উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

০১) তথ্যের ক্ষুদ্রতম একক – ডেটা

০২) ডেটা শব্দের অর্থ – ফ্যাক্ট

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

০৩) বিশেষ প্রেক্ষিতে ডেটাকে অর্থবহ করাই – ইনফরমেশন

০৪) তথ্য=উপাত্ত+প্রেক্ষিত+অর্থ

০৫) তথ্য বিতরণ, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের সাথে যুক্ত – তথ্য প্রযুক্তি

০৬) ICT in Education Program প্রকাশ করে – UNESCO

০৭) কম্পিউটারের ভেতর আছে – অসংখ্য বর্তনী

০৮) তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ এবং উৎপাদন করে – কম্পিউটার

০৯) কম্পিউটার গুরুত্বপূর্ণ কাজ করে – ৪টি

১০) মনো এফএম ব্যান্ড চালু হয় – ১৯৪৬ সালে

১১) স্টেরিও এফএম ব্যান্ড চালু হয় – ১৯৬০ সালে

১২) সারাবিশ্বে এফএম ফ্রিকুয়েন্সি 88.5-108.0 Hz

১৩) Radio Communication System এ ব্রডকাস্টিং – ৩ ধরণের

১৪) PAL এর পূর্ণরূপ – Phase Alternation by Line

১৫) দেশে বেসরকারি চ্যানেল -৪১টি

১৬) পৃথিবীর বৃহত্তম নেটওয়ার্ক – ইন্টারনেট

১৭) ইন্টারনেট চালু হয় – ARPANET দিয়ে (১৯৬৯)

১৮) ARPANET চালু করে মার্কিন প্রতিরক্ষা বিভাগ

১৯) ইন্টারনেট শব্দটি চালু হয় – ১৯৮২ সালে

২০) ARPANETএ TCP/IP চালু হয় – ১৯৮৩ সালে

২১) NSFNET প্রতিষ্ঠিত হয় – ১৯৮৬ সালে

২২) ARPANET বন্ধ হয় – ১৯৯০ সালে

২৩) সবার জন্য ইন্টারনেট উন্মুক্ত হয় – ১৯৮৯ সালে

২৪) ISOC প্রতিষ্ঠিত হয় – ১৯৯২ সালে

২৫) বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী প্রায় ৫কোটি ২২লাখ (৩২%)

২৬) ইন্টারনেটের পরীক্ষামূলক পর্যায় ১৯৬৯-১৯৮৩

২৭) টিভি – একমূখী যোগাযোগ ব্যবস্থা

২৮) “Global Village” ও “The Medium is the Message” এর উদ্ভাবক – মার্শাল ম্যাকলুহান (১৯১১-১৯৮০)

২৯) The Gutenberg : The Making Typographic Man প্রকাশিত হয় – ১৯৬২ সালে

৩০) Understanding Media প্রকাশিত হয় – ১৯৬৪ সালে

৩১) বিশ্বগ্রামের মূলভিত্তি – নিরাপদ তথ্য আদান প্রদান

৩২) বিশ্বগ্রামের মেরুদণ্ড – কানেকটিভিটি

৩৩) কম্পিউটার দিয়ে গাণিতিক যুক্তি ও সিদ্ধান্তগ্রহণমূলক কাজ করা যায়

৩৪) বর্তমান বিশ্বের জ্ঞানের প্রধান ভান্ডার – ওয়েবসাইট

৩৫) EHRএর পূর্ণরুপ – Electronic Heath Records

৩৬) অফিসের সার্বিক কার্যক্রম স্বয়ংক্রিয় করাকে বলে – অফিস অটোমেশন

৩৭) IT+Entertainment = Xbox

৩৮) IT+Telecommunication = iPod

৩৯) IT+Consumer Electronics= Vaio

৪০) কৃত্রিম বুদ্ধিমত্তা থাকবে – ৫ম প্রজন্মের কম্পিউটারে

৪১। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য ব্যবহার করা হয় – প্রোগ্রামিং ল্যাংগুয়েজ

৪২। রোবটের উপাদান- Power System, Actuator, Sensor, Manipulation

৪৩। PCB এর পূর্ণরূপ – Printed Circuit Board

৪৪। খ্রিষ্টপূর্ব ২৫০০ সালে ত্বকের চিকিৎসায় শীতল তাপমাত্রা ব্যবহার করতো – মিশরীয়রা

৪৫। নেপোলিয়নের চিকিৎসক ছিলেন – ডমিনিক জ্যা ল্যারি

৪৬। মহাশূন্যে প্রেরিত প্রথম উপগ্রহ – স্পুটনিক-১

৪৭। চাঁদে প্রথম মানুষ পৌঁছে – ২০জুলাই, ১৯৬৯ সালে

৪৮। MRP এর পূর্ণরুপ – Manufacturing Resource Planning

৪৯। UAV উড়তে সক্ষম ১০০ কি.মি. পর্যন্ত

৫০। GPS এর পূর্ণরুপ – Global Positioning System

৫১। ব্যক্তি সনাক্তকরণে ব্যবহৃত হয় – বায়োমেট্রিক পদ্ধতি

৫২। হ্যান্ড জিওমেট্রি রিডার পরিমাপ করতে পারে – ৩১০০০+ পয়েন্ট

৫৩। আইরিস সনাক্তকরণ পদ্ধতিতে সময় লাগে – ১০-১৫ সেকেন্ড

৫৪। Bioinformatics শব্দটি প্রথম ব্যবহার করেন – Paulien Hogeweg

৫৫। Bioinformatics এর জনক – Margaret Oakley Dayhaff

৫৬। এক সেট পূর্নাঙ্গ জীনকে বলা হয় – জিনোম

৫৭। Genetic Engineering শব্দটি প্রথম ব্যবহার করেন – Jack Williamson l

৫৮। রিকম্বিনান্ট ডিএনএ তৈরি করেন – Paul Berg(1972)

৫৯। বিশ্বের প্রথম ট্রান্সজেনিক প্রাণি- ইঁদুর(1974)

৬০। বিশ্বের প্রথম Genetic Engineering Company – Genetech(1976)

৬১। GMO এর পূর্ণরুপ – Genetically Modified Organism

৬২। পারমানবিক বা আনবিক মাত্রার কার্যক্ষম কৌশল – ন্যানোটেকনোলজি

৬৩। অনুর গঠন দেখা যায় – স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপে

৬৪। Computer Ethics Institute এর নির্দেশনা – ১০টি

৬৫। ব্রেইল ছাড়া অন্ধদের পড়ার পদ্ধতি – Screen Magnification / Screen Reading Software

৬৬। যোগাযোগ প্রক্রিয়ার মৌলিক উপাদান – ৫টি

৬৭। ট্রান্সমিশন স্পিডকে বলা হয় – Bandwidth

৬৮। Bandwidth মাপা হয় – bps এ

৬৯। ন্যারো ব্যান্ডের গতি 45-300 bps

৭০। ভয়েস ব্যান্ডের গতি 9600 bps

৭১। ব্রডব্যান্ডের গতি- 1 Mbps

৭২। ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশন- এসিনক্রোনাস

৭৩। সিনক্রোনাস ট্রান্সমিশনে প্রতি ব্লকে ক্যারেক্টার ৮০-১৩২টি

৭৪। ডাটা ট্রান্সমিশন মোড- ৩ প্রকার

৭৫। একদিকে ডাটা প্রেরণ- সিমপ্লেক্স মোড

৭৬। উভয় দিকে ডাটা প্রেরণ, তবে এক সাথে নয়- হাফ ডুপ্লেক্স মোড

৭৭। একই সাথে উভয় দিকে ডাটা প্রেরণ – ফুল ডুপ্লেক্স মোড

৭৮। ক্যাবল তৈরি হয়- পরাবৈদ্যুতিক(Dielectric) পদার্থ দ্বারা

৭৯। Co-axial Cable এ গতি 200 Mbps পর্যন্ত

৮০। Twisted Pair Cable এ তার থাকে- 4 জোড়া

৮১। Fiber Optic- Light signal ট্রান্সমিট করে

৮২। মাইক্রোওয়েভের ফ্রিকুয়েন্সি রেঞ্জ 300 MHz – 30 GHz

৮৩। কৃত্রিম উপগ্রহের উদ্ভব ঘটে- ১৯৫০ এর দশকে

৮৪। Geosynchronous Satellite স্থাপিত হয়- ১৯৬০ এর দশকে

৮৫। কৃত্রিম উপগ্রহ থাকে ভূ-পৃষ্ঠ হতে ৩৬০০০ কি.মি. উর্ধ্বে

৮৬। Bluetooth এর রেঞ্জ 10 -100 Meter

৮৭। Wi-fi এর পূর্ণরুপ- Wireless Fidelity

৮৮। Wi-fi এর গতি- 54 Mbps

৮৯। WiMax শব্দটি চালু হয়- ২০০১ সালে

৯০। WiMax এর পূর্ণরুপ- Worlwide Interoperabilty for Microwave Access

৯১। ৪র্থ প্রজন্মের প্রযুক্তি- WiMax

৯২। WiMax এর গতি- 75 Mbps

৯৩। FDMA = Frequency Division Multiple Access

৯৪। CDMA = Code Division Multiple Access

৯৫। মোবাইলের মূল অংশ- ৩টি

৯৬। SIM = Subscriber Identity Module

৯৭। GSM = Global System for Mobile Communication

৯৮। GSM প্রথম নামকরণ করা হয়- ১৯৮২ সালে

৯৯। GSM এর চ্যানেল- ১২৪টি (প্রতিটি 200 KHz)

১০০। GSM এ ব্যবহৃত ফ্রিকুয়েন্সি- 4 ধরনের

১০১. GSM ব্যবহৃত হয় ২১৮টি দেশে

১০২. GSM 3G এর জন্য প্রযোজ্য

১০৩. GSM এ বিদ্যুৎ খরচ গড়ে ২ওয়াট

১০৪. CDMA আবিষ্কার করে Qualcom(১৯৯৫)

১০৫. রেডিও ওয়েভের ফ্রিকুয়েন্সি রেঞ্জ 10 KHz-1GHz

১০৬. রেডিও ওয়েভের গতি 24Kbps

১০৭. CDMA 3G তে পা রাখে ১৯৯৯ সালে

১০৮. CDMA ডাটা প্রদান করে স্প্রেড স্পেকট্রামে

১০৯. 1G AMPS চালু করা হয় ১৯৮৩ সালে উত্তর আমেরিকায়

১১০. সর্বপ্রথম প্রিপেইড পদ্ধতি চালু হয় 2G তে

১১১. MMS ও SMS চালু হয় 2G তে

১১২. 3G চালু হয় ১৯৯২ সালে

১১৩. 3G এর ব্যান্ডউইথ 2MHz

১১৪. 3G Mobile প্রথম ব্যবহার করে জাপানের NTT Docomo (২০০১)

১১৫. 4G এর প্রধান বৈশিষ্ট্য IP ভিত্তিক নেটওয়ার্কের ব্যবহার

১১৬. 4G এর গতি 3G এর চেয়ে ৫০ গুণ বেশি

১১৭. 4G এর প্রকৃত ব্যান্ডউইথ 10Mbps

১১৮. টার্মিনাল দুই ধরনের

১১৯. ভৌগলিকভাবে কম্পিউটার নেটওয়ার্ক- ৪ ধরনের

১২০. PAN সীমাবদ্ধ ১০ মিটারের মধ্যে

১২১. PAN এর ধারণা দেন থমাস জিমারম্যান

১২২. LAN সীমাবদ্ধ ১০ কিলোমিটারের মধ্যে

১২৩. LAN এ ব্যবহৃত হয় Co-axial Cable

১২৪. কেবল টিভি নেটওয়ার্ক- MAN

১২৫. NIC=Network Interface Card

১২৬. NIC কার্ডের কোডে বিট সংখ্যা-48

১২৭. মডেম দুই ধরনের

১২৮. Hub হল দুইয়ের অধিক পোর্টযুক্ত রিপিটার

১২৯. স্বনামধন্য রাউটার কোম্পানি- Cisco

১৩০. ব্রিজ প্রধানত ৩ প্রকার

১৩১. নেটওয়ার্কে PC যে বিন্দুতে যুক্ত থাকে, তাকে নোড বলে।

১৩২. Office Management-এ ব্যবহৃত হয়- Tree Topology

১৩৩. বানিজ্যিকভাবে Cloud Computing শুরু করে- আমাজন (২০০৬)

১৩৪. Cloud Computing এর বৈশিষ্ট্য- ৩টি

১৩৫. সংখ্যা পদ্ধতিরর প্রতীক- অংক

১৩৬. সংখ্যা পদ্ধতি দুই ধরণের

১৩৭. Positional সংখ্যা পদ্ধতিরর জন্য প্রয়োজন- 3টি ডাটা

১৩৮. সংখ্যাকে পূর্ণাংশ ও ভগ্নাংশে ভাগ করা হয় Radix Point দিয়ে

১৩৯. Bit এর পূর্ণরুপ- Binary Digit

১৪০. Digital Computerএর মৌলিক একক- Bit

১৪১. সরলতম গণনা পদ্ধতি- বাইনারী পদ্ধতি

১৪২. “O” এর লজিক লেভেল : 0 Volt থেকে +0.8 Volt পর্যন্ত

১৪৩. “1” এর লজিক লেভেল : +2 Volt থেকে +5 Volt পর্যন্ত

১৪৪. Digital Device কাজ করে- Binary মোডে

১৪৫. n বিটের মান 2^n টি

১৪৬. BCD Code = Binary Coded Decimal Code

১৪৭. ASCII=American Standard Code for Information Interchange

১৪৮. ASCII উদ্ভাবন করেন- রবার্ট বিমার (১৯৬৫)

১৪৯. ASCII কোডে বিট সংখ্যা- ৭টি

১৫০. EBCDIC=Extended Binary Coded Decimal Information Code

১৫১. Unicode উদ্ভাবন করে Apple and Xerox Corporation (1991)

১৫২. Unicode বিট সংখ্যা- 2 Byte

১৫৩. Unicode এর ১ম 256 টি কোড ASCII কোডের অনুরুপ

১৫৪. Unicode এর চিহ্নিত চিহ্ন- ৬৫,৫৩৬টি (2^10)

১৫৫. ASCII এর বিট সংখ্যা- 1 Byte

১৫৬. বুলিয়ান এলজেবরার প্রবর্তক- জর্জ বুলি (১৮৪৭)

১৫৭. বুলিয়ান যোগকে বলে- Logical Addition

১৫৮. Dual Principle মেনে চলে- “and” ও “OR”

১৫৯. এক বা একাধিক চলক থাকে Logic Function এ


১৬০. Logic Function এ চলকের বিভিন্ন মান- Input

১৬১. Logic Function এর মান বা ফলাফল- Output

১৬২. বুলিয়ান উপপাদ্য প্রমাণ করা যায়- ট্রুথটেবিল দিয়ে

১৬৩. Digital Electronic Circuit হলো- Logic Gate

১৬৪. মৌলিক Logic Gate – ৩টি (OR, AND, NOT)

১৬৫. সার্বজনীন গেইট- ২টি (NAND,NOR)

১৬৬. বিশেষ গেইট- X-OR,X-NOR

১৬৭. Encoder এ 2^nটি ইনপুট থেকে n টি আউটপুট হয়

১৬৮. Decoder এ nটি ইনপুট থেকে 2^nটি আউটপুট দেয়

১৬৯. Half Adder এ Sum ও Carry থাকে

১৭০. Full Adder এ ১টি Sum ও ২টি Carry থাকে

১৭১. একগুচ্ছ ফ্লিপ-ফ্লপ হলো- রেজিস্ট্রার

১৭২. Input pulse গুনতে পারে- Counter

১৭৩. Web page তৈরি করা হয়- HTML দ্বারা

১৭৪. ছবির ফাইল-. jpg/.jpeg/.bmp

১৭৫. ভিডিও ফাইল-.mov/.mpeg/mp4

১৭৬. অডিও ফাইল- mp3

১৭৭. ওয়েবসাইটকে দৃষ্টিনন্দন করতে ব্যবহৃত হয়-.css

১৭৮. বর্তমানে চালু আছে- IPV4

১৭৯. IPV4 প্রকাশে প্রয়োজন- 32bit

১৮০. IP address এর Alphanumeric address- DNS

১৮১. সারাবিশ্বের ডোমেইন নেইম নিয়ন্ত্রণ করে- InterNIC

১৮২. জেনেরিক টাইপ ডোমেইন- টপ লেভেল ডোমেইন

১৮৩. http = hyper text transfer protocol

১৮৪. URL = Uniform Resource Locator

১৮৫. HTML আবিষ্কার করেন- টিম বার্নার লী(১৯৯০)

১৮৬. HTML তৈরি করে W3C

১৮৭. ওয়েব ডিজাইনের মূল কাজ- টেমপ্লেট তৈরি করা

১৮৮. প্রোগ্রামিংয়ের ভাষা- ৫স্তর বিশিষ্ট

১৮৯. Machine Language(1G)-1945

১৯০. Assembly Language(2G)-1950

১৯১. High Level Language(3G)-1960

১৯২. Very High Level Language(4G)-1970

১৯৩. Natural Language(5G)-1980

১৯৪. লো লেভেল vaSha-1G,2G

১৯৫. বিভিন্ন সাংকেতিক এড্রেস থাকে- লেভেলে

১৯৬. C Language তৈরি করেন- ডেনিস রিচি(১৯৭০)

১৯৭. C++ তৈরি করেন- Bijarne Stroustrup(১৯৮০)

১৯৮. Visual Basic শেষবার প্রকাশিত হয়- ১৯৯৮ সালে

১৯৯. Java ডিজাইন করে- Sun Micro System

২০০. ALGOL এর উদ্ভাবন ঘটে- ১৯৫৮ সালে

২০১. Fortran তৈরি করেন- জন বাকাস(১৯৫০)

২০২. Python তৈরি করেন- গুইডো ভ্যান রোসাম(১৯৯১)

২০৩. 4G এর ভাষা- Intellect,SQL

২০৪. Pseudo Code- ছদ্ম কোড

২০৫. Visual Programming- Event Driven

২০৬. C Language এসেছে BCPL থেকে

২০৭. Turbo C তৈরি করে- Borland Company

২০৮. C ভাষার দরকারী Header ফাইল- stdio.h

২০৯. C এর অত্যাবশ্যকীয় অংশ- main () Function

২১০. ANSI C ভাষা সমর্থন করে- 4 শ্রেণির ডাটা

২১১. ANCI C তে কী-ওয়ার্ড- 47 টি

২১২. ANSI C++ এ কী-ওয়ার্ড- 63 টি

২১৩. ডাটাবেজের ভিত্তি- ফিল্ড

২১৪. Database Modelএর ধারণা দেন- E.F.Codd (১৯৭০)

২১৫. সবচেয়ে জনপ্রিয় Query- Selec Query

২১৬। SQL = Structured Query Language

২১৭। SQL তৈরি করে- IBM(১৯৭৪)

২১৮। ERP = Enterprise Resource Planning

২১৯। বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়- ২১ মে, ২০০৬

২২০। MIS = Management Information System

২২১। ভুয়া মেইল জমার স্থান- Spam

২২২। CD= Compact Disk

২২৩। MS Excel হলো Spreadsheet Software

২২৪। বাংলাদেশে ইন্টারনেট চালু হয়- ১৯৯৬ সালে

২২৫। বিশ্বের প্রথম কম্পিউটার- ENIAC

২২৬। ল্যাপটপ প্রথম বাজারে আসে-১৯৮১ সালে

২২৭। ROM=Read Only Memory

২২৮। বর্তমান প্রজন্ম- 4G

২২৯। টুইটারের জনক- জ্যাক ডরসি

২৩০। MODEM এ আছে – Modulator + Demodulator

২৩১। UNIX হলো Operating System

২৩২। CPU= Central Processing Unit

২৩৩। IC দিয়ে তৈরি প্রথম কম্পিউটার- IBM360

২৩৪। ডিজিটাল কম্পিউটারের সূক্ষতা ১০০%

২৩৫। ১ম প্রোগ্রামার- লেডি অগাস্টা

২৩৬। ১ম প্রোগ্রামিং ভাষা-ADA

২৩৭। কম্পিউটারে দেয়া অপ্রয়োজনীয় তথ্য- গিবারিশ

২৩৮। কম্পিউটার ভাইরাস আসে-১৯৫০ সালে

২৪০। কম্পিউটার ভাইরাস নাম দেন-ফ্রেড কোহেন

২৪১। Mother of All Virus-CIH

২৪২। VIRUS=Vital Information Resources Under Seize

২৪৩। প্রোগ্রাম রচনার সবচেয়ে কঠিন ভাষা-মেশিন ভাষা

২৪৪। NORTON-একটি এন্টিভাইরাস

২৪৫। মুরাতা বয়-জাপানি রোবট

২৪৬। 1nm=10^(-9) m

২৪৭। স্বর্ণের পরমাণুর আকার- 0.3nm

২৪৮। আইসোক্রোনাস ট্রান্সমিশনে সময় লাগে শূন্য সেকেন্ড

২৪৯। অপটিক্যাল ফাইবারের কোর ডায়ামিটার- ৮-১০ মাইক্রন

২৫০। ১ম Wireless ব্যবহার করেন-Guglielimo Marconi(1901)

২৫১। ASCII-7 কোডের প্রথম 3bitকে জোন এবং শেষ 4bitকে সংখ্যাসূচক বলে

২৫২। ASCII সারণি মতে,
0-3 & 127 = Control Character
32-64 = Special Character
65-96 = Capital Letters & Some Signs
97-127 = Small Letters & Some Signs

২৫৩। EBCDIC কোডে-
0-9 = 1111
A-Z = 1100,1101,1110
Special Signs = 0100,0101,0110,0111

২৫৪। EBCDIC কোডে ২৫৬টি বর্ণ,চিহ্ন ও সংখ্যা আছে

২৫৫। EBCDIC কোড ব্যবহৃত হয়- IBM Mainframe Computer ও Mini Computer- এ।

২৫৬। Unicode উন্নত করে-Unicode Consortium

২৫৭। ফাইবার অপটিক ক্যাবল তৈরিতে ব্যবহৃত অন্তরক পদার্থ- সিলিকন ডাই অক্সাইড ও Muli Component Glass (Soda Boro Silicet, NaOH Silicet etc.)

২৫৮। Real Time Application এর Data Transfer এ বেশি ব্যবহৃত হয় Isochronous

২৫৯। Radio Wave এর Data Transmission Speed – 24 Kbps

২৬০। Wifi এর দ্রুততম সংস্করণ-IEEE 802.11G (Speed-54 Mbps)


আরো পড়ুন:


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!