কি?
ক. প্রতিরোধ
খ. উপস্থাপন
গ. অনুরোধ
ঘ. উপযোগ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘চাঁদ’ এর সমার্থক শব্দ কোনটি?
ক. শশী
খ. পত্রগ
গ. অরুণ
ঘ. বহ্ণি
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘নিস্বন’ শব্দের অর্থ কি?
ক. সহায়হীন
খ. শব্দহীন
গ. সম্পদহীন
ঘ. বন্ধুহীন
ঙ.শব্দ
উত্তরঃ ঙ

প্রশ্নঃ কোনটি চন্দ্র শব্দের সমার্থক নয়?
ক. প্রেমাংশু
খ. শীতাংশু
গ. সুধাংশু
ঘ. হিমাংশু
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘আসার’ শব্দের অর্থ কোনটি শুদ্ধ ?
ক. বৃষ্টি
খ. আগমন
গ. মাসবিশেষ
ঘ. আকাঙ্ক্ষা
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘আকর’ নিচের কোনটির প্রতিশব্দ ?
ক. নদী
খ. সমুদ্র
গ. সূর্য
ঘ. চন্দ্র
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top