ইংরেজিসহ কিছু প্রবাদ বাক্য

01. চোর পালালে বুদ্ধি বাড়ে।

= After death comes the doctor.

02. অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু।

= A friend in need is a friend indeed.

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

03. ইচ্ছা থাকলে উপায় হয়।

= Where there is will,there is a way.

04. আয় বুঝে ব্যয় কর।

= Cut your coat according to your cloth.

05. যত গর্জে তত বর্ষে না।

= Barking dog seldom bites.

06. যেমন কর্ম তেমন ফল।

= As you sow,so you reap.

07. বাপকা বেটা;সিপাইকা ঘোড়া।

= Like father like son.

08. অতি লোভে তাতি নষ্ট।

= Grasp all,lose all.

09. এক হাতে তালি বাজে না।

= It takes two to make a quarrel.

10. পরিশ্রমই সৌভাগ্যের চাবিকাঠি।

= Industry is the key to success.

11. গাইতে গাইতে গায়েন।

= Practice makes a man perfect.

12. নাই মামার চেয়ে কানা মামা ভাল।

= Something is better than nothing.


আরো পড়ুন:


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!