মুঘল আমল – বাংলাদেশের ইতিহাস

০১। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ? উত্তরঃ জহিরউদ্দীন মুহাম্মদ বাবর।
০২। পরিবিবির মৃত্যু হয় কোন সালে? উত্তরঃ ১৬৮৪ সালে।
০৩। শায়েস্তা খান কে ছিলেন? উত্তরঃ শাহজাহানের প্রধানমন্ত্রী আসক খানের ছেলে।
০৪। শায়েস্তা খানের পূর্ন নাম কি? উত্তরঃ মির্জা আবু তালেব ওরফে শায়েস্তা খান।
০৫। শায়েস্তা খান কোন সালে সুবেদার হয়ে বাংলায় আসেন? উত্তরঃ ১৬৬৪ সালে।

০৬। শায়েস্তা খান কোন সালে দ্বিতীয়বার ঢাকায় আসেন? উত্তরঃ ১৬৮০ সালে।
০৭। শায়েস্তা খান মোট কত বছর বাংলায় থাকেন? উত্তরঃ মোট ২৪ বছর।
০৮। বাবরের মৃত্যু পর বাংলার মসনদে কে উপবিষ্ট হন ? উত্তরঃ নাসির উদ্দীন মুহম্মদ হুমায়ুন।
০৯। কোন যুদ্ধের ফলে বাংলাদেশ মুঘল সাম্রাজ্যের অর্ন্তভুক্তি হয়? উত্তরঃ রাজমহলের যুদ্ধে।
১০। লালবাগ কেল্লার সামনের এক গম্বুজওয়ালা কারুকাজ মন্ডিত স্থাপত্য নিদর্শন কি? উত্তরঃ পরিবিবির মাজার।

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

১১। লালবাগে পরিবিবির সমাধিসৌধ কে তৈরী করেন ? উত্তরঃ শায়েস্তা খান।
১২। পরিবিবি কে ছিলেন ? উত্তরঃ নবাব শায়েস্তার খানের কন্যা।
১৩। পরিবিবির আমল নাম কি? উত্তরঃ ইরান দুখত।
১৪। শায়েস্তা খান ঢাকায় কোথায় থাকতেন? উত্তরঃ মিডর্ফোড হাসপাতাল প্রাঙ্গনে, বুড়িগঙ্গার তীরে।
১৫। কোন সালে সুবাদার ইসলাম খান ঢাকায় রাজধানী স্থাপন করেন ? উত্তরঃ ১৬১০ সালে।

১৬। কার আমলে লালবাগের শাহী মসজিদ নির্মিত হয় ? উত্তরঃ যুবরাজ মোহাম্মদ আযম- এর আমলে।
১৭। শাহ মোহম্মদ আজম কে ছিলেন? উত্তরঃ সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় সন্তান।
১৮। শাহ মোহম্মদ আজম কোন সালে লালবাগ দুর্গের কাজ আরম্ভ করেন? উত্তরঃ ১৬৭৮ সালে।
১৯। শাহ মোহম্মদ আজম প্রথমে লালবাগ কেল্লার নামকরণ করেন? উত্তরঃ কিল্লা আওরঙ্গবাদ।
২০। লালবাগ দুর্গ প্রাঙ্গনের দৈর্ঘ্য কত? উত্তরঃ পূর্ব-পশ্চিমে ১২০০ ফুট ও উত্তর-দক্ষিণে ৮০০ ফুট।

২১। মুঘল সাম্রাজ্যের শৌর্যবীর্যের প্রতীক সম্রাট আকবরের মৃত্যু হয় কোন সালে? উত্তরঃ ১৬০৫ সালে।
২২। ইসলাম খান কোথা থেকে ঢাকায় রাজধানী স্থাপন করেন? উত্তরঃ রাজমহল থেকে।
২৩। ঢাকার দোলাই খাল কে খনন করেন? উত্তরঃ সুবেদর ইসলাম খান।
২৪। পানিপথের দ্বিতীয় যুদ্ধ অনুষ্ঠিত হয় কোন সালে? উত্তরঃ ১৫৫৬ সালে।
২৫। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কার কার মধ্যে অনুষ্ঠিত হয়? উত্তরঃ আকবরের সেনাপতি বৈরাম খান ও হিমুর।

২৬। পানিপথের তৃতীয় যুদ্ধ অনুষ্ঠিত হয় কোন সালে? উত্তরঃ ১৭৬১ সালে।
২৭। পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে অনুষ্ঠিত হয়? উত্তরঃ আহমেদ শাহ আবদালী ও মারাঠাদের।
২৮। শেরশাহ কোন যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে দিল্লীর সিংহাসন দখল করেন? উত্তরঃ কনৌজের যু্‌দ্ধ।
২৯। বাংলাকে কে ‘জান্নাতাবাদ’ বলে ঘোষনা করেন? উত্তরঃ সম্রাট হুমায়ুন।
৩০। কাদের রাজত্বকালে বিশ্ব বিখ্যাত মসলিন বস্ত্র তৈরী হত? উত্তরঃ মুঘল আমলে।

৩১। ঈসা খানের রাজধানী কোথায় ছিল ? উত্তরঃ সোনারগাঁয়ে।
৩২। রাজস্ব আদায়ের জন্য কে ইজারাদারী প্রথা প্রবর্তন করেন ? উত্তরঃ মুর্শিদকুলি খান।
৩৩। সম্রাট আকবর বাংলা জয় করেন কবে ? উত্তরঃ ১৫৭৬ সালে।
৩৪। কত সালে শাহবাজ খান বাংলার সুবাদার নিযু্‌ক্ত হন ? উত্তরঃ ১৮৫৩ সালে।
৩৫। চট্টগ্রামের নাম ইসলামাবাদ রাখেন কে? উত্তরঃ শায়েস্তা খান।

৩৬। ভারতবর্ষে ঘোড়ার ডাকের প্রচলন করেন কে? উত্তরঃ শেরশাহ।
৩৭। ‘গ্রান্ড ট্রাঙ্ক রোড’ কে নির্মান করেন? উত্তরঃ শেরশাহ।
৩৮। ‘দাম’ নামক মুদ্রা দিল্লীর কোন সুলতানের সময় প্রচলিত ছিল? উত্তরঃ শেরশাহ।
৩৯। আকবর দিল্লীর সিংহাসনে বসার সময় তার বয়স কত? উত্তরঃ ১৩ বছর।
৪০। সম্রাট আকবরের প্রবর্তিত ধর্মের নাম কি? উত্তরঃ দীন-ই-ইলাহী।

৪১। কোন মুঘল সম্রাট Prince of Builders নামে খ্যাত? উত্তরঃ সম্রাট শাহজাহান।
৪২। দিল্লীর ‘দেওয়ান-ই-আম’ ও ‘দেওয়ান-ই-খাস’ নির্মান করেন কে? উত্তরঃ সম্রাট শাহজাহান।
৪৩। আগ্রার জামে মসজিদ নির্মান করেন কে? উত্তরঃ সম্রাট শাহজাহান।
৪৪। ময়ূর সিংহাসনের নির্মাতা কে ছিলেন ? উত্তরঃ সম্রাট শাহজাহান।
৪৫। ময়ূর সিংহাসন কে লুন্ঠন করেন? উত্তরঃ পারস্যের নাদির শাহ (১৭৩৯)।

৪৬। ময়ূর সিংহাসন বর্তমানে রক্ষিত আছে? উত্তরঃ ইরানে।
৪৭। দিল্লীর লাল কেল্লা কে নির্মান করেন? উত্তরঃ শাহজাহান।
৪৮। সর্বশেষ মোগল সম্রাট কে? উত্তরঃ দ্বিতীয় বাহাদুর শাহ।
৪৯। কার আমলে সমগ্র বাংলা ‘সুবহ-ই-বাঙ্গালাহ’ নামে পরিচিক ছিল? উত্তরঃ সম্রাট আকবর।
৫০। কোন মুঘল সম্রাট ‘জিজিয়া কর’ রহিত করেন? উত্তরঃ সম্রাট আকবর।

৫১। সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন? উত্তরঃ টোডরমল।
৫২। ‘অমৃতসর’ স্বর্ণ মন্দির কোন সম্রাটের আমলে তৈরী হয়? উত্তরঃ সম্রাট আকবরের।
৫৩। কোন মোঘল সম্রাট ‘বুলান্দ দরওয়াজা’ নির্মান করেন? উত্তরঃ সম্রাট আকবর।
৫৪। আকবর কোন রাজপুত রমনীর পাণি গ্রহন করেছিলেন? উত্তরঃ জোধা বাঈ।
৫৫। সম্রাট আকবরের সমাধি কোথায় অবস্থিত? উত্তরঃ সেকেন্দ্রায়।

৫৬। সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের সমাধি কোথায় অবস্থিত? উত্তরঃ রেঙ্গুনে (ইয়াঙ্গুন), মায়ানমার।
৫৭। মারাঠা বংশের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন? উত্তরঃ শিবাজী।
৫৮। শিবাজীর তরবারির আঘাতে কার আঙ্গুল কাটাঁ যায়? উত্তরঃ শায়েস্তা খানের।
৫৯। হুসেনী দালাল (ইমাম বাড়ি) কে নির্মান করেন? উত্তরঃ মীর মুরাদ।
৬০। ঢাকার সাত গম্বুজ মসজিদ কবে কে, নির্মান করেন? উত্তরঃ ১৬৮০ সালে, নবাব শায়েস্তা খাঁ।

৬১। কোন মুঘল সুবাদার ঢাকার নাম জাহাঙ্গীর নগর রাখেন? উত্তরঃ ইসলাম খান।
৬২। বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? উত্তরঃ সিরাজউদ্দৌলা।
৬৩। বড় কাটরা কত সালে নির্মিত হয়? উত্তরঃ ১৬৪৪ সালে।
৬৪। বড় কাটরা কার আমলে নির্মিত হয়? উত্তরঃ সুবেদার ইসলাম খান।
৬৫। বাংলার বার ভুইয়ার মধ্যে শ্রেষ্ঠ ভুঁইয়া কে? উত্তরঃ ঈসা খান।

৬৬। কে বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় নিয়ে আসেন? উত্তরঃ মীর জুমলা।
৬৭। কার রাজত্বকালে মুর্শিদকুলী খান বাংলার দেওয়ান নিযুক্ত হন? উত্তরঃ আওরঙ্গজেব।
৬৮। কোন সম্রাটের মৃত্যুর পর মুর্শিদকুলী খান স্বাধীনভাবে বাংলাদেশ শাসন করেন? উত্তরঃ আওরঙ্গজেব।
৬৯। কোন মুঘল সুবেদার পর্তুগ্রীজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন? উত্তরঃ শায়েস্তা খান।
৭০। মুর্শিদকুলী খান কত সালে ইন্তেকাল করেন? উত্তরঃ ১৭২৭ সালে।
৭১। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? উত্তরঃ মুর্শিদকুলী খান।
৭২। বাংলার কোন সুুবেদার আরাকান জঙ্গলে নিখোঁজ হন? উত্তরঃ শাহ মোহাম্মদ সুজা।
৭৩। মূঘল সুবেদারদের প্রথম রাজধানী কোথায় ছিল? উত্তরঃ মুর্শিদাবাদ।

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!