বাংলাদেশ বিষয়াবলী-৫৮

প্রশ্নঃ অনলাইনে ইস্যুকৃত৯ ডিজিটের নিবন্ধন নম্বর বা ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা (BIN) কর্যকর হবে কবে থেকে?
ক. ২৫ জুন ২০১৭
খ. ১ জুলাই ২০১৭
গ. ৩১ মে ২০১৭
ঘ. ৩০ এপ্রিল ২০১৭
উত্তরঃ খ

প্রশ্নঃ বর্তমানে (২০১৫) মন্ত্রীসভার সদস্য কতজন?
ক. ৫৫
খ. ৪৮
গ. ৫৩
ঘ. ৪৫
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বাংলাদেশের ফৌজদারী কার্যবিধি প্রণীত হয় –
ক. ১৯৯০ সালে
খ. ১৮৯৮ সালে
গ. ১৯৪৭ সালে
ঘ. ১৭৭৩ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ তৎকালীন পূর্ব বাংলার আইনসভা অবস্থিত ছিল ?
ক. শেরে বাংলা নগরে
খ. জগন্নাথ হলে
গ. তেজগাঁয়ে
ঘ. জগন্নাথ কলেজে
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের বর্তমান জাতীয় সংসদ হলো –
ক. ৭ম
খ. ৬ষ্ঠ
গ. ৮ম
ঘ. ৯ম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা নিবন্ধীকরণ ও নিয়ন্ত্রণ আইন পাস হয় কবে?
ক. ১৯৪৮ সালে
খ. ১৯৫২ সালে
গ. ১৯৫৮ সালে
ঘ. ১৯৬১ সালে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা-
ক. ২৬
খ. ২৭
গ. ২৮
ঘ. ৩১
উত্তরঃ ক

প্রশ্নঃ যৌতুক নিরোধ আইন প্রণয়ন করা হয় কত সালে?
ক. ১৯৮০
খ. ১৯৬১
গ. ১৯৫৫
ঘ. ১৯৪৮
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিল ২০১৭ জাতীয় সংসদে পাস হয় কবে?
ক. ৫ মে ২০১৭
খ. ৩ মে ২০১৭
গ. ৪ মে ২০১৭
ঘ. ৬ মে ২০১৭
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের প্রথম নির্বাচন কোন সালে অনুষ্ঠিত হয় ?
ক. ১৯৭১
খ. ১৯৭২
গ. ১৯৭৩
ঘ. ১৯১৭
উত্তরঃ গ

প্রশ্নঃ প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের শপথ বাক্য পাঠ করান কে?
ক. আপিল বিভাগের বিচারপতি
খ. প্রধান বিচারপতি
গ. প্রধান মন্ত্রী
ঘ. রাষ্ট্রপতি
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন ১৯৯১ সালের কত তারিখে অনুষ্ঠিত হয়?
ক. ১৬ ফেব্রুয়ারী
খ. ২৭ ফেব্রুয়ারী
গ. ২ মার্চ
ঘ. ৪ মার্চ
উত্তরঃ খ

প্রশ্নঃ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয় সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী–
ক. ২১(২)
খ. ৭৪(১)
গ. ২৮(২)খ
ঘ. ৭৮(১)
উত্তরঃ খ

প্রশ্নঃ জাতীয় সংসদে কাউন্টিং ভোট কি?
ক. সংসদ নেতার ভোট
খ. হুইপের ভোট
গ. স্পীকারের ভোট
ঘ. রাষ্ট্রপতির ভোট
উত্তরঃ গ

প্রশ্নঃ বর্তমানে প্রচলিত কোম্পানি অ্যাক্ট আইন কোন সালে প্রণীত হয় ?
ক. ১৯১৩
খ. ১৮৮১
গ. ১৯৩২
ঘ. ১৯৯১
ঙ. ১৯৯৪
উত্তরঃ ঙ

প্রশ্নঃ বর্তমানে (২০১৬) রাষ্ট্রপতির বেতন কত?
ক. ১ লাখ ১৫ হাজার টাকা
খ. ১ লাখ ২৫ হাজার টাকা
গ. ১ লাখ ২০ হাজার টাকা
ঘ. ১ লাখ ১০ হাজার টাকা
উত্তরঃ গ

প্রশ্নঃ দেশের কোন এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে-
ক. সংশ্লিষ্ট দলীয় কর্তৃপক্ষের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
খ. কোনক্রমেই প্রার্থী হতে পারবেন না
গ. আইন মন্ত্রণালয়ের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
ঘ. নির্বাচন কমিশনের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
উত্তরঃ খ

প্রশ্নঃ জাতীয় সংসদে ‘স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল বিল ২০১৭’ পাস হয় কবে?
ক. ২৫ মে ২০১৭
খ. ১০ জুলাই ২০১৭
গ. ১১ সেপ্টেম্বর ২০১৭
ঘ. ১৪ সেপ্টেম্বর ২০১৭
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় সংসদে সর্বপ্রথম কোন বিদেশী রাষ্ট্রপ্রধান ভাষণ প্রদান করেন ?
ক. ভারতীয় রাষ্ট্রপ্রধান
খ. যুগোশ্লাভিয়ার রাষ্ট্রপ্রধান
গ. শ্রীলংকার রাষ্ট্রপ্রধান
ঘ. মালদ্বীপের রাষ্ট্রপ্রধান
উত্তরঃ খ

প্রশ্নঃ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৬ জাতীয় সংসদে পাস হয় কবে?
ক. ১০ মে ২০১৬
খ. ৮ মে ২০১৬
গ. ৫ মে ২০১৬
ঘ. ৩ মে ২০১৬
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশে প্রথম গণভোট অনুষ্ঠিত হয় কোন সালে –
ক. ১৯৭৬
খ. ১৯৭৭
গ. ১৯৭৮
ঘ. ১৯৭৯
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আইন, ২০১৫’ জাতীয় সংসদে পাস হয় কবে?
ক. ১০ সেপ্টেম্বর ২০১৫
খ. ১২ সেপ্টেম্বর ২০১৫
গ. ৮ সেপ্টেম্বর ২০১৫
ঘ. ৭ সেপ্টেম্বর ২০১৫
উত্তরঃ গ

প্রশ্নঃ চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৬ জাতীয় সংসদে পাস হয় কবে?
ক. ১০ মে ২০১৬
খ. ৮ মে ২০১৬
গ. ৫ মে ২০১৬
ঘ. ৩ মে ২০১৬
উত্তরঃ ঘ

প্রশ্নঃ জনগণের সরাসরি ভোটে বাংলাদেশে প্রথম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে ?
ক. ১৯৭৩ সালে
খ. ১৯৭৮ সালে
গ. ১৯৭১ সালে
ঘ. ১৯৮২ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ অষ্টম জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোন মাসের কত তারিখে?
ক. ১০ অক্টোবর, ২০০১
খ. ২৮ অক্টোবর, ২০০১
গ. ১ নভেম্বর, ২০০১
ঘ. ১৫ নভেম্বর, ২০০১
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশে কোম্পানি অ্যাক্ট সংশোধিত হয় – (In Bangladesh, the Companies Act was amended in -)
ক. 1913
খ. 1986
গ. 1992
ঘ. 1995
ঙ. 1994
উত্তরঃ ঙ

প্রশ্নঃ বাংলাদেশের সর্বশেষ ভূমি অর্ডিন্যান্স কোন সালে করা হয় ?
ক. ১৯৮০
খ. ১৯৮৪
গ. ১৯৮৬
ঘ. ১৯৯০
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশে ‘বিশেষ ক্ষমতা আইন’ কত সালে প্রণীত হয়েছিল?
ক. ১৯৭২
খ. ১৯৭৪
গ. ১৯৭৫
ঘ. ১৯৭৭
উত্তরঃ খ

প্রশ্নঃ জাতীয় সংসদে বেসামরিক বিমান চলাচল বিল, ২০১৭ পাস হয় কবে?
ক. ১৫ জুলাই, ২০১৭
খ. ১৮ জুলাই, ২০১৭
গ. ১১ জুলাই, ২০১৭
ঘ. ১২ জুলাই, ২০১৭
উত্তরঃ গ

প্রশ্নঃ জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? (Who is the architect of the Parliament building of Bangladesh?)
ক. John Homes
খ. Louis I Kahn
গ. Frank Loyed wright
ঘ. Shomen Saha
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!