আন্তর্জাতিক বিষয়াবলী-২৪

প্রশ্নঃ ২১তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. ওয়াশিংটন ডিসি (যুক্তরাষ্ট্র)
খ. ভিয়েনা (অস্ট্রিয়া)
গ. মেলবোর্ন (অস্ট্রেলিয়া)
ঘ. ডারবান (দক্ষিণ আফ্রিকা)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ৩১ মে ২০১৭ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন কে?
ক. Alfredo Toro Carnevalli
খ. Miroslav Lajcak
গ. Malelaos Menelaou
ঘ. Angel Angelov
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ৩১তম ASEAN শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
ক. ১২-১৩ নভেম্বর ২০১৭
খ. ১০-১১ নভেম্বর ২০১৭
গ. ১৪-১৫ নভেম্বর ২০১৭
ঘ. ১৩-১৪ নভেম্বর ২০১৭
উত্তরঃ ঘ

প্রশ্নঃ জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৪১
খ. ১৯৪৫
গ. ১৯৪৮
ঘ. ১৯৪৯
উত্তরঃ খ

প্রশ্নঃ ২০১৭ সালে অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককে শিরোপা জয়ী কে?
ক. ভেনাস উইলিয়ামস
খ. সেরেনা উইলিয়ামস
গ. মারিয়া শারাপোভা
ঘ. আনা ইভানোভিচ
উত্তরঃ খ

প্রশ্নঃ Which one is not correct?
ক. AFP-France
খ. Al-Zazira-Dubai
গ. RM-Moscow
ঘ. VOA-America
উত্তরঃ খ

প্রশ্নঃ জাতিসংঘের উদ্দেশ্যে কি?
ক. যুদ্ধ বন্ধ করা
খ. সদস্য দেশসমুহের সমস্যার সমাধান করা
গ. আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা
ঘ. আন্তর্জাতিক অর্থনীতি জোরদার করা
উত্তরঃ গ

প্রশ্নঃ ৪র্থ বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়-
ক. কায়রো
খ. মস্কো
গ. প্যারিস
ঘ. বেইজিং
উত্তরঃ ঘ

প্রশ্নঃ অ্যামনেস্টি ইন্টরন্যাশনালের লক্ষ্য-
ক. শিক্ষাক্ষেত্রে সাহায্য দেয়া
খ. দুর্গতদের সহায়তা প্রদান
গ. শিশুদের সাহায্য দেয়া
ঘ. মানবাধিকার সংরক্ষণ করা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ১ আগস্ট ২০১৬ OPEC -এর মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
ক. মোহাম্মদ সানুসি বারকিন্ড (নাইজেরিয়া)
খ. জোসে চাকন (ভেনিজুয়েলা)
গ. জারমিন নাসুতিয়ন (ইন্দোনেশিয়া)
ঘ. ড. মোহাম্মদ জাবাদ জারিফ (ইরান)
উত্তরঃ ক

প্রশ্নঃ ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (IPU)-এর প্রথম নারী প্রেসিডেন্ট কে?
ক. Gabriela Cuevas Barron (Mexico)
খ. Fatima Sadiq (Pakistan)
গ. Najma Heptulla (India)
ঘ. None of the above
উত্তরঃ গ

প্রশ্নঃ The former name of WTO was-
ক. UNCTAD
খ. GATT
গ. ILO
ঘ. WHO
উত্তরঃ খ

প্রশ্নঃ নাসা কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা?
ক. জার্মানি
খ. রাশিয়া
গ. ফ্রান্স
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সার্বিক উন্নয়নে লক্ষ্য নিয়ে ১৯৯৭ এর জুলাই মাসে তুরস্কে অনুষ্ঠিত এক সভায় এশিয়া ও আফ্রিকায় ৮টি মুসলমান প্রধান দেশ নিয়ে একটি গ্রুপ গঠিত হয় যার নাম দেওয়া হয় ডেভেলপমেন্ট-৮, সংক্ষেপে ডি-৮। নিম্নে উল্লেখিত ৪টি দেশের মধ্যে ১টি দেশ কিন্তু ঐ গ্রুপে নেই। সে দেশটি কোন দেশ?
ক. বাংলাদেশ
খ. পাকিস্তান
গ. মিশর
ঘ. আলজেরিয়ার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ WHO works in the area of–
ক. Telecommunication
খ. Healt care
গ. Business
ঘ. Women Empowerment
উত্তরঃ খ

প্রশ্নঃ ২০১৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেয়–
ক. ফিলিস্তিন ও হিজবুল্লাহ
খ. আফগানিস্তান ও তালেবান
গ. ইরান ও হিজবুল্লাহ
ঘ. উত্তর কোরিয়া ও হামাস
উত্তরঃ গ

প্রশ্নঃ ভেটো’ ক্ষমতা কি?
ক. ভেটো প্রয়োগকারী বিরোধিতা করলে সংখ্যাগরিষ্ঠ ভোটও কার্যকর হয় না
খ. ভেটো প্রয়োগকারী সমর্থন করলে সংখ্যাগরিষ্ঠ ভোট বিপক্ষে গেলেও প্রস্তাব পাস হবে
গ. ভোট প্রয়োগ না করার প্রথা
ঘ. প্রস্তাব উত্থাপন করার ক্ষমতা
উত্তরঃ ক

প্রশ্নঃ ফিফার প্রথম নারী মহাসচিব কে?
ক. সাই ইং ওয়েন
খ. ফাতমা সামবা দিউফ সামৌরা
গ. মার্গারেট চ্যান
ঘ. হেলেন ক্লার্ক
উত্তরঃ খ

প্রশ্নঃ জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি?
ক. কফি আনান
খ. বুট্রোস ঘালি
গ. পেরেজ দ্য কুয়েলার
ঘ. বান কি মুন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ২৮ ও ২৯তম আসিয়ান শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. বালি, ইন্দোনেশিয়া
খ. ম্যানিলা, ফিলিপাইন
গ. ভিয়েনতিয়েন, লাওস
ঘ. হ্যানয়, ভিয়েতনাম
উত্তরঃ গ

প্রশ্নঃ এশীয় অবকাঠামো বিনিয়গ ব্যাংক (AIIB) বাণিজ্যিক কার্যক্রম শুরু করে কবে?
ক. ১৬ জানুয়ারি ২০১৬
খ. ১০ জানুয়ারি ২০১৬
গ. ০৬ জানুয়ারি ২০১৬
ঘ. ১৪ জানুয়ারি ২০১৬
উত্তরঃ ক

প্রশ্নঃ BRICS- এর সপ্তম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
ক. ৫-৬ জুলাই ২০১৫
খ. ৬-৭ জুলাই ২০১৫
গ. ৮-৯ জুলাই ২০১৫
ঘ. ৯-১০ জুলাই ২০১৫
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন দেশটি আরব লীগের অন্তর্ভূক্ত নয়?
ক. জর্ডান
খ. লেবানন
গ. ইরান
ঘ. বাহরাইন
উত্তরঃ গ

প্রশ্নঃ রয়টার ও এনা-
ক. গোপন সংস্থা
খ. রাজনৈতিক দল
গ. খবরের কাগজ
ঘ. সংবাদ সংস্থা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ৯ অক্টোবর ২০১৫ কোন দেশ বিশ্ব পর্যটন সংস্থা (UNWTO)-এর সদস্যপদ প্রত্যাহার করে?
ক. ডেনমার্ক
খ. নরওয়ে
গ. ফিলিপাইন
ঘ. সুইজারল্যান্ড
উত্তরঃ খ

প্রশ্নঃ ব্রিকসের সর্বশেষ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়–
ক. রাশিয়া
খ. ব্রাজিল
গ. ভারত
ঘ. দক্ষিন আফ্রিকা
উত্তরঃ খ

প্রশ্নঃ জাতিসংঘের প্রথম সেক্রেটারি জেনারেল ট্রিগভেলি কোন দেশের অধিবাসী?
ক. সুইডেন
খ. নরওয়ে
গ. বেলজিয়াম
ঘ. অস্ট্রিয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ বিখ্যাত ‘বুশ হাউজ’ কোন শহরে অবস্থিত?
ক. লন্ডন
খ. ওয়াশিংটন ডিসি
গ. টেক্সাস
ঘ. এর কোনটিতে নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ SDSN-এর রিপোর্টে সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম?
ক. ১১২তম
খ. ১১৩তম
গ. ১০৯তম
ঘ. ১০৭তম
উত্তরঃ গ

প্রশ্নঃ ২৪তম জাতিসংঘ জলবায়ু সম্মেলন বা COP-24 কোথায় অনুষ্ঠিত হবে?
ক. জিয়ামেন, চীন
খ. বন, জার্মানি
গ. কেটুইয়েস, পোল্যান্ড
ঘ. ব্রাসিলিয়া, ব্রাজিল
উত্তরঃ গ

প্রশ্নঃ শান্তিরক্ষী মিশনে নারী পুলিশ প্রেরণে শীর্ষ দেশ কোনটি?
ক. ভুটান
খ. ভারত
গ. পাকিস্তান
ঘ. বাংলাদেশ
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!