আন্তর্জাতিক বিষয়াবলী-১০০

প্রশ্নঃ ইস্তাম্বুল শহরটি কোন দুই মহাদেশ জুড়ে অবস্থিত?
ক. এশিয়া ও আফ্রিকা
খ. ইউরোপ ও আফ্রিকা
গ. এশিয়া ও ইউরোপ
ঘ. উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্বে প্রথম ‘কৃত্রিম অগ্ন্যাশয়’ স্থাপন করা হয় কোন দেশে?
ক. জাপান
খ. চীন
গ. যুক্তরাষ্ট্র
ঘ. অস্ট্রেলিয়া
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ২০১৪ সালের গণতন্ত্র সূচকে বাংলাদেশ কততম?
ক. ৮৭তম
খ. ৮৬তম
গ. ৮৫তম
ঘ. ৮৪তম
উত্তরঃ গ

প্রশ্নঃ বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)-এর পূর্ণ সদস্য বা টেস্ট মর্যাদা পাওয়া দেশ কতটি?
ক. ১২টি
খ. ১১টি
গ. ১০টি
ঘ. ৯টি
উত্তরঃ ক

প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে বড় বাড়ি-
ক. বাকিংহাম প্যালেস
খ. হোয়াইট হাউস
গ. ভ্যাটিক্যান প্রসাদ
ঘ. হোয়াইটি হল
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০১৭ অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন কোন দেশে?
ক. সিরিয়া
খ. সার্বিয়া
গ. লাটভিয়া
ঘ. বুলগেরিয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ বিদ্যুৎ সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর তালিকায় বিশ্বের শীর্ষ দেশ?
ক. বাংলাদেশ
খ. ইথিওপিয়া
গ. নাইজেরিয়া
ঘ. ভারত
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিশ্বের দীর্ঘতম ও গভীরতম রেলওয়ে সুড়ঙ্গ গোথার্ড বেজ টানেল আনুষ্ঠানিকভাবে খুলে দেয়া হয় কবে?
ক. ১৫ মে ২০১৬
খ. ২৫ জানুয়ারি ২০১৬
গ. ২৫ মে ২০১৬
ঘ. ১ জুন ২০১৬
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ২০১৬ সালের বৈশ্বিক সূচকে খারাপ দেশ কোনটি?
ক. উত্তর কোরিয়া
খ. সিরিয়া
গ. শাদ
ঘ. বাহরাইন
উত্তরঃ খ

প্রশ্নঃ মানব উন্নয়ন রিপোর্ট ২০১৬ঃ সার্কভুক্ত দেশের মধ্যে মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি?
ক. ভারত
খ. শ্রীলংকা
গ. ভুটান
ঘ. মালদ্বীপ
উত্তরঃ খ

প্রশ্নঃ বর্তমানে (২০১৫) অত্মহত্যায় শীর্ষ দেশ?
ক. সুরিনাম
খ. শ্রীলংকা
গ. দ. কোরিয়া
ঘ. গায়ানা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘ডুয়িং বিজনেস ২০১৮’ রিপোর্টে বাংলাদেশের অবস্থান কততম?
ক. ১৮৩তম
খ. ১৭৭তম
গ. ১৫৭তম
ঘ. ১৩৮তম
উত্তরঃ খ

প্রশ্নঃ বিখ্যাত ল্যাণ্ডমার্ক টাওয়ার অবস্থিত-
ক. নিউইয়র্কে
খ. শিকাগোতে
গ. টোকিওতে
ঘ. লন্ডনে
উত্তরঃ গ

প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
ক. আফ্রিকা
খ. ইউরেশিয়া
গ. এশিয়া
ঘ. উত্তর আমেরিকা
উত্তরঃ গ

প্রশ্নঃ আয়তনের দিক থেকে বিশ্বের সর্ববৃহৎ দেশ-
ক. কানাডা
খ. রাশিয়া
গ. ব্রাজিল
ঘ. ভারত
উত্তরঃ খ

প্রশ্নঃ জনসংখ্যার অনুপাতে আধুনিক দাসত্বের তালিকায় শীর্ষ দেশ কোনটি?
ক. ভারত
খ. পাকিস্তান
গ. উজবেকিস্তান
ঘ. উত্তর কোরিয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ২০১৬ সালে প্রবাসী আয় বা রেমিট্যান্স অর্জনে বাংলাদেশের অবস্থান কততম?
ক. দশম
খ. নবম
গ. অষ্টম
ঘ. সপ্তম
উত্তরঃ গ

প্রশ্নঃ Which city has the largest population?/লোকসংখ্যা অনুসারে পৃথিবীর সবচেয়ে বড় শহর কোনটি?
ক. নিউইয়র্ক(New Work)
খ. লন্ডন(London)
গ. টোকিও(Tokyo)
ঘ. ঢাকা(Dhaka)
উত্তরঃ গ

প্রশ্নঃ স্মার্ট কার্ড-এর জনক কে?
ক. ভিনটন জি কার্ফ
খ. মার্টিন কুপার
গ. রোল্যান্ড মোরেনো
ঘ. জন লক
উত্তরঃ গ

প্রশ্নঃ বর্তমানে (২০১৫) চিনি রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
ক. গুয়েতেমালা
খ. অস্ট্রেলিয়া
গ. থাইল্যান্ড
ঘ. ব্রাজিল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ২০১৪ সালের গণতন্ত্র সূচকে খারাপ দেশ কোনটি?
ক. ইরান
খ. সিরিয়া
গ. শাদ
ঘ. উত্তর কোরিয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন সালে, কোন দেশে বিশ্বের প্রথম ‘বৈদ্যুতিক সড়ক’ চালু হয়?
ক. ২০১৫ সালে, চীনে
খ. ২০১৬ সালে, যুক্তরাষ্ট্রে
গ. ২০১৬ সালে, সুইডেনে
ঘ. ২০১৬ সালে, জাপানে
উত্তরঃ গ

প্রশ্নঃ বর্তমানে (২০১৫) প্রকৃত জিডিপি প্রবৃদ্ধির অর্থনীতিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
ক. ১৯তম
খ. ২২তম
গ. ২৪তম
ঘ. ২৫তম
উত্তরঃ খ

প্রশ্নঃ বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০১৭ অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক কোন দেশে?
ক. নাইজার
খ. লিবিয়া
গ. কাতার
ঘ. ওমান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন দেশের সর্বাধিক টাইম যোন রয়েছে?
ক. চীন
খ. যুক্তরাজ্য
গ. অস্ট্রেলিয়া
ঘ. ফ্রান্স
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ইউরোপের বৃহত্তম নগরী কোনটি?
ক. প্যারিস
খ. লন্ডন
গ. আমস্টারডাম
ঘ. হামবুর্গ
উত্তরঃ ক

প্রশ্নঃ আয়তন ও লোকসংখ্যায় কোনটি পৃথিবীর ক্ষুদ্রতম দেশ?
ক. মালদ্বীপ
খ. ভ্যাটিকান
গ. তাইওয়ান
ঘ. সিঙ্গাপুর
উত্তরঃ খ

প্রশ্নঃ ইন্দোনেশিয়া ব্যতীত কোন দেশের মুসলমান সংখ্যা সর্বাধিক?
ক. পাকিস্তান
খ. বাংলাদেশ
গ. ভারত
ঘ. সৌদি আরব
উত্তরঃ ক

প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম হীরক খনি
ক. এশিয়ায়
খ. অস্ট্রেলিয়ায়
গ. আফ্রিকায়
ঘ. উত্তর আমেরিকায়
উত্তরঃ গ

প্রশ্নঃ দুর্নীতির ধারণা সূচক ২০১৫ অনুযায়ী সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
ক. উত্তর কোরিয়া ও সোমালিয়া
খ. আফগানিস্তান ও সুদান
গ. ইরাক ও সিরিয়া
ঘ. দক্ষিন সুদান ও লিবিয়া
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!