Site icon Alamin Islam

পাকিস্তানি বাহিনী মুক্তিবাহিনীর পরিবর্তে কেন ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে?

পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ | জয়-পরাজয়, যুদ্ধ-বিগ্রহ, আত্মসমর্পণ সম্পর্কে জেনেভা কনভেনশনের আন্তর্জাতিক নীতিমালা আছে। জেনেভা কনভেনশনে স্বাক্ষরকারী দেশগুলো জয়-পরাজয়, যুদ্ধ-বিগ্রহ, আত্মসমর্পণ ইত্যাদির ব্যাপারে এই নীতিমালা মানতে বাধ্য থাকে। নীতিমালা গুলো হলো পরাজিত সৈন্যদের নির্যাতন বা হত্যা করা যাবে না, উন্নত খাবার ও সুযোগ-সুবিধা দিতে হবে ইত্যাদি।

বাংলাদেশ জেনেভা কনভেনশনে স্বাক্ষরকারী দেশ নয় বিধায় পাকিস্তানি সেনাবাহিনী মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করতে রাজি হয়নি। কারণ তাঁদের ধারণা ছিল তাঁরা বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করলে বাংলাদেশ জেনেভা কনভেনশনে বর্ণিত নীতিমালা অনুযায়ী আচরণ করবো না। এমনকি মুক্তিবাহিনী তাঁদের হত্যাও করতে পারে। কিন্তু ভারত ছিল জেনেভা কনভেনশন স্বাক্ষরকারী দেশ। তাই পাকিস্তানি বাহিনী মুক্তিবাহিনীর পরিবর্তে ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে।

আরো পড়ুুন:

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।
Exit mobile version