জীব বিজ্ঞান-১৭

প্রশ্নঃ ডেঙ্গুজ্বরের বাহক কোনটি?
ক. ভাইরাস
খ. বাতাস
গ. পানি
ঘ. মশা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বায়ুর মাধ্যমে সংক্রামিত হয় কোন রোগটি?
ক. ইফ্লুয়েঞ্জা
খ. আমাশয়
গ. টাইফঢেড
ঘ. কলেরা
উত্তরঃ ক

প্রশ্নঃ যে সকল ভাইরাস ব্যাটেরিয়াকে আক্রমন করে, তাদেরকে বলা হয়-
ক. উদ্ভিদ ভাইরাস
খ. প্রাণী ভাইরাস
গ. ব্যাকটেরিওফাজ
ঘ. আক্রমনকারী ভাইরাস
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কোন রোগের নির্দিষ্ট লক্ষন নেই?
ক. এইডস
খ. গনোরিয়া
গ. গলগণ্ড রোগ
ঘ. গোদ রোগ
উত্তরঃ ক

প্রশ্নঃ দুধকে টক করে-
ক. ভাইরাস
খ. ব্যাকটেরিয়া
গ. ফাংগাস
ঘ. প্রোটোজোয়া
উত্তরঃ খ

সাধারণ বিজ্ঞান, জীববিজ্ঞান, রক্ত ও রক্তসংবহনতন্ত্র:

প্রশ্নঃ রক্তে শ্বেত কণিকা বেড়ে যাওয়াকে কি বলে-
ক. সিনসিটিয়াম
খ. লিউকোপোয়েসিস
গ. লিউকেমিয়া
ঘ. লিউকোপেনিযা
উত্তরঃ গ

প্রশ্নঃ একজন মানুষের শরীরে কি পরিমাণ রক্ত থাকে?
ক. ১০০০ লিটার
খ. ৭% of body’s weight
গ. ২০০০ লিটার
ঘ. শরীরের জলীয় অংশের ১০ ভাগ
উত্তরঃ খ

প্রশ্নঃ রক্ত জমাট বাধায় কোন কণিকা অংশ নেয়?
ক. লোহিত রক্ত কণিকা
খ. শ্বেত কণিকা
গ. অনুচক্রিকা
ঘ. অনুচক্রিকা ও লোহিত রক্তকণিকা
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন রক্ত গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলে?
ক. A রক্তগ্রুপকে
খ. B রক্তগ্রুপকে
গ. AB রক্তগ্রুপকে
ঘ. O রক্তগ্রুপকে
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন ব্লাডধারী সব গ্রুপকে রক্ত দিতে পারে?
ক. A
খ. AB
গ. B
ঘ. O
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রক্তে প্রোটিনের হার কত?
ক. ৪৫%
খ. ৫০%
গ. ৫৫%
ঘ. ৬০%
উত্তরঃ খ

প্রশ্নঃ রক্তশূন্যতা বলতে কি বুঝায়?
ক. রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পাওয়া
খ. রক্তের পরিমাণ কমে যাওয়া
গ. রক্তে অণুচক্রিকার পরিমাণ কমে যাওয়া
ঘ. রক্তরসের পরিমাণ কমে যাওয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন বাক্যটি সঠিক
ক. হৃৎপিন্ডে অলিন্দের অবস্থান উপরে
খ. হৃৎপিন্ডে নিলয়ের অবস্থান নিচে
গ. হৃৎপিন্ডে ২টি করে অলিন্দ ও নিলয় আছে
ঘ. উপরের সবগুলো
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পূর্ণবয়স্ক সুস্থ ব্যক্তির গড় নাড়ীর স্পন্দন কত?
ক. ৬৮
খ. ৮০
গ. ৭২
ঘ. ৯০
উত্তরঃ গ

প্রশ্নঃ লসিকা রক্ততন্ত্রে প্রত্যাবর্তন করে
ক. ধমনীর মাধ্যমে
খ. শিরার মাধ্যমে
গ. লসিকা নালীর মাধ্যমে
ঘ. কৈশিক নালিকার মাধ্যমে
উত্তরঃ গ

প্রশ্নঃ হৃদপিন্ডের আবরণকারী পদার্থের নাম?
ক. পেরিটোনিয়াম
খ. পেরিকার্ডিয়াম
গ. প্লুরা
ঘ. যকৃতে
উত্তরঃ খ

প্রশ্নঃ মানুষের হৃৎপিন্ডে কতটি প্রকোষ্ঠ থাকে?
ক. দুটি
খ. চারটি
গ. ছয়টি
ঘ. আটটি
উত্তরঃ খ

প্রশ্নঃ রক্তে হিমোগ্লোবিন থাকে-
ক. প্লাজমায়
খ. শ্বেত রক্ত কণিকায়
গ. লোহিত রক্তকণিকায়
ঘ. অনুচক্রিকায়
উত্তরঃ গ

প্রশ্নঃ মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে?
ক. হৃদযন্ত্রে
খ. বৃক্কে
গ. ফুসফুসে
ঘ. প্লিহাতে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ শীতল রক্তবিশিষ্ট প্রাণী?
ক. হাঙ্গর
খ. পেঙ্গুইন
গ. কবুতর
ঘ. ব্যাঙ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ হৃৎপিন্ডের প্রকোষ্ঠের প্রসারণকে বলা হয়–
ক. সিস্টোল
খ. ডায়াস্টোল
গ. উভয়টিই সত্য
ঘ. কোনটিই সত্য নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ রক্তের লোহিত কণিকা তৈরি হয়
ক. তরুনাস্থিতে
খ. হরিদ্রা অস্থিমজ্জায়
গ. লোহিত অস্থিমজ্জায়
ঘ. যকৃতে
উত্তরঃ গ

প্রশ্নঃ দেহের অভ্যন্তরে রক্ত জমাট বাধে না কেন?
ক. রক্তে হেপারিন থাকায়
খ. রক্ত চলাচলের জন্য
গ. মাংশপেশির ক্রিয়ায়
ঘ. জারন ক্রিয়ায়
উত্তরঃ ক

প্রশ্নঃ যে প্রাণীর তিনটি হৃৎপিণ্ড রয়েছে-
ক. হাঙ্গর
খ. কাটল ফিস
গ. কস্তুরী মৃগ
ঘ. বানর
উত্তরঃ খ

প্রশ্নঃ লসিকার বৈশিষ্ট্য কোনগুলো?
ক. ক্ষারীয়
খ. লোহিত রক্তকণিকা অনুপস্থিত
গ. শ্বেত রক্তকণিকা অনুপস্থিত
ঘ. উপরের ক ও খ উভয়ই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সিস্টোলিক চাপ বলতে বোঝায়-
ক. হৃৎপিন্ডের সংকোচন চাপ
খ. হৃৎপিন্ডের প্রসারণ চাপ
গ. হৃৎপিন্ডের প্রসারণ ও সংকোচন চাপ
ঘ. এর কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ What is Cardiograph?
ক. To measure blood
খ. To measure urine
গ. To measure stool
ঘ. To recorded movement of heart
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন প্রাণী শীতকালে শীতনিদ্রা যাপন করে?
ক. ব্যাঙ
খ. আরশোলা
গ. সাপ
ঘ. কেঁচো
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top