বাংলাদেশ বিষয়াবলী-৫৪

প্রশ্নঃ রোকেয়া দিবস কোন তারিখে পালিত হয়?
ক. ৯ ডিসেম্বর
খ. ১০ জানুয়ারি
গ. ১৫ ফেব্রুয়ারি
ঘ. ১০ এপ্রিল
উত্তরঃ ক

প্রশ্নঃ নীলফামারীতে অবস্থিত ‘নীলসাগর’ এর পূর্ব নাম কি?
ক. রাম সাগর
খ. বিন্নাদীঘি
গ. আলতাদীঘি
ঘ. দিবর দীঘি
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বঙ্গভঙ্গ রদের সময় ভারতের গভর্নর ছিলেন–
ক. স্যার ফ্রেডারিক চামারস বোর্ন
খ. লর্ড হার্ডিঞ্জ
গ. লর্ড কর্ন ওয়ালিস
ঘ. লর্ড কার্জন
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের বিজয় দিবস পালিত হয় কোন তারিখ?(On which date we observe the Victory Day of Bangladesh?)
ক. 7 th March
খ. 26 th March
গ. 16 th December
ঘ. 21 st February
উত্তরঃ গ

প্রশ্নঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রথম বছরে কয়টি দেশ পালন করেছে ?
ক. ১৭৬
খ. ১৭৮
গ. ১৮৮
ঘ. ১৯০
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় –
ক. কলকাতায়
খ. চট্টগ্রামের পতেঙ্গায়
গ. কুর্মিটোলা ক্যান্টনমেন্টে
ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ভৌগলিক নির্দেশক পণ্য হিসেবে ইলিশের নিবন্ধন পায় কোন সংস্থা?
ক. বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (BFRI)
খ. মৎস্য অধিদপ্তর (DOF)
গ. বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (BLRI)
ঘ. বাংলাদেশ মৎস উন্নয়ন কর্পোরেশন (BFDC)
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের প্রথম নারী বন্যপ্রাণীবিদের নাম কি?
ক. ড. কামরুন্নেসা হাসান
খ. ড. নুরজাহান সরকার
গ. ড. নীলিমা ইব্রাহিম
ঘ. ড. সেতারা খানম
উত্তরঃ খ

প্রশ্নঃ বঙ্গ ও গৌড় নামে দুটি স্বাধীন জনপদের জন্ম হয়–
ক. সপ্তম শতকে
খ. চতুর্থ শতকে
গ. ষষ্ঠ শতকে
ঘ. তৃতীয় শতকে
উত্তরঃ গ

প্রশ্নঃ কত তারিখে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর সাধারণ পরিষদের সম্মেলন থেকে ‘একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষার দিবস ঘোষণা করা হয়?
ক. ১৯৯৯ সালের ১৭ নভেম্বর
খ. ২০০০ সালের ১৭ নভেম্বর
গ. ১৯৯৯ সালের ১৯ নভেম্বর
ঘ. ১৯৯৯ সালের ২১ নভেম্বর
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলায় মারাঠী বা বর্গী দমনে সবচেয়ে কার অবদান বেশি?
ক. মুর্শিদকুলী খানের
খ. ঈশা খাঁর
গ. আলীবর্দী খানের
ঘ. আলাউদ্দিন হুসেন শাহের
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলার মুসলমান রাজ্য সর্বাধিক বিস্তার লাভ করে কার শাসন আমলে–
ক. মুর্শিদকুলী খানের
খ. সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের
গ. আলীবর্দী খানের
ঘ. আলাউদ্দিন হুসেন শাহের
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘বাংলা’ শব্দের প্রথম উল্লেখ করা হয় কোন গ্রন্থে–
ক. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
খ. বাঙালি ও বাঙলা সাহিত্য
গ. আইন-ই-আকবরী
ঘ. আলাওলের তোহফা
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের নিয়োগ দেন কে?
ক. প্রধানমত্রী
খ. প্রধান বিচারপতি
গ. রাষ্ট্রপতি
ঘ. স্পীকার
উত্তরঃ গ

প্রশ্নঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (DSCC)-এর বর্তমান (২০১৭) ওয়ার্ড সংখ্যা কতটি?
ক. ৫৭টি
খ. ৬৭টি
গ. ৭৫টি
ঘ. ৭৩টি
উত্তরঃ গ

প্রশ্নঃ সুলতানা রাজিয়া কোন সালে দিল্লির সিংহাসনে আরোহন করেন–
ক. ১২২০
খ. ১২৩০
গ. ১২৩৬
ঘ. ১২৪০
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক কে ?
ক. ড.কুদরত-ই-খুদা
খ. ড.মুহাম্মদ শহীদুল্লাহ
গ. সৈয়দ শামসুল হক
ঘ. সৈয়দ আলী আহসান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী আব্দুল জাব্বার কবে মৃত্যু বরণ করেন?
ক. ২৫ আগস্ট ২০১৭
খ. ২৮ আগস্ট ২০১৭
গ. ৩০ আগস্ট ২০১৭
ঘ. ৩ সেপ্টেম্বর ২০১৭
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন দিনটিকে ‘মুক্তিযোদ্ধা দিবস’ ঘোষণা করা হয়েছে ?
ক. ৭ মার্চ
খ. ২৬ মার্চ
গ. ২৪ নভেম্বর
ঘ. ১ ডিসেম্বর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ২০ আগস্ট ২০১৭ নদী নিয়ে বাংলাদেশের প্রথম গবেষণাকেন্দ্র চালু হয় কোন বিশ্ববিদ্যালয়ে?
ক. বরিশাল বিশ্ববিদ্যালয়
খ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
গ. রাজশাহী বিশ্ববিদ্যালয়
ঘ. খুলনা বিশ্ববিদ্যালয়
উত্তরঃ খ

প্রশ্নঃ শেখ হাসিনা পানি শোধনাগার কোথায় অবস্থিত?
ক. সীতাকুণ্ড, চট্টগ্রাম
খ. হাটহাজারী, চট্টগ্রাম
গ. রাঙ্গুনিয়া, চট্টগ্রাম
ঘ. পাহাড়তলী, চট্টগ্রাম
উত্তরঃ গ

প্রশ্নঃ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (FRC) প্রতিষ্ঠা হয় কবে?
ক. ১৫ জুলাই, ২০১৭
খ. ৬ জুলাই, ২০১৭
গ. ১০ মে, ২০১৭
ঘ. ১৯ এপ্রিল, ২০১৭
উত্তরঃ ঘ

প্রশ্নঃ জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?(Who was the architect of Jatiya Smriti shoudho?)
ক. লুই আই কান (Lui I kahn)
খ. এফ.আর.খান (F.R. Khan)
গ. নিতুন কুণ্ডু (Nitun Kundu)
ঘ. মাইনুল হোসেন (Moinul Hossain)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়?
ক. প্রথম ১০টি
খ. প্রথম ৪টি
গ. প্রথম ৬টি
ঘ. প্রথম ৫টি
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় পতাকার সাথে মিল আছে কোন দেশের পতাকা?
ক. ভারত
খ. মিশর
গ. জাপান
ঘ. থাইল্যান্ড
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশেষ আইনে প্রতিষ্ঠিত কোন ব্যাংকটি তফসিলি বা বাণিজ্যিক ব্যাংকে রূপান্তর হতে যাচ্ছে?
ক. বাংলাদেশ সমবায় ব্যাংক
খ. প্রবাসী কল্যাণ ব্যাংক
গ. কর্মসংস্থান ব্যাংক
ঘ. পল্লী সঞ্চয় ব্যাংক
উত্তরঃ খ

প্রশ্নঃ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত?
ক. ২৩ কিলো মিটার
খ. ২২ কিলো মিটার
গ. ২৪ কিলো মিটার
ঘ. ২০ কিলো মিটার
উত্তরঃ গ

প্রশ্নঃ দেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্পের নাম কি?
ক. হাতির ঝিল প্রকল্প
খ. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প
গ. মেট্রোরেল প্রকল্প
ঘ. উপরের কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ ৫ সেপ্টেম্বর ২০১৫ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান কে?
ক. ফরিদ আহমেদ ভূঞা
খ. ড. এম গোলাম রহমান
গ. খন্দকার রাকিবুল রহমান
ঘ. ইকবাল মাহমুদ
উত্তরঃ খ

প্রশ্নঃ ১৬ আগস্ট ২০১৫ নতুন যে ২টি নদীবন্দর ঘোষণা করা হয়–
ক. ফরিদপুর ও বরিশাল
খ. ঘোড়াশাল ও ফরিদপুর
গ. ঘোড়াশাল ও পটুয়াখালী
ঘ. বরিশাল ও পটুয়াখালী
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!