জ্যামিতি-১১

প্রশ্নঃ বৃত্তের ক্ষেত্রফল ১৮π হলে, বৃত্তের পরিসীমা কত?
ক. ৫√ ২π
খ. ৮π
গ. ৬√ ২π
ঘ. ৫√ ৩π
উত্তরঃ গ

প্রশ্নঃ একটি চাকার পরিধি ৮ ফুট। ১ কিলোমিটার পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে?
ক. ৫০০
খ. ৪২০
গ. ৪১০
ঘ. ৪৬০
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ The diameter of a wheel is 63 cm. Distance traveled by the wheel in 100 revolutions is—/একটি চাকার ব্যাস ৬৩ সেন্টিমিটার। চাকাটি ১০০ বার ঘুরলে কত পথ অতিক্রম করে?
ক. 99 meters
খ. 198 meters
গ. 63 meters
ঘ. 136 meters
উত্তরঃ খ

প্রশ্নঃ (x – 4)2 + (y + 3)2 = 100 বৃত্তের কেন্দ্রীয় স্থানাংক কত?
ক. (0, 0)
খ. (4, -3)
গ. (-4, 3)
ঘ. (10, 10)
উত্তরঃ খ

প্রশ্নঃ একটি বৃত্তের ব্যাসার্ধ যদি ২০% কমে, তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত % কমবে–
ক. ১০%
খ. ২০%
গ. ৩৬%
ঘ. ৪০%
উত্তরঃ গ

প্রশ্নঃ r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল b ভূমি বিশিষ্ট আয়তক্ষেত্রের সমান হলে আয়তক্ষেত্রের উচ্চতা কত?
ক. πr2/b
খ. πr2/b2
গ. πr/b
ঘ. π/b
উত্তরঃ ক

প্রশ্নঃ একটি বৃত্তের ব্যাসার্ধ অপর একটি বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ হলে প্রথমটির ক্ষেত্রফল দ্বিতীয়টির ক্ষেত্রফলের কতগুণ হবে?
ক. ২
খ. ৪
গ. ৮
ঘ. ১৬
উত্তরঃ খ

প্রশ্নঃ r ব্যাসার্ধবিশিষ্ট একটি অর্ধ-বৃত্তের মধ্যে অন্তর্লিখিত করা যায় এরূপ সর্ববৃহৎ ত্রিভুজের ক্ষেত্রফল কত?
ক. r2
খ. 2r2
গ. 1/2 r2
ঘ. r3
উত্তরঃ ক

প্রশ্নঃ দুই মিটার দীর্ঘ একটি তারকে এমনভাবে দুই টুকরা করা হল যে, যা দিয়ে একটি বর্গক্ষেত্র ও একটি বৃত্ত এমনভাবে বানানো যায় যে বৃত্তটি বর্গক্ষেত্রের চারটি কোণা দিয়ে অতিক্রম করে। বৃত্তের ব্যাসার্ধ কত?
ক. ২১.৭১ সে.মি.
খ. ১০.৮৬ সে.মি.
গ. ১৮.৭৫ সে.মি.
ঘ. ১৬.৭৫ সে.মি.
উত্তরঃ ঘ

প্রশ্নঃ If the circumference of a circle is increased by 50%, its area will be increased by-/বৃত্তের পরিধি ৫০% বাড়ানো হলে, ক্ষেত্রফল বৃদ্ধি পাবে–
ক. 50%
খ. 100%
গ. 125%
ঘ. 225%
উত্তরঃ গ

প্রশ্নঃ A wheel makes 1000 revolutions in covering a distance of 88 km. The diameter of the whell?/একটি চাকা ৮৮ কিঃমিঃ পথ যেতে ১০০০ বার ঘোরে। চাকাটির ব্যাস কত?
ক. 28 m
খ. 14 m
গ. 40 m
ঘ. 10 m
উত্তরঃ ক

প্রশ্নঃ একটি বৃত্তের ব্যাসার্ধ শতকরা ৫০% বৃদ্ধি করলে বৃত্তের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে—
ক. ৫০%
খ. ২৫%
গ. ১২৫%
ঘ. ১৫০%
উত্তরঃ গ

প্রশ্নঃ একই সরলরেখায় অবস্থিত তিনটি বিন্দুর মধ্য দিয়ে কয়টি বৃত্ত আঁকা যাবে?
ক. ১টি
খ. ৩টি
গ. ২টি
ঘ. একটিও নয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ O- কেন্দ্রবিশিষ্ট বৃত্তে AB, A বিন্দুতে স্পর্শক। ∠AOB = 60° হলে ∠ABO = কত?
ক. ৩০°
খ. ৪০°
গ. ৪৫°
ঘ. ৬০°
উত্তরঃ ক

প্রশ্নঃ একটি পাইপের পুরত্ব নির্নয় করুন যার বহির্ব্যাস ২.৫ ইঞ্চি এবং অন্তব্যাস ২.১ ইঞ্চি?
ক. ০.২ ইঞ্চি
খ. ০.৪ ইঞ্চি
গ. ২.৩ ইঞ্চি
ঘ. ০.৩ ইঞ্চি
ঙ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে OD, AB জ্যায়ের উপর লম্ব। AD = 3 সেন্টিমিটার হলে AB = কত সেন্টিমিটার?
ক. ৩ সে.মি.
খ. ৪ সে.মি.
গ. ৫ সে.মি.
ঘ. ৬ সে.মি.
উত্তরঃ ঘ

প্রশ্নঃ একটি বৃত্তের যেকোন দুটি বিন্দুর সংযোজক রেখাকে বলে?
ক. ব্যাস
খ. ব্যাসার্ধ
গ. চাপ
ঘ. জ্যা
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!