ধাতু নিয়ে যত কথা

০১। সবচেয়ে হালকা ধাতু কি? – লিথিয়াম।

০২। সবচেয়ে মূল্যবান ধাতু কি? – প্লাটিনাম।

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

০৩। কোন ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি? – রুপা।

০৪। কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয়না- অ্যান্টিমনি।

০৫। যে ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে- পারদ এবং সিজিয়াম।

০৬। কোন ধাতুর গলনাংক সবচেয়ে কম? উত্তরঃ পারদ।

০৭। সবচেয়ে ভারি তরল পদার্থ কি? উত্তরঃ পারদ।

০৮। কোন ধাতুটি পানিতে ভাসে – সোডিয়াম।


আরো পড়ুন:


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!