জীব বিজ্ঞান-০৩

প্রশ্নঃ উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান কয়টি?
ক. ৩টি
খ. ৬টি
গ. ৯টি
ঘ. ১৬টি
ঙ. কোনটিই নয়
উত্তরঃ ঙ

প্রশ্নঃ ক্লোরোফিল অণুর উপাদান কি?
ক. পটাশিয়াম
খ. বোরন
গ. নাইট্রোজেন
ঘ. ম্যাগনেসিয়াম
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান সংখ্যা-
ক. ১৩টি
খ. ১৫টি
গ. ১৭টি
ঘ. ২০টি
ঙ. কোনটিই নয়
উত্তরঃ ঙ

প্রশ্নঃ নিচের কোনটির অভাবে একটি পাতা ফ্যাকাশে রঙের হতে পারে-
ক. ফসফেট এবং লৌহ
খ. ম্যাগনেসিয়াম এবং লৌহ
গ. ম্যাগনেসিয়াম এবং পটাসিয়াম
ঘ. ফসফেট এবং পটাসিয়াম
উত্তরঃ খ

প্রশ্নঃ গাছের খাদ্য তালিকায় আছে-
ক. N, P, K, S & Zn
খ. Na, P, K , S & Zn
গ. N, B, K, S & Al
ঘ. N, P, K, S & Al
উত্তরঃ ক

প্রশ্নঃ উদ্ভিদ কোন মৌলিক উপাদান মাটি থেকে বেশি পরিমাণে গ্রহণ করে?
ক. ম্যাগনেসিয়াম
খ. ফসফরাস
গ. নাইট্রোজেন
ঘ. পটাসিযাম
উত্তরঃ গ

সাধারণ বিজ্ঞান, জীববিজ্ঞান, কঙ্কালতন্ত্র:

প্রশ্নঃ মানব দেহে মোট হাড়ের সংখ্যা কত/নরকংকালে মোট অস্থির সংখ্যা কত?
ক. ২০৬
খ. ২১৬
গ. ২২২
ঘ. ২৩০
উত্তরঃ ক

প্রশ্নঃ একজন সাধারণ মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে?
ক. ২০৬
খ. ৩০৬
গ. ৪০৬
ঘ. ৫০৬
উত্তরঃ ক

প্রশ্নঃ মানবদেহে মোট কশেরুকার সংখ্যা?/মানুষের মেরুদণ্ড কয়টি অস্থির সমন্বয়ে গঠিত?
ক. ৩১টি
খ. ৩২টি
গ. ৩৩টি
ঘ. ৩৪টি
উত্তরঃ গ

প্রশ্নঃ হাটুর হাড়ের অংশ কোনটি?
ক. প্যাটেলা
খ. ফিমার
গ. স্ক্যাপুলা
ঘ. টিবিয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটির মাধ্যমে পেশিগুলো অস্থির সাথে যুক্ত থাকে?
ক. টেনডন
খ. স্নায়ু
গ. ফিমার
ঘ. লিগামেন্ট
উত্তরঃ ঘ

সাধারণ বিজ্ঞান, জীববিজ্ঞান, কোষ:

প্রশ্নঃ একাধিক কোষ বিভন্ন কাজের জন্য মিলিতবাবে তৈরি করে
ক. অঙ্গ
খ. কলা
গ. জীব
ঘ. অণু
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি এককোষী প্রাণী?
ক. অ্যামিবা
খ. মাছ
গ. গরু
ঘ. ম্যালেরিয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ কোষের প্রাণশক্তি বলা হয় কোনটিকে?
ক. মাইটোকন্ড্রিয়া
খ. নিউক্লিয়াস
গ. ক্রোমসোম
ঘ. লিউকোপ্লাস্ট
উত্তরঃ ক

প্রশ্নঃ প্রাণীর বহুনিউক্লিয়াসযুক্ত কোষকে বলা হয়
ক. সিনোসাইট
খ. পিনোসাইট
গ. পেরিসাইট
ঘ. সিনসাইড্রিয়াম
ঙ. কোনটিই নয়
উত্তরঃ ঙ

প্রশ্নঃ কোন কোষে নিউক্লিয়াস থাকে না?
ক. লোহিত রক্তকণিকা
খ. স্পার্ম
গ. ডিম্বাণু
ঘ. লিভার কোষ
উত্তরঃ ক

প্রশ্নঃ যে কোষে একাধিক নিউক্লিয়াস থাকে–
ক. জনন কোষ
খ. পেশি কোষ
গ. স্নায়ু কোষ
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ আদিকোষ কোনটি?
ক. ভাইরাস
খ. ব্যাকটেরিয়া
গ. অ্যামিবা
ঘ. ভাইরাস ও অ্যামিবা
উত্তরঃ খ

প্রশ্নঃ জীবকোষের কোন স্থানে প্রোটিন সংশ্লেষিত হয়?
ক. মাইটোকন্ড্রিয়া
খ. নিউক্লিয়াস
গ. রাইবোজোম
ঘ. গলগি
উত্তরঃ গ

প্রশ্নঃ লিপিড, প্রোটিন ও পলিমার দিয়ে তৈরি কোষ প্রাচীর কোনটি?
ক. শৈবাল
খ. ছত্রাক
গ. ব্যাকটেরিয়া
ঘ. সপুষ্পক উদ্ভিদ
উত্তরঃ গ

প্রশ্নঃ উদ্ভিদ মাটি থেকে পানি ও খনিজ লবন পরিবহন করে কোন কলার মাধ্যমে?
ক. জাইলেম
খ. ফ্লোয়েম
গ. প্যারেনকাইমা
ঘ. স্কে¬রেনাইমা
উত্তরঃ ক

প্রশ্নঃ মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত
ক. ছত্রাকে
খ. ব্যাকটেরিয়ায়
গ. শৈবালে
ঘ. নিউরনে
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন কোষে একাধিক নিউক্লয়াস থাকে?
ক. রক্ত কোষ
খ. পেশী কোষ
গ. স্নায়ু কোষ
ঘ. জনন কোষ
উত্তরঃ খ

প্রশ্নঃ ফলের রং হলুদ হয় কি বেশি হলে?/পাকা ফলের রং হলুদ হয় কোন রাসায়নিক পদার্থের আধিক্যের কারণে
ক. ক্লোরোফিল বেশি হলে
খ. জ্যান্থোফিল বেশি হলে
গ. লাইকোপিন বেশি হলে
ঘ. ক্যারোটিন বেশি হলে
উত্তরঃ খ

প্রশ্নঃ সবুজ প্লাস্টিডের নাম-
ক. ক্রোমপ্লাষ্ট
খ. লিওকোপ্লাষ্ট
গ. ক্লোরপ্লাষ্ট
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ মাইটোকন্ড্রিয়ার কোষে কি ধরনের অঙ্গাণু আছে?
ক. রেচন অঙ্গানু
খ. পরিপাক অঙ্গাণু
গ. শ্বসন অঙ্গাণু
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!