আন্তর্জাতিক বিষয়াবলী-২৩

প্রশ্নঃ সদর দপ্তরের ক্ষেত্রে ভুল?
ক. UNESCO প্যারিস
খ. WHO জেনেভা
গ. UNICEF প্যারিস
ঘ. WTO জেনেভা
উত্তরঃ গ

প্রশ্নঃ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)-এর বর্তমান (২০১৬) চেয়ারম্যান কে?
ক. শশাঙ্ক মনোহর
খ. জহির আব্বাস
গ. ম্যালকম টার্নবুল
ঘ. জন ফিলিপ কি
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ১৭তম ন্যাম (NAM) সম্মেলন কখন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. ২০১৬ সালে (মার্গারিটা, ভেনিজুয়েলা)
খ. ২০১৬ সালে (সিডনি, অস্ট্রেলিয়া)
গ. ২০১৬ সালে (কেপটাউন, দক্ষিণ আফ্রিকা)
ঘ. ২০১৬ সালে (মস্কো, রাশিয়া)
উত্তরঃ ক

প্রশ্নঃ ২৪ অক্টোবর ২০১৬ কোন দেশ IPU-এর ১৭১তম সদস্যপদ লাভ করে?
ক. তুরস্ক
খ. পাকিস্তান
গ. সুইজারল্যান্ড
ঘ. সোয়াজিল্যান্ড
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি সার্কভূক্ত দেশের রাজধানী নয়?
ক. ঢাকা
খ. কাঠমান্ডু
গ. ব্যাংকক
ঘ. থিম্পু
উত্তরঃ গ

প্রশ্নঃ SDR যে প্রতিষ্টানে ব্যবহৃত একটি হিসাবের একক-
ক. এডিবি
খ. ইউএন
গ. আইএমএফ
ঘ. বিশ্বব্যাংক
উত্তরঃ গ

প্রশ্নঃ নিম্নের কোন দেশটি জি-৮ ভুক্ত দেশ নয়?
ক. ফ্রান্স
খ. যুক্তরাজ্য
গ. রাশিয়া
ঘ. দি নেদারল্যান্ডস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস (OAS) -এর বর্তমান (২০১৫) মহাসচিব কে?
ক. রাফায়েল কোরেয়া (ইকুয়েডর)
খ. ইরথিন কাজিন (যুক্তরাষ্ট্র)
গ. ড্যানিয়েল ওর্তেগা (নিকারাগুয়া)
ঘ. লুইস লিওনার্দো আলমার্গো (উরুগুয়ে)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সন্ত্রাসবিরোধী ইসলামিক সামরিক জোট (IMAFT) কবে গঠন করা হয়?
ক. ১৫ ডিসেম্বর ২০১৪
খ. ১৫ ডিসেম্বর ২০১৫
গ. ২৫ মার্চ ২০১৫
ঘ. ১৪ এপ্রিল ২০১৪
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশ কবে জাতিসংঘের পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষর করে?
ক. ১২ সেপ্টেম্বর ২০১৭
খ. ৮ সেপ্টেম্বর ২০১৭
গ. ২০ সেপ্টেম্বর ২০১৭
ঘ. ১৪ সেপ্টেম্বর ২০১৭
উত্তরঃ গ

প্রশ্নঃ ২৭ অক্টোবর ২০১৬ কোন দেশ বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থা (WIPO)-এর ১৮৯তম সদস্যপদ লাভ করে?
ক. তুরস্ক
খ. কিরিবাতি
গ. নাউরু
ঘ. কুক দ্বীপপুঞ্জ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)-এর বর্তমান (২০১৬) সদস্য দেশ কতটি?
ক. ১৮৯টি
খ. ১৯২টি
গ. ১৭৫টি
ঘ. ১৮৫টি
উত্তরঃ ক

প্রশ্নঃ ওসামা বিন লাদেনের জন্ম কোথায়?
ক. ইরাক
খ. সিরিয়া
গ. আফগানিস্তান
ঘ. সৌদি আরব
উত্তরঃ ঘ

প্রশ্নঃ লায়ন্স ক্লাব কে প্রতিষ্ঠা করেন?
ক. মেলনি জোন্স
খ. পিটার বেননসন
গ. হেনরী ডুনেন্ট
ঘ. পল হ্যারিস
উত্তরঃ ক

প্রশ্নঃ ইয়াল্টা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়?
ক. ১৯৩৩
খ. ১৯৪৩
গ. ১৯৪৫
ঘ. ১৯৪৭
উত্তরঃ গ

প্রশ্নঃ আন্তর্জাতিক সৌর জোট (ISA) গঠিত হয় কবে?
ক. ২৫ সেপ্টেম্বর ২০১৫
খ. ৩০ নভেম্বর ২০১৫
গ. ২৫ জানুয়ারি ২০১৬
ঘ. ৩০ মার্চ ২০১৬
উত্তরঃ খ

প্রশ্নঃ বিশ্বের সর্ববৃহৎ তেলের রিজার্ভ রয়েছে কোন দেশে?
ক. সৌদি আরব
খ. ইরাক
গ. সংযুক্ত আরব আমিরাত
ঘ. কুয়েত
উত্তরঃ ক

প্রশ্নঃ GATT কখন WTO তে রূপান্তরিত হয়?
ক. ১৯৯৩ সালে
খ. ১৯৯৫ সালে
গ. ১৯৯৬ সালে
ঘ. ১৯৯৭ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ ২৮তম NATO শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কবে?
ক. ২৩ মে ২০১৭
খ. ২২ মে ২০১৭
গ. ২৭ মে ২০১৭
ঘ. ২৫ মে ২০১৭
উত্তরঃ ঘ

প্রশ্নঃ Current (2016) member states of the International Organization for Migration (IOM)–
ক. 165
খ. 175
গ. 160
ঘ. 168
উত্তরঃ ক

প্রশ্নঃ জাতিসংঘে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (ICC)-এর প্রথম স্থায়ী পর্যবেক্ষকের নাম কি?
ক. মুন জায়ে-ইন
খ. মারিও লো পেন
গ. লুই কাস্ত্রো
ঘ. অ্যান্টিনিও গুইতেরেস
উত্তরঃ গ

প্রশ্নঃ কোথায় এবং কোন সালে OIC এর সূচনা হয়?
ক. জেদ্দা ১৯৫৯
খ. রিয়াদ ১৯৬০
গ. রাবাত ১৯৬৯
ঘ. দুবাই ১৯৬১
উত্তরঃ গ

প্রশ্নঃ ANTARA’ is the name of the news agency of-/ ‘আনতারা’ কোন দেশের সংবাদ সংস্থা?
ক. Iran
খ. Iraq
গ. Indonesia
ঘ. Itali
উত্তরঃ গ

প্রশ্নঃ Which one is not included G-8কোন দেশটি জি-৮ এর সদস্য নয়?
ক. Germany(জার্মানি)
খ. Australia(অস্ট্রেলিয়া)
গ. Russia(রাশিয়া)
ঘ. France(ফ্রান্স)
উত্তরঃ খ

প্রশ্নঃ বর্তমানে (২০১৫) OIC এর সভাপতি কোন দেশের—
ক. তুরস্কের
খ. বাংলাদেশের
গ. মিসরের
ঘ. পাকিস্তানের
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্ব বাণিজ্য সংস্থা এর মন্ত্রী পর্যায়ের দশম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
ক. কেপটাউন, সাউথ আফ্রিকা
খ. নাইরোবি, কেনিয়া
গ. হারারে, জিম্বাবুয়ে
ঘ. ক্রেমলিন, রাশিয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ Uruguay round is related to:/উরুগুয়ে রাউন্ড কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
ক. European Union
খ. World Bank-IMF
গ. NAFTA
ঘ. WTO
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ইউরোশিয়ান ইকোনমিক ইউনিয়ন (EaEU) এর বর্তমান সদস্য দেশ কতটি?
ক. ৪ টি
খ. ৭ টি
গ. ৬ টি
ঘ. ৫ টি
উত্তরঃ ক

প্রশ্নঃ ২০১৬ সালে ১১তম জি-২০ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. চীন
খ. ফ্রান্স
গ. অস্ট্রেলিয়া
ঘ. দক্ষিণ কোরিয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ ইন্দোনেশিয়া কত সালে জাতিসংঘের সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছিল?
ক. ১৯৪৭ সালে
খ. ১৯৫২ সালে
গ. ১৯৬৫ সালে
ঘ. ১৯৬৬ সালে
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!