প্রিলিমিনারি টেস্ট ২১

প্রিলিমিনারি টেস্ট ২১ :

সঠিক উত্তর নিচে দেওয়া আছে

১. ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ কোথায় অবস্থিত?
ক. যমুনা খ. মেঘনা
গ. বঙ্গোপসাগরে ঘ. সন্দ্বীপ চেনেল

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

২. বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান নেয়?
ক. পঞ্চাশ খ. ষাট গ. সত্তর ঘ. আশি

৩. বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইবুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত আছে?
ক. ১১০ খ. ১১৫ গ. ১১৭ ঘ. ১২০

৪. বাংলাদেশে বেসরকারি টিভি চ্যানেল এর সংখ্যা
ক. ৩৬ খ. ২৬ গ. ৪৬ ঘ. ২৮

৫. অলিভ টাওয়ার বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়?
ক. সেন্টমার্টিন খ. রাঙ্গাবালি
গ. চর আলেকজান্ডার ঘ. ছেড়াদ্বীপ

৬. চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ এর দীক্ষাগুরু কে ছিলেন ?
ক. অতিশ দিপঙ্কর খ. শিল ভদ্র
গ. মা হুয়ান ঘ. মেঘাস্থিনিস

৭. প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত ?
ক. রাঙ্গামাটি খ. খাগড়াছড়ি
গ. বান্দরবান ঘ. সিলেট | প্রিলিমিনারি টেস্ট ২১

৮. বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কত?
ক. ৪৫০০ খ. ৪৫৬৫ গ. ৫৬০০ ঘ. ৪৬০০

৯. খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত?
ক. বারাং খ. পাড়া গ. পুঞ্জি ঘ. মৌজা

১০. যশোর জেলায় অবস্থিত বিল
ক. হাইল খ. পাথরচাওলি গ. ভবদহ ঘ. আড়িয়াল

১১. নেপালের সর্বশেষ রাজা কে ছিলেন ?
ক. ধীরেন্দ্র খ. জ্ঞানেন্দ্র গ. বীরেন্দ্র ঘ. মহেন্দ্র

১২. প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর কোথায়?
ক. ইউকোসুক খ. হাওয়াই গ. গোয়াম ঘ. সুবিক বে

১৩. ডমিনো তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল?
ক. নিকট প্রাচ্য খ. পূর্ব আফ্রিকা
গ. দক্ষিণ-পূর্ব এশিয়া ঘ. পূর্ব ইউরোপ

১৪. গ্লাসনস্ত নীতি কোন দেশে চালু হয়েছিল?
ক. চীন খ. সাবেক সোভিয়াত ইউনিয়ন
গ. হাঙ্গেরী ঘ. পোল্যান্ড

১৫. ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণের অনুষ্ঠানে সার্ক অঞ্চলের বাইরে আমন্ত্রিত রাষ্ট্রের সংখ্যা
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ১ | প্রিলিমিনারি টেস্ট ২১

১৬. বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে শান্তির সংবিধান বলা হয়?
ক. জাপান খ. পেরু গ. কোস্টারিকা ঘ. সুইজারল্যান্ড

১৭. দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর পূর্ব-পশ্চিম দ্বন্দের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম ছিল?
ক. কমিন্টার্ন খ. কমিনর্ফম গ. কমেকন ঘ. একটিও না

১৮. ব্রিকসের সর্বশেষ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় –
ক. রাশিয়া খ. ব্রাজিল গ. ভারত ঘ. দক্ষিণ আফ্রিকা

১৯. বিশ্ব প্রাণী দিবস
ক. ৪ অক্টোবর খ. ২৩ অক্টোবর
গ. ২৯জুন ঘ. ১১ ফেব্র্র্রুয়ারি

২০. WIPO এর সদর দপ্তর
ক. ব্রাসেলস খ. লন্ডন গ. জেনেভা ঘ. প্যারিস | প্রিলিমিনারি টেস্ট ২১

উত্তর :
১.ক ২.ঘ ৩.গ ৪.গ ৫.ক ৬.খ ৭.গ ৮.খ ৯.গ ১০.গ ১১.গ ১২.ক ১৩.গ ১৪.খ ১৫.ঘ ১৬.ক ১৭.গ ১৮.খ ১৯.ক ২০.গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!