আন্তর্জাতিক বিষয়াবলী-১২৭

প্রশ্নঃ গ্রিন হাউজ ইফেক্টের জন্য কোনটি দায়ী?
ক. CFCl3
খ. SO2
গ. CO2
ঘ. He
উত্তরঃ গ

প্রশ্নঃ মহাশূন্য প্রথম কোন দেশ কুকুর লাইকা পাঠায়?
ক. যুক্তরাষ্ট্র
খ. রাশিয়া
গ. চীন
ঘ. জাপান
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ অতিবেগুনি রাশ্মি কোথা হতে আসে?
ক. চন্দ্র
খ. বৃহস্পতি
গ. সূর্য
ঘ. পেট্রোলিয়াম
উত্তরঃ গ

প্রশ্নঃ এই শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধূককেতু কোনটি?
ক. হেলির ধূমকেতু
খ. হেলবপ ধূমকেতু
গ. শুমেকার-লেভী ধূমকেতু
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ মহাকর্ষীয় তরঙ্গ শনাক্তে কোন বাংলাদেশি বিজ্ঞানী যুক্ত ছিলেন?
ক. আবুল হুসসাম
খ. দীপঙ্কর তালুকদার
গ. সেলিম শাহরিয়ার
ঘ. খ ও গ উভয়ই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পৃথিবীর দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন হয়-
ক. ২১ মার্চ
খ. ২৩ সেপ্টেম্বর
গ. ২১ জুন
ঘ. ২২ ডিসেম্বর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত?
ক. ট্রাপিক অব ক্যাপ্রিকন
খ. ট্রপিক অব ক্যানসার
গ. ইকুয়েটর
ঘ. আর্কটিক সার্কেল
উত্তরঃ খ

প্রশ্নঃ সি.এফ.সি বায়ুমন্ডলের কোন স্তরকে ক্ষতি করেছে?
ক. আয়নোস্ফোয়ার
খ. স্ট্রাটোস্ফেয়ার
গ. থার্মোস্ফেয়ার
ঘ. মেসোস্ফেয়ার
উত্তরঃ খ

প্রশ্নঃ পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে-এ মতবাদ প্রথম প্রমাণ করেন-
ক. গ্যালিলিও
খ. হ্যানিম্যান
গ. কোপার্নিকাস
ঘ. লুইপাস্তুর
উত্তরঃ গ

প্রশ্নঃ গ্রিনিচের দ্রাঘিমা কত ডিগ্রী
ক. ৫°
খ. ১°
গ. ০.৫°
ঘ. ০°
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন গ্রাসটি ওজোন ভাঙতে সাহায্য করে?
ক. হাইড্রোজেন সালফাইড
খ. ক্লোরিন
গ. ব্রোমিন
ঘ. ফ্লোরিন
উত্তরঃ খ

প্রশ্নঃ Which mughal Emperor initiated the celebration of bengali new year-/ কোন মোঘল সম্রাট বাংলা নববর্ষ চালু করেছিলেন?
ক. Shahajahan
খ. Akbar
গ. Babar
ঘ. Jahangir
ঙ. None of them
উত্তরঃ খ

প্রশ্নঃ ১° দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের জন্য সময়ের পার্থক্য কত মিনিট?
ক. ৩০ মিনিট
খ. ১ মিনিট
গ. ২৫ মিনিট
ঘ. ৪ মিনিট
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ঢাকার প্রতিপাদ স্থান কোথায় অবস্থিত?
ক. চিলির নিকট প্রশান্ত মহাসাগরে
খ. মেক্সিকোর নিকট প্রশান্ত মহাসাগরে
গ. নিউইয়র্কের নিকট আটলান্টিক মহাসাগরে
ঘ. সানফ্রান্সিসকোর নিকট প্রশান্ত মহাসাগরে
উত্তরঃ ক

প্রশ্নঃ মহাকাশে প্রথম আনন্দ ভ্রমণকারী কে?
ক. নেইল আর্মস্ট্রং
খ. ডেনিস টিটো
গ. মাইকেল কলিন্স
ঘ. ইউরি গ্যাগরিন
উত্তরঃ খ

প্রশ্নঃ ড. মুহম্মদ শহীদুললাহ কোন সালে বাংলা পঞ্জিকা সংস্কার করেন?
ক. ১৯৬৩
খ. ১৯৬৫
গ. ১৯৬৬
ঘ. ১৯৬৮
উত্তরঃ গ

প্রশ্নঃ সবচেয়ে ছোট দিন হয়-
ক. ২১ ডিসেম্বর
খ. ২২ ডিসেম্বর
গ. ২৫ ডিসেম্বর
ঘ. ৩০ ডিসেম্বর
উত্তরঃ খ

প্রশ্নঃ গ্রিণ হাউস প্রতিক্রিয়া হল-
ক. জীবাশ্ম জ্বালানী যেমন- কয়লা, তেল ইত্যাদি দহনের ফলে বায়ুমণ্ডলের দূষণ
খ. বৃক্ষকর্তনের মাধ্যমে অবাধে বনভূমি উজাড় করা
গ. সবুজ বৃক্ষকর্তনের পরিপূর্ণ এক বাড়িতে বসবাসের প্রতিক্রিয়া
ঘ. সবুজ ঘরে বৃক্ষ ও শাকশব্জি জন্মানোর প্রক্রিয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ গ্রিন হাউজ গ্যাস নির্গমনকারী শীর্ষ দেশ দুটি হচ্ছে-
ক. মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান
খ. মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন
গ. মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
ঘ. মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ গুরুবৃত্ত বা মহাবৃত্ত হচ্ছে-
ক. দ্রাঘিমারেখা
খ. অক্ষরেখা
গ. নিরক্ষরেখা
ঘ. মধ্যরেখা
উত্তরঃ গ

প্রশ্নঃ Which planet is the nearest to sun?/ সূর্যের নিকটতম গ্রহের নাম কি?
ক. Mercury
খ. Venus
গ. Jupiter
ঘ. Mars
উত্তরঃ ক

প্রশ্নঃ উত্তর গোলার্ধে রাত সবচেয়ে বড় হয়-
ক. ২১ মার্চ
খ. ২১ জুন
গ. ২৩ ডিসেম্বর
ঘ. ২২ সেপ্টেম্বর
উত্তরঃ গ

প্রশ্নঃ সপ্তর্ষিমণ্ডল আকাশে কিসের মত দেখায়?
ক. এস আকৃতির
খ. যতি আকৃতির
গ. জিজ্ঞাসা চিহ্নের মত
ঘ. কোনটিই না
উত্তরঃ গ

প্রশ্নঃ সৌরজগতের দ্রুততম গ্রহ হলো-
ক. বৃহস্পতি
খ. শনি
গ. বুধ
ঘ. শুক্র
উত্তরঃ গ

প্রশ্নঃ পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
ক. বুধ
খ. শুক্র
গ. বৃহস্পতি
ঘ. মঙ্গল
উত্তরঃ খ

প্রশ্নঃ জ্যোতিষ্ক কত প্রকার-
ক. ৫ প্রকার
খ. ৩ প্রকার
গ. ৭ প্রকার
ঘ. ৪ প্রকার
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘পার্থ ফাইন্ডার (Pathfinder) কি?
ক. চাঁদে অবতরণকারী একটি যানের নাম
খ. রাতের অন্ধকারে পথ দেখা যায় এরূপ একটি আলোর মেশিন
গ. শুক্র গ্রহে অবতরণকারী যানটির নাম
ঘ. মঙ্গল গ্রহে অবতরণকারী যানটির নাম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রেফ্রিজারেটরের কম্প্রেসারের মধ্যে যে তরল পদার্থ ব্যবহার করা হয় তার নাম-
ক. জিওফ্রট
খ. ফ্রেওন
গ. অক্সিজেন
ঘ. নিয়ন
উত্তরঃ খ

প্রশ্নঃ গ্রিন হাউস হল-
ক. সবুজ রঙের ঘর
খ. গ্যাস
গ. সবুজের ভিতর একটি ঘর
ঘ. একটি ঘর যার ভিতর সবুজ গাছপালা জন্মায়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ৬৬.৫ উত্তর অক্ষাংশ কি নামে পরিচিত?
ক. কুমেরুবৃত্ত
খ. বিষুবরেখা
গ. সুমেরুবৃত্ত
ঘ. মূল মধ্যরেখা
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!