আন্তর্জাতিক বিষয়াবলী-৫৫

প্রশ্নঃ Who is known as the ‘Lady of the lamp’?/‘লেডী উইথ দি ল্যাপ’ কে?
ক. Sorojini Naidu
খ. Hellen Killer
গ. Florence Nightingale
ঘ. Madame Teresa
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘আরবের নাইটিঙ্গেল’ বলা হয়-
ক. উম্মে হাফিজা
খ. উম্মে কুলসুম
গ. উম্মে সাদিয়া
ঘ. উম্মে মারিয়ম
উত্তরঃ খ

প্রশ্নঃ Man is born free, but is everywhere in chains-কার উক্তি?
ক. রুশো
খ. ভলতেয়ার
গ. কাল মার্কস
ঘ. জেএসমিল
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘জনসাধারণই সার্বভৌম ক্ষমতার অধিকারী’ উক্তিটি কার?
ক. কার্লমার্কস
খ. হিটলার
গ. রুশো
ঘ. প্লেটো
উত্তরঃ গ

প্রশ্নঃ কে বলেছেন ‘কাপুরুষেরা মরার আগে বহুবার মারা যায়, সাহসীরা একবার মৃত্যুবরণ করে’।
ক. উইলিয়াম শেক্সপিয়ার
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. উইনস্টন চার্চিল
ঘ. অলিভার গোল্ডস্মিথ
উত্তরঃ ক

প্রশ্নঃ First women Prime Minister in the world- অথবা, বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?
ক. বেনজির ভুট্টো(Benazir Bhutto)
খ. খালেদা জিয়া(Khalada Zia)
গ. শেখ হাসিনা(Sheikh Hasina)
ঘ. শ্রীমাভো বন্দরনায়েক(Sirimavo Bandaranaike)
ঙ. কোনটিই নয়(None of these)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী?
ক. ভারত
খ. যুক্তরাজ্য
গ. ইসরাইল
ঘ. শ্রীলংকা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যে রাষ্ট্রের মহিলাদের সামরিক কার্যক্রমে অংশগ্রহণ বাধ্যতামূলক-
ক. তুরস্ক
খ. সুইডেন
গ. সুইজারল্যান্ড
ঘ. ইসরায়েল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কে ‘ডেজার্ট ফক্স’ নামে পরিচিত?
ক. আনোয়ার সাদাত
খ. কামাল আতাতুর্ক
গ. মার্শাল টিটো
ঘ. ফিল্ড মার্শাল রোমেল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘Poets are the unacknowledged legistature of the world’- who told it?
ক. Browning
খ. Tennyson
গ. Shelley
ঘ. Byron
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘লিটল কর্পোরেল’ কার উপাধি?
ক. লাল বাহাদুর শাস্ত্রী
খ. সাদা বাহাদুর শাস্ত্রী
গ. আল খাওয়াজমি
ঘ. নেপোলিয়ান বেনপোর্ট
উত্তরঃ ঘ

প্রশ্নঃ Daughter of the Eastকাকে বলা হয়?
ক. বেনজির ভুট্টো
খ. অং সান সূচী
গ. ইন্দিরা গান্ধি
ঘ. সরোজিনী নাইডু
উত্তরঃ ক

প্রশ্নঃ মূল্যস্ফীতি এমন একটা অসুখ, যা গোটা সমাজকে ধ্বংস করে দিতে পারে (Inflation is a disease that can wreck a socity.)- উক্তিটি কার?
ক. মিল্টন ফিডম্যান
খ. জর্জ কেনেডি
গ. জর্জ ফিডম্যান
ঘ. জেনারেল জন ক্যাম্পবেল
উত্তরঃ ক

প্রশ্নঃ মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?
ক. হাসান আশরাবী
খ. বেনজির ভুট্টো
গ. বেগম খালেদা জিয়া
ঘ. বেগম ফাতেমা জিন্নাহ
উত্তরঃ খ

প্রশ্নঃ ইন্টারন্যাশনাল সুপার স্টার কাজে অভিতিহ করা হয়েছে?
ক. উইলিয়াম শেক্সপিয়ার
খ. আইজ্যাক নিউটন
গ. উইনস্টোন চার্চিল
ঘ. চার্লস ডারউইন
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘Impossible is a word to be found in a fool’s dictionary’- who said this?
ক. Che Guevara
খ. Plato
গ. Einstine
ঘ. Napoleon
ঙ. None of them
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘যে সমাজে বাস করে না সে হয় পশু ন হয় দেবতা।’ উক্তিটি কার?
ক. প্লেটো
খ. এরিস্টটল
গ. জনলক
ঘ. রুশো
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘দেশ ভালো হয় যদি দেশের বিশ্ববিদ্যালয়গুলো ভালো হয়’- বলেছিলেন
ক. আব্রাহাম লিংকন
খ. আইজাক নিউটন
গ. বাট্রান্ড রাসেল
ঘ. পন্ডিত নেহেরু
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘শক্তি নয় ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি’ বলেছেন-
ক. টিএইচ গ্রিন
খ. টিএইচ ব্রাউন
গ. অ্যারিসস্টল
ঘ. প্লেটো
উত্তরঃ ক

প্রশ্নঃ “বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ” কোন কবি লিখেছেন?
ক. মোহাম্মদ মনিরুজ্জামান
খ. আসাদ চৌধুরী
গ. কামাল চৌধুরী
ঘ. আল মাহমুদ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘ইতিহাস হচ্ছে অভিজাত শ্রেণীর সমাধিক্ষেত্র।’ উক্তিটি কার?
ক. প্লেটো
খ. এরিস্টটল
গ. হবস
ঘ. প্যারেটো
উত্তরঃ খ

প্রশ্নঃ কে ‘লৌহ মানবী’ বলে পরিচিত?
ক. ইন্দিরা গান্ধী
খ. বেগম খালেদা জিয়া
গ. আংসান সুকী
ঘ. মার্গারেট থ্যাচার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘নিকৃষ্ট মুদ্রা উৎকৃষ্ট মুদ্রাকে বাজার থেকে বিতাড়িত করে’-এ বিধির নাম কী?
ক. ফিশারের বিধি
খ. গেসামের বিধি
গ. বেনহামের বিধি
ঘ. এডাম স্মিথের বিধি
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘গণতন্ত্র শ্রেষ্ঠ ও উৎকৃষ্ট শাসন ব্যবস্থা’ উক্তিটি কার?
ক. মিল
খ. প্লেটো
গ. এরিস্টটল
ঘ. লর্ড ব্রাইস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘সীমান্ত গান্ধী’ নামে কে পরিচিত?
ক. ইন্দিরা গান্ধী
খ. মহাত্মা গান্ধী
গ. খান আব্দুল গাফ্ফার খান
ঘ. রাজীব গান্ধী
উত্তরঃ গ

প্রশ্নঃ মার্কিন যুক্তরাষ্ট্রের মেয়েরা কোন সালে ভোটাধিকার পান?
ক. ১৯২০
খ. ১৯২১
গ. ১৯২২
ঘ. ১৯২৩
উত্তরঃ ক

প্রশ্নঃ Justice Delayed is Justice Denied-কার উক্তি?
ক. Lord Atkin
খ. Disraeli
গ. Churchil
ঘ. Gladstone
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী কে?
ক. ইন্দিরা গান্ধী
খ. চন্দ্রিকা কুমারাতুঙ্গা
গ. শ্রীমাভো বন্দরনায়েকে
ঘ. বেনজির ভুট্টো
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন রাজনীতিবিদের উপাধি ‘দেশবন্ধু’?
ক. সুভাষ চন্দ্র বসু
খ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
গ. চিত্তরঞ্জন দাস
ঘ. শরৎচন্দ্র বসু
ঙ. আবুল হাশিম
উত্তরঃ গ

প্রশ্নঃ Women of which country first attained the right to vote?/ অথবা, কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে?
ক. বার্মা(Bahama)
খ. নরওয়ে(Norway)
গ. সুইডেন(Sweden)
ঘ. নিউজিল্যান্ড(New Zealand)
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top