বাংলাদেশ বিষয়াবলী-৮৬

প্রশ্নঃ বাংলাদেশর সংবিধানে সংবিধান সংশোধন সংক্রান্ত অনুচ্ছেদ—
ক. ১৪৫
খ. ১৪৭
গ. ১৪২
ঘ. ১৪৪
উত্তরঃ গ

প্রশ্নঃ সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধীকারী কে ?
ক. স্পিকার
খ. প্রধান বিচারপতি
গ. প্রধানমন্ত্রী
ঘ. রাষ্ট্রপতি
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘রাষ্ট্রের পছন্দকৃত জীবন পদ্ধতিই সংবিধান’ – উক্তিটি কে করেন ?
ক. প্লেটো
খ. এরিস্টটল
গ. কে,সি হোয়ার
ঘ. হবস
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলদেশ থেকে নির্বাচিত জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যের দ্বারা কি গঠিত হয়?
ক. মন্ত্রীপরিষদ
খ. গণপরিষদ
গ. আমলাপরিষদ
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার পদে প্রার্থী হওয়ার জন্য প্রার্থীর বয়স ন্যূন্যতম কত হওয়া দরকার?
ক. পঁচিশ বছর
খ. চল্লিশ বছর
গ. ত্রিশ বছর
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয় সংবিধানের কত নম্বর সংশোধনীর মাধ্যমে?
ক. ১০
খ. ১১
গ. ১২
ঘ. ১৩
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের সংবিধান—
ক. পরিবর্তনশীল
খ. অপরিবর্তনশীল
গ. দুষ্পরিবর্তনীয়
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশর সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে ?
ক. প্রথম
খ. দ্বিতীয়
গ. তৃতীয়
ঘ. চতুর্থ
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশ সংবিধানে বাঙালি জাতীয়তা বাংলাদেশী জাতীয়তা দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল যে সংশোধনীতে –
ক. তৃতীয়
খ. চতুর্থ
গ. পঞ্চম
ঘ. সপ্তম
উত্তরঃ গ

প্রশ্নঃ সংবিধানের কোন অনুচ্ছেদে সকল নাগরিকের আইনের আশ্রয় লাভের অধিকারের উল্লেখ রয়েছে?
ক. ২৭ নং অনুচ্ছেদ
খ. ৩১ নং অনুচ্ছেদ
গ. ৩২ নং অনুচ্ছেদ
ঘ. ৩৪ নং অনুচ্ছেদ
উত্তরঃ ক

প্রশ্নঃ সংবিধানের পঞ্চম সংশোধনী গৃহীত হয় –
ক. ১৯৭৭ সালে
খ. ১৯৭৮ সালে
গ. ১৯৭৯ সালে
ঘ. ১৯৮০ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশ গণপরিষদ আদেশ কার্যকর করা হয়—
ক. ২৬ মার্চ ১৯৭২
খ. ১০ জানুয়ারি ১৯৭২
গ. ২৬ মার্চ ১৯৭১
ঘ. ৩০ এপ্রিল ১৯৭১
উত্তরঃ গ

প্রশ্নঃ চিন্তা ও বিবেকের স্বাধীনতার বিষয়টি আমাদের সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত ?
ক. ২৭
খ. ৩০
গ. ৩৯
ঘ. ৪০
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের সংবিধান দুস্পরিবর্তনীয় কেন?
ক. পরিবর্তন সহজ নয় বলে
খ. পরিবর্তনে দক্ষতার অভাব
গ. লিখিত আকারে লিপিবদ্ধ বলে
ঘ. নাতিদীর্ঘ বলে
উত্তরঃ ক

প্রশ্নঃ সংবিধানের কোন অনুচ্ছেদে ‘চলাফেরার স্বাধীনতা’ উল্লেখ রয়েছে ?
ক. ৩৬ নং অনুচ্ছেদ
খ. ৩০ নং অনুচ্ছেদ
গ. ৩৭ নং অনুচ্ছেদ
ঘ. ৩১ নং অনুচ্ছেদ
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর দ্বারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গৃহীত হয়?
ক. পঞ্চম
খ. নবম
গ. দ্বাদশ
ঘ. ত্রয়োদশ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের কোন ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত?
ক. ১৬ বছর
খ. ১৮ বছর
গ. ২০ বছর
ঘ. ২১ বছর
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশে জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে?
ক. ৫৭ জন
খ. ৬০ জন
গ. ৬২ জন
ঘ. ৬৫ জন
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের সংবিধান কটি ভাষায় রচিত?
ক. একটি
খ. দুটি
গ. তিনটি
ঘ. চারটি
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশ সরকারী কর্মকমিশনের বিষয়াদি সংবিধানের কোন ভাগে সন্নিবেশিত হয়েছে ?
ক. নবম ভাগে
খ. দ্বিতীয় ভাগে
গ. পঞ্চম ভাগে
ঘ. অষ্টম ভাগে
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের সংবিধানে যে এক কক্ষবিশিষ্ট আইনসভার ব্যবস্থা করা হয়েছে, তার নাম কি ?
ক. দুর্নীতি দমন কমিশন
খ. জাতীয় সংসদ
গ. নির্বাচন কমিশন
ঘ. সুপ্রীম কোর্ট
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশর সংবিধান গ্রন্থের লিপিকার কে ?
ক. শিল্পী কামরুল হাসান
খ. শিল্পী আব্দুর রউফ
গ. আনোয়ারুল হক
ঘ. শফিউদ্দিন আহমদ
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদেরকে মনোনীত করেন –
ক. প্রধানমন্ত্রী
খ. রাষ্ট্রপতি
গ. মন্ত্রীপরিষদ
ঘ. জাতীয় সংসদ
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পীকার কে ছিলেন?
ক. শাহ্‌ আবদুল হামিদ
খ. সৈয়দ নজরুল ইসলাম
গ. জনাব মোহাম্মদ উল্লাহ
ঘ. জনাব তাজউদ্দিন
উত্তরঃ ক

প্রশ্নঃ সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান আছে ?
ক. ৮০
খ. ৯৩
গ. ১৪২
ঘ. ১৫০
উত্তরঃ গ

সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশের সম্পদ (শিল্প,কৃষি,মৎস্য,পানি,খনিজ ও গ্যাস সম্পদ):

প্রশ্নঃ দেশের সর্ববৃহৎ চুনাপাথর খনির সন্ধান পাওয়া যায় কোথায়?
ক. কয়রা, খুলনা
খ. বদলগাছি, নওগাঁ
গ. দশমিনা, পটুয়াখালী
ঘ. নলছীটি, ঝালকাঠি
উত্তরঃ খ

প্রশ্নঃ বর্তমানে (২০১৬) ফল উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
ক. চাঁপাই নবাবগঞ্জ
খ. ময়মনসিংহ
গ. বরিশাল
ঘ. রাজশাহী
উত্তরঃ গ

প্রশ্নঃ সুন্দরবনের মোট আয়তন কত?
ক. ৫১২৫ বর্গ কি.মি.
খ. ৪২২৮ বর্গ কি.মি.
গ. ৬০১৭ বর্গ কি.মি.
ঘ. ৫৫৭৫ বর্গ কি.মি.
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!