বাংলাদেশ বিষয়াবলী-৫৯

প্রশ্নঃ জাতীয় সংসদে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট বিল, ২০১৭ পাস হয় কবে?
ক. ১৫ জুলাই, ২০১৭
খ. ১৮ জুলাই, ২০১৭
গ. ১০ জুলাই, ২০১৭
ঘ. ১২ জুলাই, ২০১৭
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশে স্থানীয় শাসন অর্ডিন্যান্স জারি হয় –
ক. ১৯৭৪ সালে
খ. ১৯৭৬ সালে
গ. ১৯৭৮ সালে
ঘ. ১৯৮০ সালে
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বাংলাদেশ বর্তমানে স্থানীয় সরকার ব্যবস্থা কয় স্তর বিশিষ্ট–
ক. দুই
খ. এক
গ. তিন
ঘ. চার
উত্তরঃ গ

প্রশ্নঃ ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন কোন ক্ষেত্রে বেশী অবদান রাখছে?
ক. নারী কল্যাণ
খ. শিশু কল্যাণ
গ. বৈবাহিক সংস্কার
ঘ. পূর্বের তিন ক্ষেত্রেই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পাট বিল ২০১৭ জাতীয় সংসদে পাস হয় কবে?
ক. ১৪ ফেব্রুয়ারি ২০১৭
খ. ১৫ ফেব্রুয়ারি ২০১৭
গ. ৮ ফেব্রুয়ারি ২০১৭
ঘ. ৩০ জানুয়ারি ২০১৭
উত্তরঃ ক

প্রশ্নঃ মন্ত্রীসভায় বর্তমানে (২০১৫) উপমন্ত্রী রয়েছেন কতজন?
ক. ১
খ. ৬
গ. ২
ঘ. ৪
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের দণ্ডবিধি প্রণীত হয় –
ক. ১৮৭০ সালে
খ. ১৮৬০ সালে
গ. ১৯৮০ সালে
ঘ. ২০০৬ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়?
ক. ১২ সেপ্টেম্বর ২০১৭
খ. ১৮ আগস্ট ২০১৭
গ. ১৫ সেপ্টেম্বর ২০১৭
ঘ. ১০ সেপ্টেম্বর ২০১৭
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বিল ২০১৭ জাতীয় সংসদে পাস হয় কবে?
ক. ৮ মে ২০১৭
খ. ৫ মে ২০১৭
গ. ৯ মে ২০১৭
ঘ. ৭ মে ২০১৭
উত্তরঃ ক

প্রশ্নঃ মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ কার্যকর হবে কবে?
ক. ২৫ জুন ২০১৭
খ. ১ জুলাই ২০১৭
গ. ৩১ মে ২০১৭
ঘ. ৩০ এপ্রিল ২০১৭
উত্তরঃ খ

প্রশ্নঃ জাতীয় সংসদে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল ২০১৭ পাস হয় কবে?
ক. ২১ নভেম্বর ২০১৭
খ. ২০ নভেম্বর ২০১৭
গ. ১৫ সেপ্টেম্বর ২০১৭
ঘ. ১৩ নভেম্বর ২০১৭
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশ জীববৈচিত্র বিল ২০১৭ জাতীয় সংসদে পাস হয় কবে?
ক. ১০ ফেব্রুয়ারি ২০১৭
খ. ১৫ ফেব্রুয়ারি ২০১৭
গ. ৩১ জানুয়ারি ২০১৭
ঘ. ৩০ জানুয়ারি ২০১৭
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশে শিশু আইন প্রণীত হয় –
ক. ১৯৭৪ সনে
খ. ১৯৭৬ সনে
গ. ১৯৭৮ সনে
ঘ. ১৯৮০ সনে
উত্তরঃ ক

প্রশ্নঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স-
ক. ২৫ বছর
খ. ৪০ বছর
গ. ৪৫ বছর
ঘ. ৩৫ বছর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ তাজউদ্দিন আহমদ প্রধানমন্ত্রীর পদত্যাগ করেন কার নির্দেশে?
ক. কর্নেল ওসমানী
খ. মেজর জিয়া
গ. মেজর শফিউল্লাহ
ঘ. শেখ মুজিব
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ জাতীয় সংসদে পাস হয় কবে?
ক. ২৫ নভেম্বর ২০১২
খ. ২৭ নভেম্বর ২০১২
গ. ২২ নভেম্বর ২০১২
ঘ. ৩০ নভেম্বর ২০১২
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের আইন অনুযায়ী নারী ও পুরুষের বিয়ের সর্বনিম্ন বয়স কত?
ক. ১৮ ও ২১
খ. ১৮ ও ২০
গ. ১৮ ও ১৮
ঘ. ১৮ ও ২৫
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশে ধূমপান বিরোধী আইন সর্বোচ্চ কত টাকার অর্থদন্ডের বিধান রয়েছে ?
ক. ১০
খ. ৫০
গ. ১০০
ঘ. ২০০
ঙ. ৫০০
উত্তরঃ খ

প্রশ্নঃ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট আইন, ২০১৬ কার্যকর হয় কবে?
ক. ৫ এপ্রিল ২০১৬
খ. ৫ মে ২০১৬
গ. ২ মে ২০১৬
ঘ. ৬ মে ২০১৬
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০ তম আসন কোনটি ?
ক. নেত্রকোণা
খ. ঝিনাইদহ
গ. নীলফামারী
ঘ. বান্দরবান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশে ৭ম জাতীয় সংসদের বিলুপ্তি ঘটে ২০০১ -এর জুলাই মাসের কত তারিখে ?
ক. ১০
খ. ১১
গ. ১২
ঘ. ১৩
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট বিল ২০১৬ জাতীয় সংসদে পাস হয় কবে?
ক. ৬ ডিসেম্বর ২০১৬
খ. ৮ ডিসেম্বর ২০১৬
গ. ৪ ডিসেম্বর ২০১৬
ঘ. ১০ ডিসেম্বর ২০১৬
উত্তরঃ ক

প্রশ্নঃ NILG এর পূর্ণরূপ-
ক. National Information Legal Guide
খ. National Institute of Local Government
গ. National Identity Licence Guide
ঘ. National Industrial League Group
উত্তরঃ খ

প্রশ্নঃ জাতীয় সংসদে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ বিল, ২০১৭ পাস হয় কবে?
ক. ১৫ জুলাই, ২০১৭
খ. ১০ জুলাই, ২০১৭
গ. ১১ জুলাই, ২০১৭
ঘ. ১২ জুলাই, ২০১৭
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল বিল ২০১৭ জাতীয় সংসদে পাশ হয় কবে?
ক. ১০ মার্চ ২০১৭
খ. ৮ মার্চ ২০১৭
গ. ৪ মার্চ ২০১৭
ঘ. ৭ মার্চ ২০১৭
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশে প্রথম উপজেলা নির্বাচন হয় কোন সনে?
ক. ১৯৮৩
খ. ১৯৮৪
গ. ১৯৮৫
ঘ. ১৯৮৬
উত্তরঃ গ

প্রশ্নঃ জাতীয় সংসদের প্রতীক কি?
ক. পাট
খ. মসজিদ
গ. ধানের শীষ
ঘ. নৌকা
ঙ. শাপলা ফুল
উত্তরঃ ঙ

প্রশ্নঃ কোন বিদেশী রাষ্ট্রপ্রধান প্রথম বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন ?
ক. পন্ডিত জওহরলাল নেহেরু
খ. মার্শাল জোসেফ টিটো
গ. লালবাহাদুর শাস্ত্রী
ঘ. রিচার্ড নিক্সন
ঙ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা–
ক. একদলীয়
খ. দ্বিদলীয়
গ. বহুদলীয়
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ জাতীয় সংসদে কবে ২৫ মার্চ গণহত্যা দিবস হিসেবে গৃহীত হয়?
ক. ১১ মার্চ ২০১৭
খ. ৮ মার্চ ২০১৭
গ. ৪ মার্চ ২০১৭
ঘ. ৭ মার্চ ২০১৭
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!