আন্তর্জাতিক বিষয়াবলী-১২৮

প্রশ্নঃ উল্কা বৃষ্টি কি?
ক. মহাকাশ থেকে আসা এক ঝাঁক উজ্জ্বল বস্তু
খ. খসে পড়া তারা
গ. কোন ধুমকেতুর অংশবিশেষ কক্ষপথ হইতে বিচ্যুত বস্তু কণা যা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে ঘর্ষণে জ্বলে ওঠে
ঘ. কোন গ্রহের ভগ্নাবশেষ যা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের ফলে ঘর্ষণে জ্বলে উঠে
উত্তরঃ গ

প্রশ্নঃ আন্তর্জাতিক তারিখ রেখা বাংলাদেশের কোন জেলার ওপর দিয়ে গিয়েছে?
ক. সিলেট
খ. চট্টগ্রাম
গ. ফরিদপুর
ঘ. কোনটাই নয়
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করে কোন দেশ?
ক. যুক্তরাষ্ট্র
খ. রাশিয়া
গ. চীন
ঘ. জাপান
উত্তরঃ খ

প্রশ্নঃ অস্ট্রেলিয়া মহাদেশে উষ্ণতম মাস কোনটি?
ক. জানুয়ারি
খ. জুলাই
গ. ডিসেম্বর
ঘ. সেপ্টেম্বর
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন স্থানের সময় ৩টা হলে ১০° পূর্বের স্থানে সময় কত হবে?
ক. ২টা ৫৬ সেকেন্ড
খ. ৩ টাকা ৪ সেকেন্ড
গ. ৩ টা ৪ মিনিট
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলা সনের ৩১ দিনের মাস কয়টি?
ক. ৪ মাস
খ. ৬ মাস
গ. ৭ মাস
ঘ. ৫ মাস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত?
ক. চারটি
খ. তিনটি
গ. দুইটি
ঘ. পাঁচটি
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন স্থানের সময় ৩টা হলে তার ১° পূর্বের সময় হবে-
ক. ২ টা ৫৬ মিনিট
খ. ৩ টা ৪ মিনিট
গ. ৩ টা ৪ সেকেন্ড
ঘ. ২ টা ৪ সেকেন্ডে
উত্তরঃ খ

প্রশ্নঃ রাষ্ট্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
ক. নির্দিষ্ট ভূখণ্ড
খ. জনসমষ্টি
গ. সরকার
ঘ. সার্বভ্যৌমত্ব
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘হেল-বপ’ ধুমকেতু আবিষ্কৃত হয়-
ক. ১৯৯৩ সালে
খ. ১৯৯৭ সালে
গ. ১৯৯৫ সালে
ঘ. ১৯৯৪ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে?
ক. ৮.৩২ মিনিট
খ. ৯.১২ মিনিট
গ. ৭.৯৬ মিনিট
ঘ. ১০.৬৫ মিনিট
উত্তরঃ ক

প্রশ্নঃ গ্রহটির নামকরণ রোমান যুদ্ধদেবতার নামে আছে-
ক. মার্স
খ. স্যাটার্ন
গ. জুপিটার
ঘ. এপোলো
উত্তরঃ ক

প্রশ্নঃ বছরের কোন তারিখে দিবারাত্রি সমান হয়?
ক. ২১ সেপ্টেম্বর
খ. ২৩ সেপ্টেম্বর
গ. ২৩ মার্চ
ঘ. ২১ এপ্রিল
উত্তরঃ খ

প্রশ্নঃ পৃথিবীর উত্তর দক্ষিণের ব্যাস কত?
ক. ১৫০৯ কিঃমিঃ
খ. ১৪৭০২ কিঃমিঃ
গ. ১২৭০৯ কিঃমিঃ
ঘ. ১১৩০৯ কিঃমিঃ
উত্তরঃ গ

প্রশ্নঃ গ্রিনউইচ যে দেশে অবস্থিত তার নাম-
ক. কানাডা
খ. ডেনমার্ক
গ. রাশিয়া
ঘ. ইংল্যান্ড
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যদি সূর্য থেকে হঠাৎ আলো বন্ধ হয়ে যায় তাহলে পৃথিবীর মানুষ কতক্ষনে এ পরিবর্তন প্রত্যক্ষ করবে
ক. তৎক্ষণাৎ
খ. ৮ মি. পরে
গ. ৮ মি. ৪০ সে. পরে
ঘ. ৮ মি. ২০ সে. পরে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ চন্দ্রপৃষ্ঠে প্রথম অবতরণকারী মানুষের নাম ও দেশ
ক. ইউরি গ্যাগারিন রাশিয়া
খ. জন গ্লেন, যুক্তরাষ্ট্র
গ. রিচার্ড এলড্রিন, যুক্তরাষ্ট্র
ঘ. নেল আর্মস্ট্রং,যুক্তরাষ্ট্র
উত্তরঃ ঘ

প্রশ্নঃ স্পুটনিক-১ কখন ভূ-উপগ্রহ কক্ষপথে সাফল্যজনকভাবে নিক্ষেপ করা হয়?
ক. ১৯৫৭ সালে
খ. ১৯৬০ সালে
গ. ১৯৬৬ সালে
ঘ. ১৯৬৯ সালে
উত্তরঃ ক

প্রশ্নঃ What is the approximate circumference of the earth?
ক. ৫০,০০০ km
খ. ২৫,০০০ km
গ. ১৬,০০০ km
ঘ. ৪০,০০০ km
উত্তরঃ খ

প্রশ্নঃ How many days are in a leap year?/অধিবর্ষে কত দিন থাকে?
ক. ৩৬৪
খ. ৩৬৫
গ. ৩৬৬
ঘ. ৩৬৭
ঙ. None of these
উত্তরঃ গ

প্রশ্নঃ মহাশূণ্য থেকে আগত রশ্মি বা কণাকে কি বলে?
ক. আলফা রে
খ. বিটা রে
গ. গামা রে
ঘ. কসমিক রে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সবচেয়ে বড় উপগ্রহ কোনটি?
ক. টাইটান
খ. ফোবস
গ. ডিমোস
ঘ. ক্যারন
উত্তরঃ ক

প্রশ্নঃ পৃথিবীর জমজ নামে পরিচিত কোন গ্রহ?
ক. শনি
খ. মঙ্গল
গ. বুধ
ঘ. শুক্র
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পৃথিবীর নিজের অক্ষের উপর ঘূর্ণনকে কি বলা হয়?
ক. বার্ষিক গতি
খ. আহ্নিক গতি
গ. ঘূর্ণন গতি
ঘ. চক্রাকার গতি
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!