জীব বিজ্ঞান-০৮

প্রশ্নঃ অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি?
ক. পেনিসিলিন
খ. ইনসুলিন
গ. ফলিকএসিড
ঘ. অ্যামাইনো এসিড
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন হরমোন (প্রাণরস)-এর অভাবে ডায়াবেটিস রোগ হয়?
ক. থাইরক্সিন
খ. গ্লুকাগন
গ. এড্রিনালিন
ঘ. ইনসুলিন
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ মানুষের শরীরের সর্ববৃহৎ গ্রন্থি-
ক. এণ্ডোক্রাইন (Endocrine)
খ. যকৃত (Liver)
গ. অগ্নায়শয় (Pancreas)
ঘ. প্লীহা (Spleen)
উত্তরঃ খ

প্রশ্নঃ মানবদেহে রাসায়নিক দূত হিসেবে কাজ করে-
ক. স্নায়ুতন্ত্র
খ. হরমোন
গ. পেশী
ঘ. উৎসেচক
উত্তরঃ খ

প্রশ্নঃ লিভারের গ্লাইকোজেনকে ভেঙ্গে রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করে
ক. রেনিন অ্যানজিওটেনসিন
খ. ইনসুলিন
গ. থাইরয়েড স্টুমুলেটিং হরমোন
ঘ. গ্লুকাগন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন হরমোন রক্তে ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করে?
ক. ইনসুলিন
খ. গ্লুকাগন
গ. থাইরক্সিন
ঘ. থাইরোক্যালসিটোননিন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের জন্য/সংকটকালীন বা আপদকালীন হরমোন কোনটি?
ক. অ্যাডরিনালিন
খ. থাইরক্সিন
গ. গ্লুকাগন
ঘ. ইনসুলিন
উত্তরঃ ক

প্রশ্নঃ ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয়, সেটি হলো-
ক. চিনি জাতীয় খাবার বেশি খেলে এই রোগ হয়
খ. এই রোগ হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়
গ. এই রোগ মানবদেহের কিডনী বিনষ্ট করে
ঘ. ইনসুলিন নামক একটি হরমোনের অভাবে এই রোগ হয়
উত্তরঃ ক

প্রশ্নঃ চোখের পানির উৎস কোথায়?
ক. কর্নিয়া
খ. ল্যাক্রিমাল গ্রন্থি
গ. পিউপিল
ঘ. ফোবিয়া সেন্ট্রালিস
উত্তরঃ খ

প্রশ্নঃ চিকিৎসাবিজ্ঞান বিষয়ক কোন উক্তিটি সঠিক নয়?
ক. কুষ্ঠরোগ সংক্রামক নয়
খ. এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়
গ. চিনি জাতীয় খাবার বেশি খেলে ডায়াবেটিস রোগ হয়
ঘ. নিউমোনিয়া রোগে ফুসফুস আক্রান্ত হয়
উত্তরঃ গ

প্রশ্নঃ বায়োটেকনোলজির মাধ্যমে কোন হরমোন তৈরি করা হয়?
ক. থাইরক্সিন
খ. গ্লুকাগন
গ. গ্রোথ হরমোন
ঘ. প্যারাথাইরয়েড হরমোন
উত্তরঃ গ

প্রশ্নঃ ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?
ক. অগ্ন্যাশয় হতে
খ. প্যানক্রিয়াস হতে
গ. লিভার হতে
ঘ. পিটুইটারী গ্ল্যান্ড হতে
উত্তরঃ ক

প্রশ্নঃ বহুমূত্র রোগে কোন হরমোনের দরকার?
ক. ইনসুলিন
খ. থাইরক্সিন
গ. এনড্রোজেন
ঘ. এস্ট্রোজেন
উত্তরঃ ক

প্রশ্নঃ ডায়াবেটিস এর চিকিৎসায় কোন ঔষধ (হরমোন) ব্যবহৃত হয়?
ক. ভিটামিন
খ. পেনিসিলিন
গ. ইনসুলিন
ঘ. এড্রিনালিন
উত্তরঃ গ

প্রশ্নঃ মানবদেহের ৭৯তম অঙ্গ কোনটি?
ক. লসিকা নোড
খ. টনসিল
গ. স্পিলিন
ঘ. মেসেনটরি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মানবদেহে অঙ্গের সংখ্যা কত?
ক. ৭৮টি
খ. ৭৬টি
গ. ৭৫টি
ঘ. ৭৯টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ইনসুলিন নিঃসৃত হয় কোন গ্রন্থি থেকে?
ক. যকৃত
খ. থাইরয়েড গ্রন্থি
গ. অগ্ন্যাশয়
ঘ. পিটুইটারি গ্রন্থি
উত্তরঃ গ

সাধারণ বিজ্ঞান, জীববিজ্ঞান, জীববিজ্ঞানের বিকাশ ও জীববিজ্ঞানের শাখা:

প্রশ্নঃ কোষ আবিষ্কার করেন কে?
ক. রবার্ট হুক
খ. রবার্ট ব্রাউন
গ. রবার্ট চার্লস
ঘ. রবার্ট সেইডন
উত্তরঃ ক

প্রশ্নঃ এপিকালচার বলতে কি বুঝায়?
ক. রেশম চাষ
খ. মৎস্য চাষ
গ. মৌমাছি পালন
ঘ. পাখি পালন বিদ্যা
উত্তরঃ গ

প্রশ্নঃ পৃথিবীর আকার ও আয়তন সম্পর্কীয় বিদ্যা কি?
ক. জিওলজি
খ. অ্যাষ্ট্রলজি
গ. জিওফিজিক্স
ঘ. জিওডেসি
উত্তরঃ ক

প্রশ্নঃ কাকে ইতিহাসের জনক/পিতা বলা হয?
ক. যুসিডাইজিস
খ. হেরোডোটাস
গ. এরিস্টটল
ঘ. টয়েনবি
উত্তরঃ খ

প্রশ্নঃ উদ্ভিদ বিজ্ঞানের জনক কে?
ক. ডারউইন
খ. জোহান মেন্ডেল
গ. থিওফ্রাস্টাস
ঘ. ক্যারোলাস লিনিয়াস
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘জীব থেকে জীবের উৎপত্তি হয়’ এ সম্পর্কে আলোকপাত করেন-
ক. লুই পাস্তুর
খ. রবার্ট ব্রাউন
গ. এরিস্টটল
ঘ. কানটানা
উত্তরঃ গ

প্রশ্নঃ Existentialism কি?
ক. একটি দার্শনিক মতবাদ
খ. প্রাণি বিদ্যার একটি তত্ত্ব
গ. ভূ-বিদ্যার একটি তত্ত্ব
ঘ. পদার্থবিদ্যার একটি তত্ত্ব
উত্তরঃ ক

প্রশ্নঃ মৌমাছি পালন বিদ্যা-
ক. এভিকালচার
খ. এপিকালচার
গ. পিসিকালচার
ঘ. সেরিকালচার
উত্তরঃ খ

প্রশ্নঃ যক্ষ্মা রোগের জীবাণু আবিষ্কার করেন কে?
ক. ল্যাভয়সিয়ে
খ. রবার্ট কচ
গ. রোলান্ড রস
ঘ. লুই পাস্তুর
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘পিসিকালচার’ বলতে কি বোঝায়?
ক. হাঁস-মুরগি পালন
খ. মৌমাছি পালন
গ. মৎস্য চাষ
ঘ. রেশম চাষ
উত্তরঃ গ

প্রশ্নঃ ধ্বনিতত্ত্ব সম্পর্কীয় বিদ্যা-
ক. ফনেটিক্স
খ. হাইড্রোলজি
গ. হিস্টোলজি
ঘ. ফিজিওলজি
উত্তরঃ ক

প্রশ্নঃ ইকোলজি (Ecology) এর বিষয়বস্তু হচ্ছে-
ক. সাংগঠনিক মর্যাদার স্তর নির্দেশ
খ. সরকার এবং অর্থনৈতিক অবস্থার সম্পর্ক চর্চা
গ. প্রাণিজগতের পরিবেশের সঙ্গে অভিযোজনের উপায় নির্দেশ
ঘ. জনসংখ্যার গঠন
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!