ক্যারিশম্যাটিক নেতা বঙ্গবন্ধু

ক্যারিশম্যাটিক নেতা | সম্মোহনী নেতৃত্বের অধিকারী বিশিষ্ট রাজনৈতিক নেতাকে ক্যারিশম্যাটিক নেতা বলা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্বে, আচরণে ও ব্যবহারে নিমেষেই সবাই আবিষ্ট হয়ে পড়তেন। বঙ্গবন্ধু তাঁর বক্তব্যে এমন শব্দ ব্যবহার করতেন যা কৃষক-শ্রমিক-রাজনীতিক-শিক্ষক সবাই বুঝতে পারতেন। চুম্বকের মতো তিনি শ্রোতাদের টানতেন।

আবার বাঙালির অধিকার আদায় ও স্বাধীনতা অর্জনে তাঁর প্রয়োজন ও ভূমিকা ছিল অপরিহার্য। তৎকালীন অনেক বাঘা বাঘা নেতৃত্বকে পেছনে ফেলে বঙ্গবন্ধু সবার ঊর্ধ্বে উঠতে পেরেছিলেন তাঁর সাহস ও স্বকীয়তায়। তাঁর আপোসহীন ও আকর্ষণীয় নেতৃত্বদানের মাধ্যমেই বাঙালি পেয়েছে হাজার বছরের কাঙ্ক্ষিত স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।

এ জন্যই বঙ্গবন্ধুকে ক্যারিশম্যাটিক নেতা বলা হয়। ক্যারিসম্যাটিক চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে ১৯৭৩ সালে জুলিও কুরি পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা শেখ মুজিবুর রহমানকে বিশ্ববন্ধু বলে সম্মান প্রদর্শন করেন।

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।
Ahasanur Haque Saikat Talukder

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top