বাংলা বিবিধ-০৬

প্রশ্নঃ রাবেয়া খাতুন বাংলা একাডেমী পুরস্কার পান?
ক. ১৯৭২
খ. ১৯৭৩
গ. ১৯৭৪
ঘ. ১৯৭৫
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি ব্যঙ্গ রচনা?
ক. ব্রজবিলাস
খ. বোধোদয়
গ. নীতিবোধ
ঘ. বেতাল পঞ্চবিংশতি
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বাংলা অভিধানে কোন শব্দটি আগে বসবে?
ক. উন্মত
খ. উন্নয়ন
গ. উন্নদ্ধ
ঘ. উন্নস
উত্তরঃ গ

প্রশ্নঃ সম্বোধন পদে কোন যতিচিহ্ন বসে?
ক. কমা
খ. ড্যাশ
গ. সেমিকোলন
ঘ. হাইফেন
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘রৈবতক’, ‘কুরুক্ষেত্র’, ‘প্রভাস’-এই ত্রয়ী মহাকাব্য কার রচনা?
ক. মধুসূদন দত্ত
খ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
গ. নবীনচন্দ্র সেন
ঘ. মোঃ কাজেম আল কোরেশী
উত্তরঃ গ

প্রশ্নঃ provoke
ক. উস্কানি দেওয়া
খ. নিন্দা করা
গ. বিরত রাখা
ঘ. ঘৃণা করা
উত্তরঃ ক

প্রশ্নঃ এপিকালচার বলতে বোঝায়?
ক. রেশমের চাষ
খ. মৌমাছির চাষ
গ. মৎস চাষ
ঘ. পাখী পালন
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘He is out for your blood’-বাক্যটির যথাযথ বাংলা অনুবাদ নিম্নের কোনটি?
ক. সে তোমার জন্যা রক্ত খুঁজছে
খ. সে তোমার রক্তের জন্য বেরিয়েছে
গ. তোমাকে আক্রমণ করতে কৃতসংকল্প
ঘ. কোনটিই না
উত্তরঃ গ

প্রশ্নঃ নতুন সপ্তাশ্চর্য ‘মাচুপিচ্চু’ কোন সভ্যতার নিদর্শন?
ক. ইনকা
খ. আজটেক
গ. মায়া
ঘ. ব্যবিলন
উত্তরঃ ক

প্রশ্নঃ ২০১৭ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে কতজন?
ক. ২০ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
খ. ১৮ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
গ. ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
ঘ. ১৭ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
উত্তরঃ গ
প্রশ্নঃ সারাংশের মূল উদ্দেশ্য কী?
ক. অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা
খ. ভাবের অংশ প্রকাশ করা
গ. বাইরের ভাব বিশ্লেষন করা
ঘ. অন্যভাব ফুটিয়ে তোলা
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটির অভাবে চিঠি লেখার উদ্দেশ্য ব্যর্থ হয়?
ক. প্রেরকের ঠিকানা
খ. প্রাপকের ঠিকানা
গ. পত্রগর্ভ
ঘ. স্বাক্ষর ও তারিখ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘Quarterly’ শব্দের অর্থ কী?
ক. সাপ্তাহিক
খ. পাক্ষিক
গ. ষান্মাসিক
ঘ. ত্রৈমাসিক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স নিম্নের কত বছর
ক. ৪৫
খ. ২৫
গ. ৩৫
ঘ. কোনটিই না
উত্তরঃ খ

প্রশ্নঃ সাউথ কমিশনের চেয়ারম্যান–
ক. জেনারেল সুহার্তো
খ. রবার্ট মুগাবে
গ. জুলিয়াস নায়ারে
ঘ. ফিডেল ক্যাস্ট্রো
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘আমাদের সংগ্রাম চলবেই’ গানটির রচয়িতা কে?
ক. নজরুল ইসলাম বাবু
খ. চাষী নজরুল ইসলাম
গ. আবদুল গাফফার চৌধুরী
ঘ. সিকান্‌দার আবু জাফর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘বাংলা উচ্চারণ অভিধান’ -এর সম্পাদক কে ছিলেন?
ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ
খ. নরেন বিশ্বাস
গ. জামিল চৌধুরী
ঘ. সেলিনা হোসেন
উত্তরঃ খ

প্রশ্নঃ “বৈরাগ্য সাধনে —- সে আমার নয়।” শ্যূস্থান পূরণ করুন
ক. আনন্দ
খ. মুক্তি
গ. বিশ্বাস
ঘ. আশ্বাস
উত্তরঃ খ

প্রশ্নঃ উনিশ শতকে জন্ম নেয়া এমা মোরেনো কবে মৃত্যু বরণ করেন?
ক. ১৮ এপ্রিল ২০১৭
খ. ২০ এপ্রিল ২০১৭
গ. ১৫ এপ্রিল ২০১৭
ঘ. ২৫ এপ্রিল ২০১৭
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনল যারা’- এর গীতিকার কে?
ক. আবদুল গাফফার চৌধুরী
খ. নজরুল ইসলাম বাবু
গ. আলতাফ মাহমুদ
ঘ. গাজীউল হক
উত্তরঃ খ
প্রশ্নঃ পাঁচের দশকে পূর্ববাংলার সাহিত্যিকদের মধ্যে কাকে বিষয়ভিত্তিক কবি বলা যায়?
ক. আবু জাফর ওবায়দুল্লাহ
খ. সৈয়দ শামসুল হক
গ. হাসান হাফিজুর রহমান
ঘ. শামসুর রাহমান
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘দ্য লিবারেশন অব বাংলাদেশ’ এর রচয়িতা-
ক. রফিকুল ইসলাম
খ. মেজর জেনারেল সুখওয়ান্ত সিং
গ. রশীদ করিম
ঘ. কর্ণেল সিদ্দিক মালিক
উত্তরঃ খ

প্রশ্নঃ ইন্দোনেশিয়ার পর্যটন কেন্দ্র বালি দ্বীপে কোন তারিখে বোমা হামলায় ব্যাপক প্রাণহানীসহ একটি নাইট ক্লাব ধ্বংস হয়ে গেছে?
ক. ১০ অক্টোবর, ২০০২
খ. ১২ অক্টোবর, ২০০২
গ. ১০ নভেম্বর, ২০০২
ঘ. ১২ নভেম্বর, ২০০২
উত্তরঃ খ

প্রশ্নঃ সংবাদপত্রে প্রকাশের জন্য নিখোঁজ সংবাদ কোন ধরনের পত্র?
ক. বিজ্ঞপ্তি
খ. অভিযোগপত্র
গ. চুক্তিপত্র
ঘ. প্রতিবেদন
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘পাণিগ্রহণ’ কথাটি যা গ্রহণ থেকে এসেছে-
ক. মালা
খ. ফুল
গ. বীণা
ঘ. হাত
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোনটি অনুবাদ কাব্য?
ক. বুলবুলিস্তান
খ. মহাপৃথিবী
গ. রাখালী
ঘ. স্পেনবিজয়
উত্তরঃ খ

প্রশ্নঃ ২০১৭ সালে একুশে পদক লাভ করে কতজন?
ক. ১৫ জন
খ. ২০ জন
গ. ১৭ জন
ঘ. ১২ জন
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘শব্দমঞ্জুরী’ (বাঙ্গালা অভিধান) -এর সম্পাদক কে ছিলেন?
ক. প্রমথ চৌধুরী
খ. বঙ্কিমচন্দ্র
গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলা সাহিত্যের ‘দুঃখবাদী কবি’ কে?
ক. গোবিন্দচন্দ্র দাস
খ. যতীন্দ্রনাথ সেনগুপ্ত
গ. সুকান্ত ভট্টাচার্য
ঘ. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘সময় গেলে সাধন হবে না’ -গানটির রচয়িতা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. লালন শাহ
ঘ. ডি এল রায়
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!