আন্তর্জাতিক বিষয়াবলী-৬৫

প্রশ্নঃ ‘ফালুজা’ শহরটি কোন দেশে অবস্থিত?
ক. ইরাক
খ. সিরিয়া
গ. লিবিয়া
ঘ. ইরান
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি বিংশ শতাব্দীর শেষভাগে উপনিবেশবাদের নিগড় থেকে মুক্ত হয়?
ক. হংকং
খ. শ্রীলংকা
গ. ম্যাকাউ
ঘ. বাংলাদেশ
উত্তরঃ গ

প্রশ্নঃ চীনের ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ এ কর্মসূচীর প্রবক্তা কে?
ক. জ্যাক মা
খ. মা হুয়াটেং
গ. শি চিন পিং
ঘ. উপরের কেউ নয়
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০১৭ অনুযায়ী কোন দেশ বিশ্বে সর্বাধিক বিনিয়োগ করেছে?
ক. জাপান
খ. রাশিয়া
গ. চীন
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ ঘ

প্রশ্নঃ হোক্কাইডো দ্বীপটি কোথায় অবস্থিত–
ক. নরওয়ে
খ. মালদ্বীপ
গ. জাপান
ঘ. ইন্দোনেশিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ জিম্বাবুয়েকে আগে কি নামে ডাকা হতো?
ক. দক্ষিণ রোডেশিয়া
খ. উত্তর রোডেশিয়া
গ. আপার ভোল্টা
ঘ. নিয়াসিল্যান্ড
উত্তরঃ ক

প্রশ্নঃ আমেরিকার ডেমোক্র্যাট পার্টির প্রতীক?
ক. হাতি
খ. ঘোড়া
গ. ঈগল
ঘ. গাধা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ইংল্যান্ডের রানী এলিজাবেথের কোড নাম কি?
ক. ম্যানহাটন ব্রিজ
খ. লন্ডন ব্রিজ
গ. ওয়েম্বলি ব্রিজ
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ মহান পিটার যে দেশের শাসক ছিলেন?
ক. অস্ট্রিয়া
খ. রাশিয়া
গ. প্রুশিয়া
ঘ. ডেনমার্ক
উত্তরঃ খ

প্রশ্নঃ উলানবাটোর কোন দেশের রাজধানী?
ক. মঙ্গোলিয়া
খ. সোমালিয়া
গ. ঘানা
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ মলদোভার আইনসভার নাম কি?
ক. কংগ্রেস
খ. ডুমা
গ. পার্লামেন্ট
ঘ. নেসেট
উত্তরঃ গ

প্রশ্নঃ ভারত কত সালে প্রজাতন্ত্র ঘোষিত হয়?
ক. ১৯৪৮
খ. ১৯৫০
গ. ১৯৫১
ঘ. ১৯৫২
উত্তরঃ খ

প্রশ্নঃ আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস সে দেশের রানৈতিক দল
ক. ঘানা
খ. কঙ্গো
গ. দক্ষিণ আফ্রিকা
ঘ. কেনিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের কোন স্টেট এ নির্বাচক মন্ডলীর ভোটের (Electoral vote) সংখ্যা বেশী?
ক. নিউইয়র্ক
খ. ক্যালিফোর্নিয়া
গ. টেক্সাস
ঘ. ফ্লোরিডা
উত্তরঃ খ

প্রশ্নঃ নামিবিয়ার রাজধানী–
ক. কারাভু
খ. উইন্ডহুক
গ. প্রিটোরিয়া
ঘ. কোটাভি
উত্তরঃ খ

প্রশ্নঃ ইন্তিফাদা কি?
ক. প্যালেস্টাইন শান্তি বাহিনী
খ. প্যালেস্টাইন ইসরাইল চুক্তি
গ. প্যালেস্টাইনের জাগরণ
ঘ. প্যালেস্টাইন সামরিক ঘাঁটি
উত্তরঃ গ

প্রশ্নঃ মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন?
ক. ভারত
খ. আলজেরিয়া
গ. আলবেনিয়া
ঘ. ফ্রান্স
উত্তরঃ গ

প্রশ্নঃ যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয় কবে?
ক. ১৯৮০ সাল
খ. ১৯৭০ সাল
গ. ১৯৫০ সাল
ঘ. ১৯৬০ সাল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের আয়তন কত?
ক. ৩২২২০০০ বর্গমাইল
খ. ৩৩২০০০০ বর্গমাইল
গ. ৩৫২২০০০ বর্গমাইল
ঘ. ৩৬২২০০০ বর্গমাইল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিশ্বের প্রথম সৌরবিমানের উদ্ভাবক কোন দেশ?
ক. রাশিয়া
খ. চীন
গ. ভারত
ঘ. সুইজারল্যান্ড
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটিকে ইউরেশিয়ান রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয়?
ক. জাপান
খ. সৌদি আরব
গ. তুরস্ক
ঘ. ওমান
উত্তরঃ গ

প্রশ্নঃ ভারতের প্রথম নারী রাষ্ট্রপতির নাম কি?
ক. ইন্দিরা গান্ধী
খ. মমতা বন্দ্যোপাধ্যায়
গ. সোনিয়া গান্ধী
ঘ. প্রতিভা পাতিল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ হেলসিংকি কোন দেশের রাজধানী?
ক. সুইডেন
খ. নরওয়ে
গ. ফিনল্যান্ড
ঘ. পোল্যান্ড
উত্তরঃ গ

প্রশ্নঃ শ্রীলঙ্কার রাজধানী-
ক. হ্যানয়
খ. কলম্বো
গ. রেঙ্গুন
ঘ. সায়গন
উত্তরঃ খ

প্রশ্নঃ গণচীনের প্রতিষ্ঠাতা কে?
ক. মাও সেতুং
খ. সান ইয়াৎ সেন
গ. চিয়াং কাইশেক
ঘ. লিও শাও চি
উত্তরঃ ক

প্রশ্নঃ থাই মুসলমানদের সিংহভাগ সে দেশের যে অংশে বাস করে-
ক. উত্তর
খ. পশ্চিম
গ. পূর্ব
ঘ. দক্ষিণ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর কোনটি?
ক. সাইবেরিয়া
খ. ভ্লাদিভস্টক
গ. খাবারভস্ক
ঘ. বোখারা
উত্তরঃ খ

প্রশ্নঃ সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত
ক. কাঠমান্ডু
খ. কাশ্মীর
গ. ভুটান
ঘ. হিমাচল
উত্তরঃ খ

প্রশ্নঃ দারফুর সংকটের সঙ্গে জড়িত-
ক. জাতিগোষ্ঠী নির্মূলকরণ
খ. পরিবেশ দূষণ
গ. ভৌগোলিক সীমানা
ঘ. বাজারে প্রবেশ
উত্তরঃ ক

প্রশ্নঃ যুক্তরাজ্যের অর্থমন্ত্রীর সরকারি পদবি–
ক. চ্যান্সেলর অব এক্সচেকার
খ. লর্ড প্রিভি সিল
গ. সেক্রেটারি অব ট্রেজারি
ঘ. চিফ অব ফিন্যান্স
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top