বাংলাদেশের শিক্ষা তথ্য

বাংলাদেশের শিক্ষা তথ্য :

লর্ড ম্যাকলে কবে শিক্ষা কমিটির সভাপতি নিযুক্ত হন?উঃ ১৮৩৪ সালে।
উইলিয়াম এ্যাডাম কবে বাংলা ও বিহারের শিক্ষা বিষয়ক তথ্য সংগ্রহরের জন্য নিযুক্ত হন।উঃ ২০ জানুয়ারী, ১৮৩৫।
উইলিয়াম এ্যাডাম শিক্ষা বিষয়ক কয়টি বিবরনী দাখিল করেন?উঃ ৩টি।
উইলিয়াম এ্যাডাম কবে তাঁর শিক্ষা বিষয়ক তৃতীয় বিবরন কবে উপস্থাপন করেন?উঃ ২৮ এপ্রিল, ১৯৩৮।
লর্ড কার্জন কিসের ভিত্তিতে এদেশের শিক্ষা ব্যবস্থা সংস্কারে ব্রতী হন?উঃ ১৯০১ সালের শিমলা শিক্ষা সম্মেলনে      গৃহিত ১৫০ টি শিক্ষা সংক্রান্ত প্রস্তাবনার ভিত্তিতে।


কবে ভারতীয় বিশ্ববিদ্যালয়ে আইন বিধিবদ্ধ হয়?উঃ ১৯০৪ সালে।
কবে উডের শিক্ষা দলিল প্রকাশিত হয়?উঃ ১৮৫৩ সালে।
হান্টার কমিশন কবে বড় লাট লর্ড রিপন কর্তৃক নিয়োগ লাভ করে?উঃ ৩ ফেব্রুয়ারী, ১৮৮২ সাল।
হান্টার কমিশন শিক্ষা সংস্কারে কয়টি প্রস্তাব পেশ করে?উঃ ২২২টি।
স্যাডলার কমিশন কবে গঠিত হয়?উঃ ১৯১৭ সালে।
স্যাডলার কমিশন কবে রিপোর্ট পেশ করে?উঃ ১৯১৯ সালে।
কোন কমিশন ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করে?উঃ স্যাডলার কমিশন।
পাকিসত্মানের প্রথম শিক্ষা কমিটির নাম কি?উঃ আকরাম খান কমিটি।
আকরাম খান কমিটি কবে রিপোর্ট পেশ করে?উঃ ১৯৫২ সালে।
আতাউর রহমান খান শিক্ষা কমিশন কবে গঠিত হয়?উঃ ১৯৫৭ সালে।
শরীফ কমিশন কবে গঠিত হয়?উঃ ১৯৫৯ সালে।
হামদুর রহমান শিক্ষা কমিটি কবে গঠিত হয়?উঃ ১৯৬৪ সালে।
এয়ার মার্র্শাল এম, নূর খানকে সভাপতি করে শিক্ষা কমিটি গঠিত হয়?উঃ ১৯৬৯ সালে।
শামস-উল- হক শিক্ষা কমিটি কবে গঠিত হয়?উঃ ১৯৭০ সালে।
কুদরত-ই- খুদা শিক্ষা কমিশন কবে গঠিত হয়?উঃ ২৬ জুলাই, ১৯৭২ সাল।
কুদরত-ই- খুদা শিক্ষা কমিশন কবে রিপোর্ট পেশ করে?উঃ ৩০ মে, ১৯৭৪ সাল।
জাতীয় শিক্ষা পরিষদ কবে রিপোর্ট পেশ করে?উঃ ৫ আগষ্ট, ১৯৭৫ সাল।
জাতীয় শিক্ষা কমিশন কবে গঠিত হয়?উঃ ২৩ এপ্রিল,১৯৮৭ সাল।
জাতীয় শিক্ষা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন?উঃ অধ্যাপক মফিজ উদ্দিন আহমেদ।
জাতীয় শিক্ষা কমিশন রিপোর্ট পেশ করে?উঃ ২৬ ফেব্রম্নয়ারী, ১৯৮৮ সাল।
অধ্যাপক এম. শামসুল হক শিক্ষা কমিটি কবে গঠিত হয়?উঃ ১৯৯৭ সালে।
মোট কতটি (বাংলাদেশ আমল ২০০৯ পর্যন্তু) শিক্ষা কমিশন ও শিক্ষা কমিটি গঠন করা হয়?উঃ ৮টি | বাংলাদেশের শিক্ষা তথ্য
সপ্তম শিক্ষা কমিশনের চেয়ারম্যান কে?উঃ অধ্যাপক মনিরুজ্জামান মিঞা।
সপ্তম শিক্ষা কমিশনের সদস্য সংখ্যা কত?উঃ ২৪ জন।
মনিরুজ্জামান শিক্ষা কমিশন কখন গঠন করা হয়?উঃ ২০০৩ সালে।
সপ্তম শিক্ষা কমিশন কবে রিপোর্ট পেশ করে?উঃ ৩১ মার্চ, ২০০৪ সালে।
৮ম শিক্ষা কমিশনের চেয়ারম্যান কে?উঃ জাতীয় অধ্যাপক কবির চৌধুরী।
৮ম শিক্ষা কমিশনের সদস্য সংখ্যা কত?উঃ ১৮ জন।
৮ম শিক্ষা কমিশন কখন গঠন করা হয়?উঃ ০৬ এপ্রিল, ২০০৯ সালে।
৮ম শিক্ষা কমিশন কবে রিপোর্ট পেশ করে?উঃ সেপ্টেম্বর, ২০০৯ সালে।
বাংলাদেশের বর্তমান শিক্ষার হার কত?উঃ ৬৩%।
বাংলাদেশের শিক্ষার হার কোন বিভাগে বেশী?উঃ বরিশালে (৭৬.৭%)
বাংলাদেশের শিক্ষার হার কোন বিভাগে কম?উঃ সিলেট (৫৫%)
বাংলাদেশের শিক্ষার হার কোন জেলায় বেশী?উঃ বরগুনা (৮৬.৫৫%) / ঢাকা।
বাংলাদেশের শিক্ষার হার কোন জেলায় কম?উঃ জামালপুর (৩৯.৫৫%)
বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা কোনটি?উঃ ডিসেম্বর, ১৯৯৮ সালে, মাগুরা।
প্রাথমিক বাধ্যতামূলক আইন পাশ হয় কবে?উঃ ১৯৯০।
বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়?উঃ ১ জানুয়ারী, ১৯৯২।
বাংলাদেশে খাদ্যের বিনিময়ে শিক্ষা চালু হয়?উঃ ১৯৯৩।
বেসরকারী বিশ্ববিদ্যালয় বিল পাশ হয় কবে?উঃ ০৫ আগষ্ট, ১৯৯২।
জাতীয় বিশ্ববিদ্যালয় কার্যক্রম কবে শুরু হয়?উঃ ১৯৯২-১৯৯৩ সনে।
বাংলাদেশের প্রথম পাঠাগার কোনটি এবং কবে প্রতিষ্ঠিত হয়?উঃ রাজা রামমোহন রায় লাইব্রেরী, বাংলা ১৩১৩ ঢাকার পাটুয়াটুলিতে।
উপমহাদেশের কবে প্রথম নৈশ বিদ্যালয় চালু হয়?উঃ ১৯১৮ সালে।
ন্যাপ (NAPE) প্রতিষ্ঠিত হয় কবে?উঃ ১৯৭৭ সালে।
নায়েম (NAEM) প্রতিষ্ঠিত হয় কবে?উঃ ১৯৮১ সালে।
মাদ্রাসা শিক্ষা বোর্ড কবে প্রতিষ্ঠিত হয়?উঃ ১৯৭৮ সালে।
প্রাথমিক শিক্ষা আইন জারি হয় কত সালে?উঃ ১৯৭৪ সালে।
বাংলাদেশে প্রাইমারী স্কুলের সংখ্যা কত?উঃ ৮০, ৩৯৭ টি (সরকারী ৩৭,৬৭২ টি ও বেসরকারী ৪২,৭২৫ টি)।
দেশে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মোট কতটি?উঃ ১৮,৫০০ টি (বালিকা-৩৭০৮টি)
দেশে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মোট কতটি? (নিম্ন মাধ্যমিক সবগুলো বেসরকারী)উঃ ৪,৩২২ টি (বালিকা-১২৪৭টি) | বাংলাদেশের শিক্ষা তথ্য
দেশে সরকারী মাধ্যমিক বিদ্যালয় মোট কতটি?উঃ ৩১৭ টি (বালিকা-১৪৭টি)
দেশে বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় মোট কতটি? (৬৩৮টি কলেজিয়েট স্কুলসহ)উঃ ১৩,৮৬১ টি (বালিকা-২৩১৪টি)
মোট মাদ্রাসার সংখ্যা মোট কতটি?উঃ ৯,২১৪ টি।
মোট সরকারী মাদ্রাসার সংখ্যা মোট কতটি?উঃ ০৩ টি।
বাংলাদেশে সরকারী ও বেসরকারী সাধারন কলেজ কতটি? (৬৩৮টি কলেজিয়েট স্কুলসহ)উঃ ৩,১৫০টি (বালিকা-৬০০টি)
বাংলাদেশে সরকারী সাধারন কলেজ কতটি?উঃ ২৫২ টি (বালিকা-৬৪টি)
বাংলাদেশে বেসরকারী সাধারন কলেজ কতটি?উঃ ২,৮৯৯ টি (বালিকা-৫৩৬টি)
বাংলাদেশে সরকারী মেডিকেল কলেজ কতটি?উঃ ১৫ টি।
বাংলাদেশে বেসরকারী মেডিকেল কলেজ কতটি?উঃ ২৭ টি।
বাংলাদেশে সরকারী ডেন্টাল মেডিকেল কলেজ কতটি?উঃ ১ টি।
বাংলাদেশে বেসরকারী ডেন্টাল মেডিকেল কলেজ কতটি?উঃ ৮ টি।
বাংলাদেশে সরকারী বিশ্ববিদ্যালয় কয়টি?উঃ ৩১ টি।
বাংলাদেশে মেডিকেল বিশ্ববিদ্যালয় কয়টি?উঃ ১ টি।
বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয় কতটি?উঃ ৫ টি।
বাংলাদেশে বেসরকারী বিশ্ববিদ্যালয় কতটি?উঃ ৫১ টি।
বাংলাদেশে পলিটেকনিক ইনস্টিটিউট কতটি?উঃ ৭৭ টি।
বাংলাদেশে আইন কলেজ কতটি? (সবগুলো বেসরকারী)উঃ ৭০ টি।
বাংলাদেশে চারুকলা কলেজ কতটি?উঃ ৭ টি।
বাংলাদেশে চারুকলা ইনস্টিটিউট কতটি?উঃ ১ টি।
বাংলাদেশে নার্সিং কলেজ কতটি?উঃ ১ টি। (সরকারী)
বাংলাদেশে নার্সিং ইনস্টিটিউট কতটি?উঃ ৪৪ টি। (৩৯টি সরকারী)
বাংলাদেশে ইউনানী/আয়ুর্বেদিক কলেজ কতটি?উঃ ১৬ টি। (২টি সরকারী)
বাংলাদেশে লেদার টেকনোলজি কলেজ কতটি?উঃ ১ টি।
বাংলাদেশে টেক্সটাইল টেকনোলজি কলেজ কতটি?উঃ ১ টি।
বাংলাদেশে টেক্সটাইল টেকনোলজি ইনস্টিটিউট কতটি?উঃ ৬ টি।
বাংলাদেশে টেক্সটাইল ভোকেশনাল সেস্টার কতটি?উঃ ২৮ টি। (সরকারী)
বাংলাদেশে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ কতটি?উঃ ৩০ টি। (১টি সরকারী)
বাংলাদেশে গার্হস্থ্য অর্থনীতি কলেজ কতটি?উঃ ১ টি।
বাংলাদেশে ক্যাডেট কলেজ কতটি?উঃ ১১ টি। (১০টি বালক ও ১টি বালিকা)
বাংলাদেশে সমাজকল্যান গবেষণা ইনস্টিটিউট কতটি?উঃ ১ টি | বাংলাদেশের শিক্ষা তথ্য
বাংলাদেশে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (ভিটিআই) কতটি?উঃ ৬৪ টি।
বাংলাদেশে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট এর বর্তমান নাম কি?উঃ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।
বাংলাদেশে ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট কতটি?উঃ ১ টি। (সরকারী)
বাংলাদেশে টেকনিক্যার্ল ট্রেনিং সেন্টার (টিটিসি) কতটি?উঃ ১৩ টি।
বাংলাদেশে প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (কতটি?উঃ ৫৪ টি।
বাংলাদেশে বেসরকারী টিচার্স ট্রেনিং কলেজ কতটি?উঃ ৮৫ টি।
বাংলাদেশে সরকারী টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি) কতটি?উঃ ১৪ টি। (১৩টি কো. এডু এবং ১টি মহিলা)
বাংলাদেশে উচ্চ মাধ্যমিক টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (এইচএসটিটিআই) কতটি?উঃ ৫ টি। (সবগুলো সরকারী)
বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা ট্রেনিং ইনস্টিটিউট কতটি?উঃ ১ টি । (সরকারী)
বাংলাদেশে টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ (টিটিটিসি) কতটি?উঃ ১ টি । (সরকারী)
বাংলাদেশে শারিরিক শিক্ষা কলেজ কতটি?উঃ ২৭টি। (৪টি সরকারী)
বাংলাদেশের বানিজ্যিক কলেজ কতটি?উঃ ১৬ টি। (সরকারী)
বাংলাদেশের সংগীত শিক্ষা কলেজ কতটি?উঃ ২ টি। (সব সরকারী)
বাংলাদেশের গস্নাস এন্ড সিরামিক ইনস্টিটিউট কতটি ও কোথায়?উঃ ১ টি। (সরকারী), ঢাকায়।
বাংলাদেশে গ্রাফিক্স আর্টস ইনস্টিটিউট কতটি ও কোথায়?উঃ ১ টি। ঢাকায়।
বাংলাদেশে এগ্রিকালটারাল ইনস্টিটিউট কতটি?উঃ ৫৯ টি। (১২টি সরকারী)।
বাংলাদেশে সার্ভে ইনস্টিটিউট কতটি?উঃ ২টি (সরকারী)।
বাংলাদেশে মিলিটারী একাডেমী কতটি ও কোথায়?উঃ ১ টি। চট্ট্রগ্রামের ভাটিয়ারীতে।
বাংলাদেশে নেভাল একাডেমী কতটি ও কোথায়?উঃ ১ টি। চট্ট্রগ্রামের পতেঙ্গায়।
বাংলাদেশে এয়ারফোর্স ট্রেনিং সেন্টার কতটি ও কোথায়?উঃ ১ টি। যশোরে।
দেশের প্রথম বায়োটেকনোলজি ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়?উঃ সাভার, ঢাকা
ওআইসি পরিচালিত একমাত্র বিশ্ববিদ্যালয়টি কোথায় এবং কি নাম?উঃ ইসলামী ইউনির্ভাসিটি অব টেকনোলজি (আইইউটি), গাজিপুর।
বাংলাদেশ পলিশ একাডেমী কতটি ও কোথায়?উঃ ১টি। রাজশাহীর সারদায়।
বাংলাদেশ আনসার একাডেমী কতটি ও কোথায়?উঃ ১ টি। গাজিপুরের সফিপুর।
বাংলাদেশ পোস্টাল একাডেমী কতটি ও কোথায়?উঃ ১ টি। রাজশাহী।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কবে প্রতিষ্ঠিত হয়?উঃ ১৯৮০ সালে। (মিরপুর)
প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ কবে প্রতিষ্ঠিত হয়?উঃ ১৯৯২ সালে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কবে প্রতিষ্ঠিত হয়?উঃ ১৯৭৩ সালে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?উঃ ১৯২১ সালে।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশনের নাম কি?উঃ নাথান কমিশন।
ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যাক্ট কবে পাশ হয়?উঃ ২৩ মার্চ, ১৯২০।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি কে হন?উঃ স্যার পিজে হার্টস, ১ ডিসেম্বর, ১৯২০।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলমান, প্রথম বাঙ্গালী ও উপমহাদেশের প্রথম ভিসি কে হন?উঃ স্যার এ. এফ. রহমান।
ময়মনসিংহ মেডিকেল কলেজকে ইংল্যান্ডের ‘জেনারেল মেডিকেল কাউন্সিল’ কবে স্বীকৃতি দেয়?উঃ ৫ আগষ্ট, ১৯৯৩ সালে।
প্রথম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয়?উঃ ১৯৮৬ সালে।
ইংরেজি সাহিত্যে পিএইচ-ডি অর্জনকারী প্রথম বাঙ্গালী মুসলমান কে?উঃ ড. সাজ্জাদ হোসায়েন।
ইপসাকে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় ঘোষনা করা হয়?উঃ ১৯ জুন, ১৯৯৭।
স্বাধীন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন হয়?উঃ ১৮ ডিসেম্বর, ১৯৯৯।
বাংলাদেশের সার্বজনীন শিক্ষা সম্পর্কে সংবিধানের কোন ধারায় উল্লেখ্য আছে?উঃ ১৭ নং ধারায়।
কবে প্রথম জাতীয় অধ্যাপক নিয়োগ করা হয়?উঃ ১৭ মার্চ, ১৯৭৫।
২০০৫ সাল পর্যন্তু কত জন জাতীয় অধ্যাপক পদে নিয়োগ পেয়েছেন?উঃ ১৩ জনকে | বাংলাদেশের শিক্ষা তথ্য
জাতীয় অধ্যাপক মাসিক কত টাকা সম্মানী ভাতা পান?উঃ ১০,০০০ টাকা।
একই ব্যক্তি ২ বার জাতীয় অধ্যাপক নিযুক্ত হলে তিনি কি কি অতিরিক্ত সুবিধা ভোগ করেন?উঃ মাসিকভাতার অর্ধেক হারে আজীবন

আরো পড়ুন:

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!