বাংলাদেশ বিষয়াবলী-৫৩

প্রশ্নঃ বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হয় কবে?
ক. ৭ জুন ২০১৭
খ. ৩ জুন ২০১৭
গ. ৫ জুন ২০১৭
ঘ. ৪ জুন ২০১৭
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রোয়াইলবাড়ি দূর্গ কোথায় অবস্থিত?
ক. ছাগলনাইয়া, ফেনী
খ. চরফ্যাশন, ভোলা
গ. কেন্দুয়া, নেত্রকোনা
ঘ. ফুলবাড়ি, দিনাজপুর
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ জাতীয় মানব পাচার দমন সংস্থা গঠন করা হয় কবে?
ক. ১৫ জুলাই, ২০১৭
খ. ৬ জুলাই, ২০১৭
গ. ১০ জুন, ২০১৭
ঘ. ৬ জুন, ২০১৭
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় পাখি –
ক. ময়না
খ. কাক
গ. শালিক
ঘ. দোয়েল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা নায়করাজ রাজ্জাক কবে মৃত্যুবরণ করেন?
ক. ১৯ আগস্ট ২০১৭
খ. ১৮ আগস্ট ২০১৭
গ. ২১ আগস্ট ২০১৭
ঘ. ২২ আগস্ট ২০১৭
উত্তরঃ গ

প্রশ্নঃ জাতীয় কন্যা শিশু দিবস বাংলাদেশে কবে পালিত হয় ?
ক. ১ সেপ্টেম্বর
খ. ১৫ সেপ্টেম্বর
গ. ৩০ সেপ্টেম্বর
ঘ. ৩১ সেপ্টেম্বর
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে? (When was the flag of Bangladesh hoisted for first time?)
ক. March 7, 1971
খ. March 2, 1971
গ. March 26, 1971
ঘ. April 17, 1971
ঙ. December 16, 1971
উত্তরঃ খ

প্রশ্নঃ গৌড়ের স্বাধীন নরপতি ছিলেন–
ক. ধর্মপাল
খ. শশাঙ্ক
গ. হর্ষবর্ধন
ঘ. গোপাল
উত্তরঃ খ

প্রশ্নঃ জাতীয় স্মৃতিসৌধে ফলকের সংখ্যা –
ক. ৩টি
খ. ৫টি
গ. ৭টি
ঘ. ৯টি
উত্তরঃ গ

প্রশ্নঃ ২০ মার্চ ২০১৭ বাংলাদেশ ব্যাংক কোন ব্যাংককে পেপালের (PayPal) কার্যক্রম পরিচালনার অনুমোদন দেয়?
ক. রূপালী ব্যাংক লিমিটেড
খ. অগ্রণী ব্যাংক লিমিটেড
গ. জনতা ব্যাংক লিমিটেড
ঘ. সোনালী ব্যাংক লিমিটেড
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় পতাকার রং কি ?
ক. গাঢ় সবুজের মধ্যে লাল
খ. গাঢ় লালের মধ্যে সবুজ বৃত্ত
গ. গাঢ় সবুজের মধ্যে নীল বৃত্ত
ঘ. গাঢ় সবুজের মধ্যে হলুদ বৃত্ত
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘আমার সোনার বাংলা’ গানটির সুরকার –
ক. দেবাশীষ রায়
খ. কাজী নজরুল ইসলাম
গ. ইমতিয়াজ বুলবুল
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বর্তমানে (২০১৫) বাংলাদেশ ও ভারতের মধ্যে অমীমাংসিত সীমানা কত?
ক. ১.৫ কিমি
খ. ২.৫ কিমি
গ. ২ কিমি
ঘ. ৩.৫ কিমি
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা কোন দেশের দ্বিতীয় সরকারী ভাষা ?
ক. নাইজেরিয়া
খ. উগান্ডা
গ. সিয়েরা লিওন
ঘ. জায়ারে
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার বা মূল রূপকার কে? (Who is the designer of the National Flag of Bangladesh?)
ক. Jainul Abedin(জয়নুল আবেদীন)
খ. Kamrul Hasan(কামরুল হাসান)
গ. Hamidur Rahman(হামিদুর রহমান)
ঘ. Hashem Khan(হাসেম খান)
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা ভাষা প্রচলন আইন জারি হয় –
ক. ১৯৫২ সালে
খ. ২০০২ সালে
গ. ১৯৮৭ সালে
ঘ. ১৯৯১ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? (National Day of Bangladesh is -)
ক. 16 December
খ. 26 March
গ. 21 February
ঘ. 7 March
ঙ. 15 August
উত্তরঃ খ

প্রশ্নঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ‘আহমেদ শরীফ অধ্যাপক চেয়ার’ পদে প্রথম নিয়োগ পান কে?
ক. অধ্যাপক ড. আনিসুজ্জামান
খ. ড. সন্‌জীদা খাতুন
গ. অধ্যাপক শামসুজ্জামান খান
ঘ. সেলিনা হোসেন
উত্তরঃ খ

প্রশ্নঃ IUCN- এর জরিপ অনুযায়ী, বর্তমানে (২০১৫) দেশে হাতির সংখ্যা কতটি?
ক. ১৫০ টি
খ. ১৭৫ টি
গ. ২০০ টি
ঘ. ২৫০ টি
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের প্রবীন রাজনীতিবীদ প্রথম সংবিধান প্রণয়ন এর সদস্য আওয়ামী লীগ নেতা জনাব সুরিরঞ্জিত সেন গুপ্ত কবে মারা যান?
ক. ৩ ফেব্রুয়ারি ২০১৭
খ. ৪ ফেব্রুয়ারি ২০১৭
গ. ৫ ফেব্রুয়ারি ২০১৭
ঘ. ৭ ফেব্রুয়ারি ২০১৭
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি মূল কবিতার কোন অংশ ?
ক. প্রথম ১০টি চরণ
খ. শেষ ১২ টি চরণ
গ. প্রথম ১২টি চরণ
ঘ. শেষ ১০টি চরণ
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি স্থানীয় সরকার নয়?
ক. পেীরসভা
খ. সিটি কর্পোরেশন
গ. পল্লী বিদ্যুৎ
ঘ. উপজেলা পরিষদ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক’ কোথায় অবস্থিত?
ক. কুমিল্লা
খ. সিলেট
গ. যশোর
ঘ. ঢাকা
উত্তরঃ গ

প্রশ্নঃ ২৫ আগস্ট ২০১৫ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান কে?
ক. ফরিদ আহমেদ ভূঞা
খ. ড. এম গোলাম রহমান
গ. খন্দকার রাকিবুল রহমান
ঘ. ইকবাল মাহমুদ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন তারিখে বাংলাদেশের জাতীয় পতাকা সরকারীভাবে গৃহীত হয়?
ক. ১৭ জানুয়ারি, ১৯৭২
খ. ১৬ ডিসেম্বর, ১৯৭১
গ. ২৬ মার্চ, ১৯৭১
ঘ. ১৭ এপ্রিল, ১৯৭১
উত্তরঃ ক

প্রশ্নঃ বাঘ গণনা জরিপ ২০১৫ অনুযায়ী, সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা কতটি?
ক. ১২০ টি
খ. ১১০ টি
গ. ১০৬ টি
ঘ. ১১৫ টি
উত্তরঃ গ

প্রশ্নঃ ২৮ জুন ২০১৭ কোন বাংলাদেশি Academy of Motion Picture Atrs and Sciences-এর সদস্য হন?
ক. নাফিস বিন জাফর
খ. হানিফ সংকেত
গ. আবদুল্লাহ আবু সায়ীদ
ঘ. গাজি রাকায়েত
উত্তরঃ ক

প্রশ্নঃ জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত?
ক. সাভার
খ. মিরপুর
গ. যাত্রাবাড়ী
ঘ. উত্তরা
উত্তরঃ ক

প্রশ্নঃ দেশব্যাপী চলমান ফিন্যান্সিয়াল লিটারেসি কর্মসূচীর শুভেচ্ছা দূত কে?
ক. মাশরাফি বিন মর্তুজা
খ. মুশফিকুর রহিম
গ. সাকিব আল হাসান
ঘ. তামিম ইকবাল
উত্তরঃ গ

প্রশ্নঃ জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত?
ক. ১৫০ ফুট
খ. ১৮০ ফুট
গ. ২১৬ ফুট
ঘ. ১৭২ ফুট
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!