বাংলা বিবিধ-০৭

প্রশ্নঃ জনপ্রিয় পাঠ্যপুস্তক ‘চারুপাঠ’ এর রচয়িতা কে?
ক. রামমোহন রায়
খ. উইলিয়াম কেরি
গ. অক্ষয়কুমার দত্ত
ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন চরণটি সঠিক?
ক. ধন ধান্যে পুষ্পে ভরা
খ. ধন্য ধান্যে পুষ্পে ভরা
গ. ধণ্যে ধান্যে পুষ্পে ভরা
ঘ. ধন্যে ধান্যে পুষ্পে ভরা
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ একটি পত্রের প্রধান অংশ কয়টি?
ক. দুইটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
উত্তরঃ ক

প্রশ্নঃ প্যারীচাঁদ মিত্র লিখিত গ্রন্থ কোনটি?
ক. আলালের ঘরের দুলাল
খ. মদ খাওয়া বড় দায়
গ. অভেদী
ঘ. তিনটিই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক কি?
ক. ঈগল
খ. গোলাপ
গ. পদ্মফুল
ঘ. ক্যাঙ্গারু
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘এক নদী রক্ত পেরিয়ে’ গানটির গীতিকার কে?
ক. আপেল মাহমুদ
খ. মোঃ মনিরুজ্জামান
গ. খান আতাউর রহমান
ঘ. নজরুল ইসলাম বাবু
উত্তরঃ খ

প্রশ্নঃ ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ বা দিক্ষণ পশ্চিম অঞ্চলে সর্বপ্রথম কোন হারিকেনটি আঘাত হানে?
ক. ডেনসি
খ. ক্যাটারিনা
গ. আইভান
ঘ. রিটা
উত্তরঃ খ

প্রশ্নঃ “তাম্বুল রাতুল হইল অধর পরশে।” -অর্থ কী?
ক. ঠোঁটের পরশে পান লাল হল
খ. পানের পরশে ঠোঁট লাল হল
গ. অস্তাচলগামী সূর্যের আভায় মুখ রক্তিম দেখা গেল
ঘ. অস্তাচলগামী সূর্য ও মুখ একই রকম লাল হয়া গেল
উত্তরঃ ক

প্রশ্নঃ উৎসব ও অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়?
ক. ৯ চরণ
খ. ৬ চরণ
গ. ৮ চরণ
ঘ. ৪ চরণ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘জনতার সংগ্রাম চলবেই’ গানটির গীতিকার কে?
ক. সিকান্‌দার আবু জাফর
খ. গোবিন্দ হালদার
গ. আপেল মাহমুদ
ঘ. আনিসুল হক চৌধুরী
উত্তরঃ ক
প্রশ্নঃ ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা- গানটির রচয়িতা কে? কোন নাটকে এর ব্যবহার হয়েছে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর, সাজাহান
খ. কাজী নজরুল ইসলাম, স্বদেশ
গ. ডি এল রায়, সাজাহান
ঘ. অতুলপ্রসাদ সেন, বসুন্ধরা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘জাপান ঘুরে এলাম’ ভ্রমণকাহিনীটি কার লেখা?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. মোহাম্মদ মোদাব্বের
গ. মোজাম্মেল হক
ঘ. সৈয়দ মুজতবা আলী
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘হাইকু’ কোন দেশের কবিতা?
ক. চীন
খ. কোরিয়া
গ. ইতালি
ঘ. জাপান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘৫০০ দিনের প্ল্যান’ বলতে যে এ সময়ের মধ্যে–
ক. ‘ওয়ারশ’ জোট ভেঙ্গে দেয়ার প্রকল্প সম্পন্ন করা
খ. রুমানিয়াতে গনতান্ত্রিক প্রথা প্রচলন সম্পন্ন করা
গ. সোভিয়েত ইউনিয়নে প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রচলন সম্পন্ন করা
ঘ. পূর্ব জার্মানীতে সোভিয়েত সৈন্য প্রত্যাহার সম্পন্ন করা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান’ কোন প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়?
ক. বাংলাদেশ গণগ্রন্থাগার
খ. এশিয়াটিক সোসাইটি
গ. বাংলা একাডেমী
ঘ. সাহিত্য সংসদ
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের সংবিদান রচনা কমিটির সদস্য কত জন ছিলেন?
ক. ২৪ জন
খ. ৪ জন
গ. ৩৪ জন
ঘ. কোনটিই না
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘সারদামঙ্গল’ কাব্যে কবি বিহারীলাল কল্পিত ‘সারদা’ কে?
ক. লক্ষ্মী
খ. সরস্বতী
গ. চণ্ডী
ঘ. কালী
উত্তরঃ খ

প্রশ্নঃ Amplitude- শব্দের বাংলা পরিভাষা নিম্নের কোনটি?
ক. বিস্তৃত
খ. বিস্তার
গ. প্রসারিত
ঘ. কোনটিই না
উত্তরঃ খ

প্রশ্নঃ ড. এনামূল হকের ‘বুলগেরিয়া ভ্রমণ’ কোন জাতীয় গ্রন্থ?
ক. ভ্রমণবিষয়ক
খ. আত্মজীবনীমূলক
গ. উপন্যাস
ঘ. কাব্য
উত্তরঃ ক

প্রশ্নঃ এত ধন দৌলত বিলাচ্ছ কেন? তুমি কি দানবীর মোহসীন হলে নাকি? -এ বাক্যে কোন মোহসীন এর কথা বলা হয়েছে?
ক. মোহসীন-উল মূলক
খ. হাজী মুহম্মদ মোহসীন
গ. কে. এম. মোহসীন
ঘ. মোহসীন শাস্ত্রপাণি
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘Anonymous’ -এর সঠিক বাংলা নিম্নের কোনটি?
ক. অনামা
খ. অজ্ঞাত
গ. এলোমেলো
ঘ. কোনটিই না
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘প্রমিত বাংলা বানান অভিধান’ -এর সম্পাদক কে ছিলেন?
ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ
খ. ওয়াকিল আহমেদ
গ. জামিল চৌধুরী
ঘ. আবু ইসহাক
উত্তরঃ গ

প্রশ্নঃ বায়োমিট্রিক ভিসা অর্থ
ক. বায়োডাটা সংযোজিত ভিসা
খ. DNA টেস্ট সংযোজিত ভিসা
গ. সম্পত্তিরহ বিবরণী সংযোজিত ভিাস
ঘ. ফিঙ্গার প্রিন্ট সংযোজিতক ভিসা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ Divulage
ক. ইঙ্গিত দেওয়া
খ. ছড়াইয়া দেওয়া
গ. অল্প পরিমাণ
ঘ. প্রকাশ করা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ উপজাতীয় জীবন কাহিনী নিয়ে রচিত উপন্যাস কোনটি?
ক. কর্ণফুলী
খ. যাপিত জীবন
গ. সংসপ্তক
ঘ. খোয়াবনামা
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘ফুলমণি ও করুণার বিবরণ’ রচনা করেন কে?
ক. ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়
খ. কালী প্রসন্ন সিংহ
গ. হ্যানা ক্যাথারিন ম্যালেন্স
ঘ. উইলিয়াম কেরি
উত্তরঃ গ

প্রশ্নঃ ১৯৯০ সালের সমীক্ষা এশিয়ার কোন দেশ থেকে আগত যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের সংখ্যা সবচেয়ে বেশি?
ক. ফিলিপাইন
খ. জাপান
গ. চীন
ঘ. ভারত
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিরাম চিহ্ন ব্যবহৃত হয় না?
ক. বাক্যের অর্থ সহজভাবে বোঝাতে
খ. শ্বাস বিরতির জায়গা দেখাতে
গ. বাক্যকে অলংকৃত করতে
ঘ. বক্তার মেজাজকে স্পষ্ট করতে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ প্রথম ক্লোন শিশু ‘ইভা’ এর জন্ম তারিখ কি?
ক. নভেম্বর ২০, ২০০২
খ. ডিসেম্বর ২৬, ২০০২
গ. জানুয়ারি ৭, ২০০৩
ঘ. মার্চ ২৩, ২০০৩
উত্তরঃ খ

প্রশ্নঃ নবীনচন্দ্র সেন রচিত কাব্য কোনটি?
ক. পদ্মিনী উপাখ্যান
খ. চিন্তা তরঙ্গিনী
গ. বৃত্রসংহার
ঘ. পলাশীর যুদ্ধ
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!