বাংলা ব্যাকরণ-১২০

প্রশ্নঃ অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে——
ক. পারদর্শী
খ. চমৎকার
গ. নিপূণ
ঘ. ভাল
উত্তরঃ ক

প্রশ্নঃ মণ —– দশ টাকা লাভ দেব।
ক. প্রতি
খ. হিসেবে
গ. দরে
ঘ. বিক্রিতে
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ তোমার তো —- মাসে বছর, ত্বরা করে কাজ করতে পার না।
ক. ষোল
খ. পনের
গ. সতের
ঘ. আঠারো
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ব্যবসা সূত্রে তার — ফিরে এল।
ক. কপাল
খ. টাকা
গ. সম্পদ
ঘ. সংসার
উত্তরঃ ক

প্রশ্নঃ রহিম সাহেব একজন —- মানুষ।
ক. কাঁদার
খ. নরম
গ. ভালো
ঘ. মাটির
উত্তরঃ ঘ

প্রশ্নঃ তেলা মাথায় — দেয়া।
ক. তাল
খ. তেল
গ. আদর
ঘ. মন
উত্তরঃ খ

প্রশ্নঃ এ সমাজে ——– চেনা কঠিন।
ক. আসল
খ. চোর
গ. নকল
ঘ. আসল-নকল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ এ —– ভারি দিতে হবে পাড়ি নিতে হবে তরী পর।
ক. বিপদ
খ. পথ
গ. তুফান
ঘ. সমুদ্র
উত্তরঃ গ

প্রশ্নঃ হে বঙ্গ —— তব বিবিধ রতন?
ক. ভাণ্ডারে
খ. সঙ্গে
গ. সাথে
ঘ. কোষে
উত্তরঃ ক

প্রশ্নঃ কাঁটা হেরি ক্ষান্ত কেন ——— তুলিতে?
ক. পদ্মা
খ. শাপলা
গ. কমল
ঘ. ফুল
উত্তরঃ গ

প্রশ্নঃ —– মাঝে আমি বাঁচিবার চাই।
ক. সকলের
খ. পৃথিবীর
গ. মানবের
ঘ. তোমাদের
উত্তরঃ গ

প্রশ্নঃ নতুন —- হবে নবান্ন।
ক. ধানে
খ. ধান্যে
গ. অন্নে
ঘ. পিঠায়
উত্তরঃ খ

প্রশ্নঃ গফুর —- গল্পের প্রধান চরিত্র।
ক. মহেশ
খ. ছুটি
গ. বই পড়া
ঘ. অপূর্ব ক্ষমা
উত্তরঃ ক

প্রশ্নঃ অন্নাভাবে প্রতি —— হাহাকার।
ক. বাড়িতে
খ. বাড়ি বাড়ি
গ. প্রতি ঘরে
ঘ. ঘরে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কালি কলম — লেখে তিনজন।
ক. খাতা
খ. হাত
গ. ধ্যান
ঘ. মন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আহসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থ্য —–
ক. রাত্রিশেষ
খ. বেলা শেষ
গ. আশায় বসতি
ঘ. সারা দুপুর
উত্তরঃ ক

প্রশ্নঃ সততার —- তোমাকে উত্তীর্ণ হতেই হবে।
ক. চেষ্টায়
খ. পরীক্ষায়
গ. আদলে
ঘ. মধ্যে
উত্তরঃ খ

প্রশ্নঃ অভাবে ——- নষ্ট।
ক. চরিত্র
খ. বুদ্ধি
গ. আক্কেল
ঘ. স্বভাব
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ওল বলে মান কচু তুমি বড় ——
ক. ঝাল
খ. ভাল
গ. কাল
ঘ. লাগো
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যার লাঠি তার —–
ক. খাটি
খ. মাটি
গ. খুটি
ঘ. ক্ষমতা
উত্তরঃ খ

প্রশ্নঃ পালের —- ধরতে পারেনি, অন্যরা ধরা পড়েছে।
ক. নেতাকে
খ. সর্দারকে
গ. গোদাকে
ঘ. প্রধানকে
উত্তরঃ গ

প্রশ্নঃ —– না জানলে উঠান বাঁকা।
ক. বানাতে
খ. খেলতে
গ. নাচতে
ঘ. রাঁধতে
উত্তরঃ গ

প্রশ্নঃ মহাজনে —– হিসাব নিল।
ক. কড়ায়গণ্ডায়
খ. তিলপরিমাণ
গ. পাইপাই
ঘ. কাগজে-কলমে
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘আমি ভরা তরী করি-।’ শূন্যস্থানে কোনটি বসবে?
ক. উদ্ধার
খ. নিমজ্জিত
গ. রক্ষা
ঘ. ভরাডুবি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নেড়া —– বেল তলায় যায় না।
ক. একবার
খ. দু’বার
গ. তিনবার
ঘ. চারবার
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!