আন্তর্জাতিক বিষয়াবলী-৭৫

প্রশ্নঃ কোন সময়ে আমেরিকায় অর্থনৈতিক মহামন্দা দেখা দেয়?
ক. ১৯১৮ থেকে ১৯৩৩
খ. ১৯২৮ থেকে ১৯৩৩
গ. ১৯২৮ থেকে ১৯৪০
ঘ. ১৮২৮ থেকে ১৮৩৩
উত্তরঃ গ

প্রশ্নঃ ভারতের মোট অঙ্গরাজ্য সংখ্যা—
ক. ২৫ টি
খ. ২৭ টি
গ. ২৮টি
ঘ. ২৯ টি
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ তিব্বতের ধর্মীয় নেতাকে বলা হয়
ক. পোপ
খ. ভিক্ষু
গ. দালাইলামা
ঘ. কনফুসিয়াস
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ইথিওপিয়া’ দেশের পুরাতন নাম কি ছিল?
ক. রোডেশিয়া
খ. জায়ার
গ. জেনেভা
ঘ. সলসবেরি
ঙ. আবিসিনিয়া
উত্তরঃ ঙ

প্রশ্নঃ Which country has no seaport?/কোন দেশটির কোন সমুদ্রবন্দর নেই?
ক. মালদ্বীপ(Maldives)
খ. নেপাল(Nepal)
গ. গ্রিস(Greece)
ঘ. ভেনিজুয়েলা(Venezuela)
উত্তরঃ খ

প্রশ্নঃ জনসংখ্যার ঘনত্বে শীর্ষ দেশ কোনটি?
ক. বাংলাদেশ
খ. ভ্যাটিকান সিটি
গ. মোনাকো
ঘ. মালদ্বীপ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ম্যাকাও’ চীন সাগরে অবস্থিত একটি দ্বীপ যা কিনা একটি ইউরোপীয় দেশের কলোনী। ঐ ইউরোপীয় দেশটি কি?
ক. নেদারল্যান্ড
খ. স্পেন
গ. পর্তুগাল
ঘ. ইউ.কে
উত্তরঃ গ

প্রশ্নঃ যুক্তরাষ্ট্রকে ‘স্ট্যাচু অব লিবার্টি’ নিম্নের কোন দেশ উপহার দেয়?
ক. বেলজিয়াম
খ. যুক্তরাজ্য
গ. ইতালি
ঘ. ফ্রান্স
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন দেশ এশিয়া ও ইউরোপ উভয় মহাদেশে বিস্তৃত?
ক. ইরান
খ. পাকিস্তান
গ. তুরস্ক
ঘ. ইরাক
উত্তরঃ গ

প্রশ্নঃ স্লোভাকিয়ার রাজধানীর নাম কি?
ক. প্রাগ
খ. ব্রাটিস্লাভা
গ. হেলসিংকি
ঘ. বুদাপেস্ট
উত্তরঃ খ

প্রশ্নঃ আন্দালুসিয়া যে দেশের পূর্বতন নাম-
ক. ফ্রান্স
খ. স্পেন
গ. জার্মানি
ঘ. পর্তুগাল
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘পুত্রজায়া’ হলো-
ক. মালির রাজধানী
খ. মালদ্বীপের রাজধানী
গ. মালাউইর রাজধানী
ঘ. মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কার্যালয়কে বলা হয়?
ক. পেণ্টাগন বিল্ডিং
খ. ওভাল অফিস
গ. হোয়াইট হাউস
ঘ. হোয়াইট হল
উত্তরঃ খ

প্রশ্নঃ ব্রহ্মদেশ বর্তমানে কী নামে পরিচিত?
ক. মায়ানমার
খ. জাপান
গ. থাইল্যান্ড
ঘ. ভিয়েতনাম
উত্তরঃ ক

প্রশ্নঃ Apartheid in south Africa was concerned with:
ক. Tribal conflict
খ. Separation of black & white races
গ. Trade sanctions
ঘ. Freedom movement
উত্তরঃ খ

প্রশ্নঃ দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট কে ছিলেন
ক. ড বোথা
খ. ইয়ান সলসবারি
গ. ইয়ান স্মিথ
ঘ. এফ. ডব্লিউ ক্লার্ক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট
ক. থাবো এমবেকি
খ. পালেমা মোতলান্থো
গ. নেলসন ম্যান্ডেলা
ঘ. জ্যাকেব জুমা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের দেশগুলোর মধ্যে কোনটি নগররাষ্ট্র?
ক. জায়ারে
খ. ইথিওপিয়া
গ. সিঙ্গাপুর
ঘ. আলাস্কা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘হোয়াইট হল’ অবস্থিত—
ক. যুক্তরাষ্ট্রে
খ. যুক্তরাজ্যে
গ. ইতালিতে
ঘ. কানাডায়
উত্তরঃ খ

প্রশ্নঃ বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন (২০১৫) অনুযায়ী বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যা কত?
ক. ৭৩৪ কোটি ৫০ লক্ষ
খ. ৭৩৪ কোটি ৭৫ লক্ষ
গ. ৭৩৪ কোটি ৯০ লক্ষ
ঘ. ৭৩৪ কোটি ৮৫ লক্ষ
উত্তরঃ গ

প্রশ্নঃ ব্রিটেনের বণিক সম্প্রদায় যুক্তরাষ্ট্রের কতটি অঙ্গরাজ্যে উপনিবেশ গড়ে তুলেছিল?
ক. ৯টি
খ. ১১টি
গ. ১৩টি
ঘ. ১৭টি
উত্তরঃ গ

প্রশ্নঃ নেলসন ম্যান্ডেলাকে কত সালে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয?
ক. ১৯৬২
খ. ১৯৬৪
গ. ১৯৬৫
ঘ. ১৯৭০
উত্তরঃ খ

প্রশ্নঃ বুখারেস্ট কোথায় অবস্থিত?
ক. হাঙ্গেরিতে
খ. আলবেনিয়ায়
গ. রোমানিয়ায়
ঘ. ইথিওপিয়ায়
উত্তরঃ গ

প্রশ্নঃ Land of Ruby নামে পরিচিত কোন অঞ্চল?
ক. মেঘালয়
খ. মোগক উপত্যকা
গ. সাব সাহারা
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ ভারতের কোন প্রদেশে অজন্তা ও ইলোরা গুহাদ্বয় অবস্থিত?
ক. গুজরাট
খ. মহারাষ্ট্র
গ. তামিলনাড়
ঘ. কর্ণাটক
উত্তরঃ খ

প্রশ্নঃ Chancellor of Ex-chequer বলা হয়–
ক. USA এর অর্থমন্ত্রীকে
খ. ব্রিটেনের অর্থমন্ত্রীকে
গ. রাশিয়ার অর্থমন্ত্রীকে
ঘ. ভারতের অর্থমন্ত্রীকে
উত্তরঃ খ

প্রশ্নঃ আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস বা ANS কবে গঠিত হয়েছিল?
ক. ১৯১২ সালে
খ. ১৯১৩ সালে
গ. ১৯১৪ সালে
ঘ. ১৯১৭ সালে
উত্তরঃ ক

প্রশ্নঃ বাম কোথায় অবস্থিত?
ক. ইরান
খ. সিরিয়া
গ. ইরাক
ঘ. আফগানিস্তান
উত্তরঃ ক

প্রশ্নঃ হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কি ছিল?
ক. ফুয়েরার
খ. সি.আই.এ
গ. কে.জি.বি
ঘ. গেস্টাপো
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ফ্যাসিজম এর প্রবর্তক কে ছিলেন ?
ক. হিটলার
খ. জেনারেল ফ্রাঙ্ক
গ. স্ট্যালিন
ঘ. মুসোলিনি
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!