জীব বিজ্ঞান-০৫

প্রশ্নঃ কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
ক. ভিটামিন এ
খ. ভিটামিন বি
গ. ভিটামিন সি
ঘ. ভিটামিন ডি
উত্তরঃ ক

প্রশ্নঃ সূর্যকিরণ হতে যে ভিটামিন পাওয়া যায়-
ক. ডি
খ. বি
গ. সি
ঘ. এ
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ সুষম খাদ্যের উপাদান কয়টি?
ক. ৪টি
খ. ৫টি
গ. ৬টি
ঘ. ৮টি
উত্তরঃ গ

প্রশ্নঃ দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ/শৈবালের অন্তর্ভুক্তি, কোন রোগের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করবে?
ক. হাইপো-থাইরয়ডিজম (HYPOTHYROIDISM)
খ. রাতকানা
গ. এনিমিয়া
ঘ. কোয়াশিয়রকর (KWASHIORKOR)
উত্তরঃ ক

প্রশ্নঃ চা পাতায় কোন ভিটামিন থাকে?
ক. ভিটামিন-এ
খ. ভিটামিন-কে
গ. ভিটামিন-বি কমপ্লেক্স
ঘ. ভিটামিন-ই
উত্তরঃ গ

প্রশ্নঃ আমাদের দেশে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির প্রায় গড় ক্যালরি শক্তির প্রয়োজন-
ক. ১৬০০ ক্যালরি
খ. ২০০০ ক্যালরি
গ. ২৫০০ ক্যালরি
ঘ. ২৮০০ ক্যালরি
উত্তরঃ গ

প্রশ্নঃ ভিটামিন ‘সি’ এর অপর নাম কি?
ক. সাইট্রিক এসিড
খ. ফলিক এসিড
গ. এয়াসকরবিক এসিড
ঘ. রিবোফ্লেবিন
উত্তরঃ গ

প্রশ্নঃ ………… অভাবে ঠোঁটে ও জিহবায় ঘা হয়?
ক. ভিটামিন ‘এ’
খ. ভিটামিন ‘বি’
গ. ভিটামিন ‘সি’
ঘ. ভিটামিন ‘ডি’
উত্তরঃ খ

প্রশ্নঃ বিষাক্ত নিকোটিন থাকে-
ক. চায়ে
খ. কফিতে
গ. গাঁজায়
ঘ. তামাকে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ হাড় ও দাঁতকে মজবুত করে-
ক. আয়োডিন
খ. আয়রন
গ. ম্যাগনেসিয়াম
ঘ. ফসফরাস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মানবদেহে অত্যাবশ্যকীয় এমাইনো এসিড কোনটি?
ক. এনানিন
খ. টাইরোসিস
গ. সিসটিন
ঘ. ফিনাইল এলানিন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কঁচু শাকে বেশি থাকে/কঁচুশাক যে উপাদানের জন্য বিশেষভাবে মূল্যবান তা হলো-
ক. লৌহ
খ. ক্যালসিয়াম
গ. ভিটামিন
ঘ. আয়োডিন
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন খাদ্যে প্রোটিন বেশি?
ক. ভাত
খ. গরুর গোস্ত
গ. মসুর ডাল
ঘ. ময়দা
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘মিষ্টি কুমড়া’ কোন ধরনের খাদ্য?
ক. শ্বেতসার
খ. আমিষ
গ. স্নেহ জাতীয়
ঘ. ভিটামিন
উত্তরঃ ক

প্রশ্নঃ সামুদ্রিক মাছে পাওয়া যায়-
ক. আয়োডিন
খ. ক্যালসিয়াম
গ. ফসফরাস
ঘ. লৌহ
উত্তরঃ ক

প্রশ্নঃ সুক্রোজ গঠিত হয়-
ক. ১ অণু গ্লুকোজ এবং ১ অণু ফ্রুক্টোজ দ্বারা
খ. ১ অণু গ্লুকোজ এবং ১ অনু গ্যালাকটোজ দ্বারা
গ. ২ অণু গ্লুকোজ দ্বারা
ঘ. ২ অণু ফ্রুক্টোজ দ্বারা
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি মাদক নয়?
ক. হেরোইন
খ. ফেনসিডিল
গ. মরফিন
ঘ. প্যারাসিটামল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ প্রোটিনের অভাবে মানুষের কি রোগ হয়?
ক. কোয়াশিয়কর
খ. ডিপথেরিয়া
গ. বেরিবেরি
ঘ. রিকেটস
উত্তরঃ ক

প্রশ্নঃ গলগণ্ড রোগ হয় কিসের অভাবে?
ক. আয়োডিন
খ. ভিটামিন-এ
গ. ভিটামিন
ঘ. ভিটামিন-সি
উত্তরঃ ক

প্রশ্নঃ স্নেহ পদার্থ নিম্নের কোনটিতে দ্রবণীয়?
ক. তেলে
খ. পানিতে
গ. তেল ও পানির মিশ্রণে
ঘ. ঘৃতে
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোন ভিটামিন পানীতে দ্রবণীয়?
ক. ভিটামিন সি ও বি
খ. ভিটামিন এ
গ. ভিটামিন ডি
ঘ. ভিটামিন ই
উত্তরঃ ক

প্রশ্নঃ একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে লোহার পরিমান
ক. ০.৫-১ গ্রাম
খ. ২-৬ গ্রাম
গ. ১০-১৫ গ্রাম
ঘ. ২৫-৩৬ গ্রাম
উত্তরঃ খ

প্রশ্নঃ চা পাতায় কোন ভিটামিন থাকে?
ক. ভিটামিন-ই
খ. ভিটামিন-কে
গ. ভিটামিন-বি কমপ্লেক্স
ঘ. ভিটামিন এ
উত্তরঃ গ

প্রশ্নঃ স্কার্ভি রোগের প্রতিষেধক হিসেবে ডাক্তারগণ কোন ভিটামিন গ্রহণ করতে উপদেশ দেন?
ক. ভিটামিন ‘এ’
খ. ভিটামিন ‘ব’
গ. ভিটামিন ‘সি’
ঘ. ভিটামিন ‘ডি’
উত্তরঃ গ

প্রশ্নঃ নেশা সামগ্রী ‘আফিমের’ মূল উৎস হলো-
ক. আঙ্গুর
খ. গাঁজা
গ. ভাং
ঘ. পপি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ শরীরের আয়োডিনের অভাবে সাধারণতঃ কোন রোগ হয়?
ক. গলগণ্ড
খ. বেরিবেরি
গ. রাতকানা
ঘ. এইডস
উত্তরঃ ক

প্রশ্নঃ জীবদেহের অতিরিক্ত গ্লুকোজ কোথায় সঞ্চিত থাকে?/অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেন নামে দেহের কোন অংশে জমা থাকে
ক. প্লীহা
খ. যকৃৎ
গ. অগ্ন্যাশয়
ঘ. পিত্তথলি
উত্তরঃ খ

প্রশ্নঃ সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল কোনটি?
ক. কামরাঙ্গা
খ. লিচু
গ. পেয়ারা
ঘ. আমলকী
উত্তরঃ গ

প্রশ্নঃ মলা মাছে থাকে
ক. ভিটামিন-ডি
খ. ভিটামিন-সি
গ. ভিটামিন-বি
ঘ. ভিটামিন-এ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ দেহ কোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন?
ক. প্রোটিন
খ. ফ্যাট
গ. ভিটামিন
ঘ. কার্বহাইড্রেট
উত্তরঃ ক

প্রশ্নঃ সহজে সর্দি-কাশি হয় কোন ভিটামিনের অভাবে?
ক. ভিটামিন ‘ই’
খ. ভিটামিন ‘কে’
গ. ভিটামিন ‘সি’
ঘ. ভিটামিন ‘বি-১২’
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!