পেট্রোবাংলা নিয়োগ প্রশ্ন সমাধান ২০১৯

বাংলা অংশ সমাধানঃ

পেট্রোবাংলা নিয়োগ প্রশ্ন সমাধান :

১. গুজরাটি শব্দের উদাহরণ কোনটি?

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

ক. হরতাল খ. লুঙ্গি গ. রিক্সা ঘ. বস্তু

উত্তরঃ ক. হরতাল     

২. মহানবী কোন সমাস?

ক. দ্বিগু খ. তৎপুরুষ গ. বহুব্রীহি ঘ. কর্মধারয়

উত্তরঃ ঘ. কর্মধারয়

৩. ‘জিলাপির প্যাঁচ’ শব্দটির অর্থ কি?

ক. পানাহার খ. জটিল গ. কুটিল বুদ্ধি ঘ. জলহরিত

উত্তরঃ গ. কুটিল বুদ্ধি

৪. কোন বাক্যে বিশেষণের বিশেষণ রয়েছে?

ক. ধীরে চল খ. সে খুব দ্রুত চলে গ. সে গুণবান ঘ. ছোট কলসি

উত্তরঃ খ. সে খুব দ্রুত চলে

৫. ‘’সে কি যাবে’’ এটি কোন ধরণের বাক্য?

ক. আদেশসূচক খ. বিস্ময়সূচক গ. বিবৃতিমূলক ঘ. প্রশ্নসূচক

উত্তরঃ ঘ. প্রশ্নসূচক

৬. কোন বানানটি শুদ্ধ?

ক. ততকালিন খ. ততকালীন গ. ততোকালিন ঘ. তৎকালীন

উত্তরঃ ঘ. তৎকালীন

৭. কোনটি শুদ্ধ?

ক. গবেশনা খ. গবেষনা গ. গবেষণা ঘ. গবেসনা

উত্তরঃ গ. গবেষণা

৮. পদ্ম শব্দের সমার্থক শব্দ?

ক. উৎফল খ. ভূধর গ. জলজ ঘ. নদী

উত্তরঃ গ. জলজ

৯. ‘ক্ষীয়মাণ’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

ক. দ্রুত খ. বধিষ্ণু গ.বর্ধমান ঘ. লম্বা

উত্তরঃ গ.বর্ধমান

১০. ‘মনীষা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. মন + ইষা খ. মনি + ঈষা গ. মন + ঈষা ঘ. মনস্+ঈষা

উত্তরঃ ঘ. মনস্+ঈষা

১১. পদ কত প্রকার?

ক. ৩ খ. ৪ গ. ৫ ঘ. ৬

উত্তরঃ গ. ৫ | পেট্রোবাংলা নিয়োগ প্রশ্ন সমাধান

১২. কার্যে বিরতি অর্থে কোন বাগধারাটি বুঝায়?

ক. হাত করা খ. হাত গুটান গ. ব্যস্ত থাকা ঘ. হাতে আসা

উত্তরঃ খ. হাত গুটান

১৩. ‘ঠোঁট কাটা’ বলতে বুঝায়?

ক. পক্ষপাতদুষ্ট খ. স্পষ্টভাষী গ. মিথ্যাবাদী ঘ. বেহায়া

উত্তরঃ খ. স্পষ্টভাষী

১৪. কোন বাগধারাটির অর্থ ‘নিলর্জ’?

ক. এলাহী কাণ্ড খ. কান কাটা গ. জিলাপির প্যাঁচ ঘ. ঠোঁট কাটা

উত্তরঃ খ. কান কাটা

১৫. এক কথায় প্রকাশ করুনঃ পাঁচ সেরের সমাহার

ক. পরিমেয় খ. পসুরি গ. চতুরঙ্গ ঘ. পঞ্চত্ব

উত্তরঃ খ. পসুরি

১৬. ফল পাকিলে যে গাছ মরে যায়- এক কথায় কি বলে?

ক. কলঙ্ক খ. ওষধি গ. পাক্ষ ঘ. সবজি

উত্তরঃ খ. ওষধি

১৭. দেয়াল গ্রন্থটির রচিয়তা কে?

ক. হুমায়ূন আহমেদ খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গ. মহাদেব ঘ. সেলিনা হোসেন

উত্তরঃ ক. হুমায়ূন আহমেদ

১৮. কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত?

ক. তারা জিজ্ঞাসা করেছে খ. তোমার পরিবার কাল এসেছে গ. মা শিশুটিকে হাসাছেন ঘ. শিশুটি কাঁদে

উত্তরঃ গ. মা শিশুটিকে হাসাছেন

১৯. অনিল শব্দের অর্থ কি?

ক. আকাশ খ. বাতাস গ. কোকিল ঘ. পশু

উত্তরঃ খ. বাতাস

২০. বাংলাদেশের রণসঙ্গীতের রচিয়তা কে?

ক. আল মাহমুদ খ. শামসুর রাহমান গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. কাজী নজরুল ইসলাম

উত্তরঃ ঘ. কাজী নজরুল ইসলাম

২১. আসামীর পক্ষে উকিল কে? এখানে পক্ষে কি অর্থে ব্যবহার হয়েছে?

ক. সাথে খ. প্রার্থনা গ. আদেশ ঘ. সহায়

উত্তরঃ ঘ. সহায় | পেট্রোবাংলা নিয়োগ প্রশ্ন সমাধান

২২. সর্বনাশ বুঝাতে নিচের কোন বাগধারাটি প্রযোজ্য?

ক. মগের মুল্লুক খ. পুকুর চুরি গ. বালির বাঁধ ঘ. ভরাডুবি

উত্তরঃ ঘ. ভরাডুবি

২৩. নিচের কোনটি তদ্ভব শব্দ?

ক. চাঁদ খ. সূর্য গ. নক্ষত্র ঘ. গগন

উত্তরঃ ক. চাঁদ

২৪. রবীন্দ্রনাথ কত সালে নোবেল পান?

ক. ১৯১০ খ. ১৯১১ গ. ১৯১৩ ঘ. ১৯২১

উত্তরঃ গ. ১৯১৩

ইংরেজী অংশ সমাধানঃ

Fill in the gap:

২৫. উত্তরঃ Because of

২৬. উত্তরঃ Curtailed

২৭. উত্তরঃ in

২৮. উত্তরঃ at

২৯. উত্তরঃ to

Sentence correction:

৩০. উত্তরঃ I have a decent house to live in.

৩১. উত্তরঃ The quality of the apples was good.

৩২. উত্তরঃ Neither the chairman nor the members were present.

৩৩. উত্তরঃ Mr. Rahman teaches well, doesn’t he?

৩৪. উত্তরঃ When we saw her last, she was running to catch a dog.

৩৫. উত্তরঃ Synonym of Abandon: Forsake

৩৬. উত্তরঃ Antonym of coercive: gentle

৩৭. উত্তরঃ Antonym of prodigal: Economical

Spelling correction:

৩৮. উত্তরঃ Affidavit | পেট্রোবাংলা নিয়োগ প্রশ্ন সমাধান

৩৯. উত্তরঃ Psychology

৪০. উত্তরঃ Bureaucracy

৪১. Passive form of: The lady has lost the doll. উত্তরঃ The doll has been lost by the lady

৪২. উত্তরঃ What kind of the noun of Dhaka? উত্তরঃ Proper

৪৩. উত্তরঃ d

৪৪. উত্তরঃ Verb

৪৫. উত্তরঃ spat

৪৬. উত্তরঃ doe

৪৭. উত্তরঃ Relative pronoun

৪৮. উত্তরঃ Geese

গণিত অংশ সমাধানঃ

৪৯. উত্তরঃ ৫

৫০. উত্তরঃ ৬ দিন

৫১. উত্তরঃ ১২৫

৫২. উত্তরঃ ৬ টাকা

৫৩. উত্তরঃ ৬০০ টাকা

৫৪. উত্তরঃ ১৫ | পেট্রোবাংলা নিয়োগ প্রশ্ন সমাধান

৫৫. উত্তরঃ ৩৫, ১০

৫৬. উত্তরঃ (1+x)

৫৭. উত্তরঃ 9

৫৮. উত্তরঃ ৪:১

৫০. উত্তরঃ সম্পূরক কোন

৬০. উত্তরঃ ৯ গুণ

৬১. উত্তরঃ ভূমি

৬২. উত্তরঃ প্রশ্নে ভুল আছে

৬২. উত্তরঃ ৭০%

৬৪. উত্তরঃ (x-1) (x-6)

সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ

৬৫. ইংল্যান্ড কত বার বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছে?

উত্তরঃ ১ বার

৬৬. এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি?

উত্তরঃ মালদ্বীপ

৬৭. নিচের কোনটি G-8 ভুক্ত দেশ?

উত্তরঃ তুরস্ক

৬৮. ফিদেল ক্যাস্ট্রো কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?

উত্তরঃ কিউবা | পেট্রোবাংলা নিয়োগ প্রশ্ন সমাধান

৬৯. বর্তমানে ১ লিটার অকটেনের বাজারমূল্য কত?

উত্তরঃ ৮৯ টাকা

৭০. সম্প্রতি বাংলাদেশের কোথায় লৌহ খনি পাওয়া গেছে?

উত্তরঃ দিনাজপুর

৭১. হ্যানয় কোন দেশের রাজধানী?

উত্তরঃ ভিয়েতনাম

৭২. CNG এর পুর্ণরূপ কি?

উত্তরঃ Natural Compressed Gas

৭৩. বড়পুকুরিয়া কয়লা খনি কোন জেলায় অবস্থিত?

উত্তরঃ দিনাজপুর

৭৪. বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি?

উত্তরঃ প্রাকৃতিক গ্যাস

৭৫. বঙ্গবন্ধুর জন্মদিনকে কি হিসেবে পালন করা হয়?

উত্তরঃ শিশু দিবস

৭৬. মেক্সিকোর মুদ্রার নাম কি?

উত্তরঃ পেসো | পেট্রোবাংলা নিয়োগ প্রশ্ন সমাধান

৭৭. মরক্কো এর রাজধানী কি?

উত্তরঃ রাবাত

৭৮. MS Word এ কপি করার শর্টকাট কি?

উত্তরঃ Ctrl + C

৭৯. Mail Merge কোন সফটওয়্যার নিয়ে কাজ করে?

উত্তরঃ MS Outlook

৮০. HTML কি কাজে ব্যবহার করা হয়?

উত্তরঃ ওয়েবসাইট ডিজাইনে | পেট্রোবাংলা নিয়োগ প্রশ্ন সমাধান

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!