পদার্থ বিজ্ঞান-১০

প্রশ্নঃ ওয়াট কিসের একক?
ক. উজ্জ্বলতার
খ. শক্তির
গ. কাজের
ঘ. রোধের
উত্তরঃ ক

প্রশ্নঃ টমাস আলফা এডিসন কি আবিষ্কার করেন?
ক. বৈদ্যুতিক বাল্ব
খ. রাডার
গ. টাইপ রাইটার
ঘ. টেলিগ্রাফ
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ একটি মোটা তারের রোধ একটি চিকন তারের রোধের তুলনায়-
ক. বেশি
খ. কম
গ. সমান
ঘ. দ্বিগুণ
উত্তরঃ খ

প্রশ্নঃ তড়িৎ কারেন্ট হল কোন তড়িৎ পরিবাহকের মধ্য দিয়ে/সাধারণত বিদ্যুৎ প্রবাহ বলতে বুঝায়-
ক. প্রোটনের প্রবাহ
খ. ইলেকট্রনের প্রবাহ
গ. নিউট্রনের প্রবাহ
ঘ. পজিট্রনের প্রবাহ
উত্তরঃ খ

প্রশ্নঃ যে যন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে, তাকে কি বলে?
ক. ট্রান্সফর্মার
খ. মোটর
গ. ট্রানজিস্টর
ঘ. অলটারনেটর
উত্তরঃ খ

প্রশ্নঃ শক্তির রূপান্তর সংক্রান্ত নিম্নোক্ত কোন উক্তিটি ত্রুটিপূর্ণ?
ক. জেনারেটরের সাহায্যে যন্ত্র শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়
খ. মোটর-এর সাহায্যে বিদ্যুৎ শক্তিকে যন্ত্র শক্তিতে রূপান্তরিত করা হয়
গ. বৈদ্যুতিক বাল্ব দ্বারা বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত করা হয়
ঘ. টারবাইন দ্বারা তাপ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা যায়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিদ্যুতের উচ্চতর ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায়-
ক. ট্রান্সমিটারের সাহায্যে
খ. স্টেপ-ডাউন ট্রান্সফরমারের সাহায্যে
গ. এডাপটারের সাহায্যে
ঘ. স্টেপ-আপ ট্রান্সফরমারের সাহায্যে
উত্তরঃ খ

প্রশ্নঃ এক বৈদ্যুতিক ইউনিট সমান কত?/এনার্জি মিটারে ১ ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বুঝায়/ব্যবহারিক বৈদ্যুতিক ইউনিট সমান-
ক. এক কিলোওয়া সেকেন্ড
খ. এক ওয়াট ঘন্টা
গ. এক কিলোওয়াট ঘন্টা
ঘ. এক ওয়াট সেকেন্ড
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাসা বাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হল—
ক. ৫০ হার্জ
খ. ২২০ হার্জ
গ. ২০০ হার্জ
ঘ. ১০০ হার্জ
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের উল্লিখিত বস্তুর মধ্য কোনটি বিদ্যুৎ পরিবাহক নয়?
ক. লোহা
খ. রাবার
গ. রূপা
ঘ. তামা
উত্তরঃ খ

প্রশ্নঃ এসি কারেন্টের বৈশিষ্ট্য হল
ক. শুধু একদিকে চলে
খ. ব্যাটারী থেকে উৎপন্ন হয়
গ. সময়ের সাথে দিকের পরিবর্তন হয়
ঘ. সময়ের সাথে দিকের পরিবর্তন হয় না
উত্তরঃ গ

প্রশ্নঃ বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বুঝায়?
ক. এক কিলোওয়াট ঘন্টা
খ. এক ওয়াট ঘন্টা
গ. এক কিলোওয়াট
ঘ. এক ওয়াট
উত্তরঃ ক

প্রশ্নঃ Voltage’ এর সঠিক সংজ্ঞা হলো-
ক. বৈদ্যুতিক প্রবাহের পরিমাণ
খ. বৈদ্যুতিক চাপের পরিমাণ
গ. বৈদ্যুতিক ফ্রিকুয়েন্সির পরিমাণ
ঘ. একদিনের বিদ্যুৎ খরচের পরিমাণ
উত্তরঃ খ

প্রশ্নঃ ১০০ ওয়াটের একটি বাতির রোধ একটি ৬০ ওয়াটের বাতির তুলনায়-
ক. ৪০ ওহম বেশি
খ. বেশি
গ. কম
ঘ. সমান
উত্তরঃ গ

প্রশ্নঃ মাল্টিমিটার দিয়ে মাপা যায়-
ক. কারেন্ট, শক্তি এবং রোধ
খ. ভোল্টেজ, কম্পাঙ্ক এবং ফেজ
গ. রোধ, দক্ষতা এবং শক্তি
ঘ. ভোল্টেজ, কারেন্ট এবং রোধ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ একটি জেনারেটর শক্তি কিসের উপর নির্ভর করে না?
ক. আর্মেচারের চুম্বকক্ষেত্রের শক্তির উপর
খ. এর তারের পাকসংখ্যার উপর
গ. এর ঘুর্ণনের উপর
ঘ. এর ভিতরে প্রবাহিত বিদ্যুৎশক্তির উপর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আবাসিক বাড়ির বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়-
ক. বিদ্যুৎ খরচ কমানোর উদ্দেশ্যে
খ. অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধের উদ্দেশ্যে
গ. বিদ্যুতিক বাল্ব থেকে বেশি আলো পাওয়ার জন্য
ঘ. বৈদ্যুতিক যন্ত্রপাতি যাতে সুষ্ঠুভাবে কাজ করে
উত্তরঃ খ

প্রশ্নঃ বৈদ্যুতিক মটর এমন একটি যন্ত্রকৌশল যা-
ক. তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে
খ. তাপ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে
গ. যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে
ঘ. তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ A multimeter is used to measure
ক. Resistance
খ. Current
গ. Voltage
ঘ. All of the above
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ওয়াট হলো
ক. ১ ভোল্ট/১ ওহম
খ. ১ ওহম/১ অ্যাম্পিয়ার
গ. ১ ভোল্ট ´ ১ অ্যাম্পিয়ার
ঘ. ওপরের কোনটিই সত্য নয়
উত্তরঃ গ

সাধারণ বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, তরঙ্গ ও শব্দ:

প্রশ্নঃ রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিনে বাঁশি বাজাতে থাকলে প্লাটফর্মে দাঁড়ানো ব্যক্তির কাছে বাঁশির কম্পনাঙ্ক-
ক. আসলের সমান হবে
খ. আসলের চেয়ে বেশি হবে
গ. আসলের চেয়ে কম হবে
ঘ. আসল গতির সাথে সম্পর্কযুক্তভাবে কমে যাবে
উত্তরঃ খ

প্রশ্নঃ ডেসিবেল–পরিমাপ নির্দেশ করে
ক. পাওয়ার
খ. পাওয়ার লেভেল
গ. কারেন্ট
ঘ. ভোল্টেজ
ঙ. কোনটিই নয়
উত্তরঃ ঙ

প্রশ্নঃ কিসের সাহায্যে সমুদ্র ও কুয়ার গভীরতা নির্ণয় করা হয়?
ক. প্রতিফলন
খ. প্রতিধ্বনি
গ. প্রতিসরণ
ঘ. প্রতিসরাঙ্ক
উত্তরঃ খ

প্রশ্নঃ মানবদেহে শব্দ উৎপন্ন করে
ক. জিহ্বা
খ. ঠোট
গ. মুখ
ঘ. স্বরযন্ত্র
উত্তরঃ ঘ

প্রশ্নঃ শব্দের তীক্ষ্ণতা মাপা হয় কি দিয়ে?/শব্দের একক কি?
ক. ডেসিবল
খ. ওহম
গ. নিউটন
ঘ. ডাইন
উত্তরঃ ক

প্রশ্নঃ বাতাসের আর্দ্রতা বাড়লে শব্দের বেগ কেমন হয়
ক. বাড়ে
খ. সামান্য কমে
গ. কমে যায়
ঘ. অপরিবর্তিত থাকে
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন মাধ্যমের তাপমাত্রা বাড়ালে ঐ মাধ্যমে শব্দের গতি–
ক. কমে যায়
খ. অপতিবর্তিত থাকে
গ. বৃদ্ধি পায়
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!